![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপসহ গুরুত্বপূর্ন টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণ বাড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী আট বছর এই হারেই পুরস্কারের অর্থ দেওয়া হবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরস্কারের অর্থের পরিমাণ প্রায় ৩৩ শতাংশ বেড়েছে! মোট প্রাইজমানির পরিমাণ ১০ মিলিয়ন ডলার।
Advertisement
এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ২৭ কোটি ৪৬ লাখ । আর রানার্স-আপ দল পাবে ১৫ লাখ ডলার, বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭৬ লাখ।
এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া ১৬টি দলই অংশগ্রহণের জন্য বোনাস হিসেবে পাবে তিন লাখ ডলার করে। টাকায় যার পরিমাণ দাঁড়ায় দুই কোটি ৩৫ লাখ।
সুপার টেনের প্রতিটি ম্যাচের জয়ী দল পাবে ৫০ হাজার ডলার। সুপার টেনের পর্ব পেরিয়ে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৭ লাখ ৫০ হাজার ডলার করে। টাকায় প্রায় ৫ কোটি ৮৮ লাখ।
প্রাইজমানি কে পায়?
এই প্রাইজমানির কোনো অংশই খেলোয়াড়রা পান না। এই অর্থের পুরোটাই চলে যায় সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের কাছে। তবে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারলে বোর্ড যদি বোনাসের ঘোষণা দেয়, সেক্ষেত্রে খেলোয়াড়রা তাদের বেতনের সঙ্গে ওই বোনাস পান। ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন অঙ্গীকার করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে খেলোয়াড়দের ৪০০ শতাংশ বোনাস দেওয়া হবে।
তবে ব্যক্তিগত অর্জনের জন্য পুরস্কার হিসেবে দেওয়া অর্থ খেলোয়াড়রা পান। যেমন- ম্যান অব দ্য ম্যাচ, প্লেয়ার অব অব দ্য টুর্নামেন্ট।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭
জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩
ইমরাজ কবির মুন বলেছেন:
হালেলুইয়াহ!
৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: চারিদিকে শুধু টাকা আর টাকা, শুধু আমার নেই।
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৯
জুনেদ আহসান বলেছেন: চারদিকে টাকার জয়ধ্বনি।আপনিও টাকার রাজপ্রসাদ গড়তে পারেন,যদি একটু পরিশ্রম করেন।
৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুধু পরিশ্রমেইকি টাকা হয়?
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩১
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।