নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন-সম্ভাবনা শূন্য থেকে শিখরে পৌঁছার

জুনেদ আহসান

মানবতার পথের পথিক

জুনেদ আহসান › বিস্তারিত পোস্টঃ

আজব ব্যবস্থা যেখানে বিয়ে হয় ভাই-বোনের,,

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:১০





আদিযুগে সভ্যতা বলতে কিছু ছিল না। সেই সমাজব্যবস্থায় অন্ধকারে ছিল মানুষ। কিন্তু যুগের সাথে পাল্টেছে সবকিছু। পাল্টায়নি সেখানের সামাজিক ব্যবস্থাপনা যেখানে এখনো আদিযুগের সামাজিক ব্যবস্থাপনা বিদ্যমান।
রক্তের সম্পর্কের মধ্যেও চলে শারীরিক সম্পর্ক। মায়ের পেটের বোনের সঙ্গে বিয়ে হয় সেখানে, যেখানে খুড়তুতো, পিসতুতো, মাসতুতো, মামাতুতো এ রকম তুতো বোনকেই বিয়ে করেন যুবকরা। অবশ্য বিয়ের আগে এক বছর সংসার করতে হয়।
তারপর পছন্দ না হলে বোনকে ছেড়েও দেয়া যায়। এক বছর একসঙ্গে থাকার পর যদি সন্তানের জন্ম হয় তাহলেও বোনকে ছাড়া যায়। তবে নিয়মমাফিক ভাইকে করতে হয় প্রায়শ্চিত্ত।
এ আজব নিয়ম এখনো টিকে আছে টোটো নামে ভারতের এক জনজাতির মধ্যে। পৃথিবীর সবচেয়ে ছোটো জনজাতি টোটো। তাদের মধ্যেই এ বিয়ের প্রাচীন নিয়ম আজো বিদ্যমান।
তবে টোটোদের জনসংখ্যা কমতে কমতে এখন তলানিতে। বর্তমানে টোটোদের জনসংখ্যা ১,৫৭৪। তার মধ্যে পুরুষ ৮১৯ জন ও মহিলা ৭৫৫ জন।
অবিভক্ত জলপাইগুড়ি জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়ায় টোটো জনজাতির বাস। টোটোদের মধ্যে শিক্ষিতের হার কম। সে কারণেই নাকি তাদের মধ্যে প্রাচীন এ প্রথা এখনো চালু আছে। নিয়ম অনুযায়ী, পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মেয়েকেই বিয়ে করতে হয় যুবকদের।
কোনো টোটো যুবক রাতের অন্ধকারে তার আত্মীয় অর্থাৎ মামার মেয়ে বা পিসির মেয়েকে পালিয়ে নিয়ে চলে আসেন নিজের ঘরে। এরপর মেয়েটির বাড়িতে খবর দেয়া হয়।
এক বছর মেয়েটির সঙ্গে ঘর করার পর যদি যুবকের মেয়েটিকে পছন্দ না হয় কিংবা এক বছর সংসার করার পর যদি মেয়েটির সন্তান হয় তাতেও মেয়েটিকে ছেড়ে দিতে পারবে ওই যুবক।
এরপর মেয়েটিকে ফের বাপের বাড়ি চলে যেতে হবে। আর যুবকটিকে প্রায়শ্চিত্ত করতে হয় পশুবলি দিয়ে।
সম্প্রতি সুজন টোটো তার মামাতো বোন গোপী টোটোকে মামারবাড়ি থেকে পালিয়ে নিয়ে চলে এসেছেন। একবছর সংসার করার পর গোপীকে বিয়ে করেন সুজন।
টোটো কল্যাণ সমিতির প্রধান গোকুল টোটো বলেন, ইদানিং ছবিটা বদলে গেছে।
যারা লেখাপড়া শিখছে তাদের অনেকেই এখন এ রীতি মানছে না। এখন ভিন জাতিতে বিয়ের প্রবণতা বাড়ছে।

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এমন সম্পর্ক অশিক্ষা কুশিক্ষার ফল।

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৪৮

জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম। আপনি একবারে সঠিক কথা বলেছেন।

২| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:২৯

হুকুম আলী বলেছেন: এমন নিয়ম এই প্রথম শুনলাম। পৃথিবীতে কত রকম জাতি যে আছে বলে শেষ করা যায় না।

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৫০

জুনেদ আহসান বলেছেন: পৃথিবীতে সীমাহীন জাতি -গোষ্ঠী রয়েছে, যার কোন সঠিক পরিসংখ্যা নেই।

৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৩৩

সত্যের ছায়া বলেছেন: ওদের প্রতি কি খ্রিস্টান মিশনারীদের দৃষ্টি পড়ে নাই? পড়লে ওড়া বদলে যেত!! মুসলমান চ্যারাটিদের দৃষ্টি পড়লে সমস্যা আছে!!

