নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন-সম্ভাবনা শূন্য থেকে শিখরে পৌঁছার

জুনেদ আহসান

মানবতার পথের পথিক

জুনেদ আহসান › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ কবিতার অপর নাম

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯




নিষিদ্ধ কবিতার অপর নাম

মা বাবার পবিত্র শয়নঘরে, পতিতপল্লির পাপিষ্ঠ বিছানায়
যৌনতা বহাল তবিয়তে করে সহবাস ।
শ্রমিকের ঘামে ভেজা গন্ধে, শিল্পপতির সুরম্য পারফিউমে
যৌনতা বাতাশে বাঘের মতন ওঁত পেতে থাকে।

স্কুল কলেজের ইউনিফর্ম ; অফিসড্রেসের ভাজে ভাজে
যৌনতা সুতার বুননের মত থাকে লেগে ।
সানি লিওনের বেলাজ কামরতিতে কিংবা
তোমার আমার সাধারণ হাঁসির ঝিলিকে
যৌনতা জ্বালায় তার জৈবিক তড়িৎ বাল্ব।

যৌনতা কখনো গড়ে তোলে সুন্দর তাজমহল
যৌনতা কখনো আবার ধ্বংস করে ট্রয় নগরী।
তবু দিনশেষে কে না খায় ভাত ?
যৌনতা অনেকটা ভাতের মত।

কিশোর বয়শে যৌনতা একটা বিপ্লবের নাম।
বৃ্দ্ধ হলে যৌনতা কেবল একটা অতিত স্বপ্নের নাম।

যৌনতার অপর নাম কখনো ভাল লাগা
যৌনতার অপর নাম কখনোভালবাসা
যৌনতার অপর নাম কখনো শুধুই যৌনতা।

মোল্লা মুন্সি, পুরোহিত পাদ্রি নিজ নিজ ঈশ্বরের উপাসনালয়ে
বক্তৃতা দিয়ে থাকেন যৌনতার ব্যাপক বিরুদ্ধে।
তবু প্রায়শই পত্রিকার পাতা ভরে ছাপা ওঠে
তাদের যৌন কেলেঙ্কারির কথা।

যৌনতা হল কবিদের রিভলভার
এই অস্ত্রের গুলির সভ্য নাম প্রেমের কবিতা ।

নগ্ন চামড়ার রন্ধ্রে রন্ধ্রে জমে থাকে যৌনতা ভরতি বারুদ
চোখের লেন্সের মধ্যে যৌনতা জ্বালায় দেশলাই
জৈবিক চেইন বিক্রিয়া ঘটে যায় অতঃপর।
জন্মের জন্য যেই বিক্রিয়ার কাছে তুমি আমি
হাজার বছরের সভ্যতা ঋণী।

যুগে যুগে আদরশ জন্মায়, আদরশ মরেও যায়
কিন্তু যৌনতার আদর্শ চিরকাল জেগে থাকে
আদিম মানব থেকে সভ্য মানবতার অপাঙ্গে।

মূর্খ কাপুরুষেরা এখনো যৌন উন্মত্ততায় হয়ে ওঠে
কখনো নির্ভীক সুচতুরখুনি।

এখনো বিপুল আকারে জনপ্রিয় যৌনতার শ্লোগানঃ
“চাই চাই শুধু তোমাকেই চাই।”

সর্বোপরিযৌনতা এক কবির কোন এক
নিষিদ্ধ কবিতার অপর নাম।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

বিজন রয় বলেছেন: বেসামাল কবিতা!!

২| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৪

বাদাল বলেছেন: সঠিক লিখেছেন।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩১

জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ।

৩| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮

আবদুল্লাহ সাফি বলেছেন: কবিতা পরে অস্তির অবস্তা বিরাজ করতেছে মনে

৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে চাঁছাছোলা খোলা তরবারীল মতো....

দারুন..

নগ্ন চামড়ার রন্ধ্রে রন্ধ্রে জমে থাকে যৌনতা ভরতি বারুদ
চোখের লেন্সের মধ্যে যৌনতা জ্বালায় দেশলাই
জৈবিক চেইন বিক্রিয়া ঘটে যায় অতঃপর।
জন্মের জন্য যেই বিক্রিয়ার কাছে তুমি আমি
হাজার বছরের সভ্যতা ঋণী।

++++++++++++

৫| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

আরণ্যক রাখাল বলেছেন: পিকটা চেন্জ করে অন্য একটা দিন।
কবিতা ভাললেগেছে

৬| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কবিতা চরম হয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.