![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্পর্ক সুন্দর করতে, গভীর করতে চুমুর ভূমিকা যে অসীম তা সকলেই জানি। জানেন কি স্বাস্থ্য ভাল রাখতেও দারুণ উপকারী চুমু? প্রতিদিন চুমু খেলে শুধু স্বাস্থ্য থাকবে ঝরঝরে, মন থাকবেন খুশি, উদ্যম বাড়বে জীবনে, সম্পর্ক হবে সুন্দর। জেনে নিন কী ভাবে স্বাস্থ্য ভাল রাখে চুমু।
১। রক্তচাপ: চুমু রক্তচাপ কমাতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
২। হরমোন: চুমু সিরোটোনিন, ডোপেমিন, অক্সিটোসিনের মতো হ্যাপি হরমোন ক্ষরণে সাহায্য করে। ফলে মুড ভাল থাকে।
৩। মাথা যন্ত্রণা: চুমু খাওয়ার সময় শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। ফলে মাথা যন্ত্রণা, খিঁচ লাগা কমে যায়।
৪। দাঁত: চুমু খাওয়ার সময় লালক্ষরণ বেড়ে যায়। যা মুখ পরিষ্কার রাখে। দাঁত, মাড়ি থেকে নোংরা দূর করে ক্যাভিটি রুখতে সাহায্য করে।
৫। ওজন: গভীর চুমু আট থেকে ১৬ ক্যালরি পর্যন্ত ঝরিয়ে ওজন কমাতে সাহায্য করে।
২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২
কানিজ রিনা বলেছেন: এখন দেখি চুমু খাওয়ার জন্য আরও
পরকীয়া হার বেরে যাবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪২
বিজন রয় বলেছেন: জানলাম।
+++