০৩ রা মে, ২০১৬ সকাল ১০:৫৩

জুনেদ আহসান বলেছেন: সত্যের ছায়া, ওদের প্রতি মুসলমান চ্যারটিদের দৃষ্টি পড়লে সমস্যা আছে, কেন? একটু ব্যাখ্যা দিলে ভালো হত।

৪| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৩৪

Afnaj uddin বলেছেন: wow

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:০৭

জুনেদ আহসান বলেছেন: Oh

৫| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৩৪

Afnaj uddin বলেছেন: সত্যি কি

০৩ রা মে, ২০১৬ রাত ৮:৪৭

জুনেদ আহসান বলেছেন: ১০০% সত্যি

৬| ০৩ রা মে, ২০১৬ সকাল ১১:৩৯

হাফিজ বিন শামসী বলেছেন: বছর দুই আগে একটি সংবাদে দেখেছিলাম বাংলাদেশের উত্তরাঞ্চলে সীমান্ত ঘেঁষা এলাকায় এক উপজাতি আছে যেখানে মা এবং মেয়ে একই পুরুষের স্ত্রী।

আরেক খবরে দেখেছিলাম ইন্ডিয়াতে তিন ভাইয়ের এক বৌ।তাদের আবার একটা সন্তানও আছে।

এ রকম সমাজ ব্যবস্থার জন্য আমরাই আনেকাংশে দায়ী। আমরা তাদেরকে আলোতে আনতে পারিনি।

০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:০৯

জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ, হাফিজ বিন শামসীএ রকম সমাজ ব্যবস্থার জন্য আমরাই আনেকাংশে দায়ী। আমরা তাদেরকে আলোতে আনতে পারিনি।

৭| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:৪৮

সত্যের ছায়া বলেছেন: সমস্যা আছে রে ভাই, সমস্যা। খানিকবাদে বলবেন ওদের কে জঙ্গী বানানো হচ্ছে। অথচ মুসলমানদের রক্তের সম্পর্ক কত না উৎকৃষ্ট।

০৩ রা মে, ২০১৬ রাত ৮:৪৭

জুনেদ আহসান বলেছেন: তাই নাকি

৮| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:৩০

নাহিদ হাকিম বলেছেন: আজব দুনিয়ায় জাত ফাতের কত ভিন্নতা।

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৬:২৭

জুনেদ আহসান বলেছেন: নাহিদ হাকিম, ঠিক তাই।

৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১:০৪

উপকূলের বেদুঈন বলেছেন: আবালের বাচ্চা, কপিপেস্ট লেখায় সোর্স উল্লেখ করাটা যে ভদ্রতা সেইটা কেউ শিখায় নাই তোমারে??

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৬:২৯

জুনেদ আহসান বলেছেন: , কপিপেস্ট লেখায় সোর্স উল্লেখ করাটা যে ভদ্রতা সেইটা কেউ শিখায় নাই তোমারে, দুস্ত তুমি তো শিখাইয়া দিলে।

১০| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:২৭

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: শিক্ষার আলোই পারে অন্ধকার থেকে মানুষকে আলোতে আনতে।
কপি পেস্ট করলে সমস্যা কোথায় বলবেন ?

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৬

জুনেদ আহসান বলেছেন: আপনি একবারে সত্য কথা বলেছেন।

১১| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫৫

বাবুনগরী বইলছি বলেছেন: নাউজুবিল্লাহ। কেয়ামত আষতেছে।

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১৭

জুনেদ আহসান বলেছেন: সত্যি কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে আসছে।

১২| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:০৯

রানার ব্লগ বলেছেন: ভাই এর আগের পোস্টেএ বললেন তারা বিয়ার আগে সেক্স করে আজ বললেন ভাই বোন সেক্স করে , কাহিনী পুরা উলটাই ফেললেন। নেক্সট কাহিনী কি আসবে মা ছেলে সেক্স করে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.