নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন-সম্ভাবনা শূন্য থেকে শিখরে পৌঁছার

জুনেদ আহসান

মানবতার পথের পথিক

জুনেদ আহসান › বিস্তারিত পোস্টঃ

ভিখারিনীর বাক্সে ২ কোটি রুপি!

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২





লোক মুখে প্রায় শোনা যায়, কোনো কোনো
ভিক্ষুকের ধন-সম্পত্তি ধনী লোকদের থেকেও
বেশি। যা কেউ কেউ বিশ্বাস করেন আবার কেউ
কেউ কথাটি শুনে এড়িয়ে যান। তবে কথাটা যে
একেবারে মিথ্যা নয় তা ভারতের রাজস্থানের এক
ভিখারিনীর ঘরের বাক্স থেকে ২ কোটি রুপির ব্যাংক
হিসাবের কাগজপত্র উদ্ধার পর আবারও প্রমাণিত হলো।
জানা গেছে, নিঃসন্তান দম্পতির বাস ছিল রাজস্থানের
আজমীরের নাল্লাবাজার এলাকার একটি মন্দির চত্বরের
একটি ছোট ঘরে। বৃদ্ধ স্বামী প্রেমনারায়ণ দীর্ঘ
রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরকারি
হাসপাতালের বিছানায়।
স্বামীর মৃত্যুর পর প্রতিবেশীদের থেকে ভিক্ষা
করে কোনো রকমে দিন পার করতেন তার বৃদ্ধা
স্ত্রী কনকলতা। জীবনের ৭ দশক পেরিয়ে তিনি
পরলোকে গিয়েছেন গত বৃহস্পতিবার। স্থানীয়দের
চাঁদার টাকায় সম্পন্ন হয়েছে শেষকৃত্য। অথচ মৃত্যুর পর
ওই ভিক্ষুকের ঘরের একটি বাক্সে পাওয়া গেল
দু’কোটি রুপির ফিক্সড ডিপোজিটের কাগজপত্র।
এদিকে, প্রতিবেশীদের উদ্যোগেই সেই ফিক্সড
ডিপোজিটের কাগজ জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট
ব্যাংকে। কিন্তু বৃদ্ধার কোন উইল না থাকায় এবং তাঁর কোন
সন্তান না থাকায় সমস্যায় পড়ছে ব্যাংক কর্তৃপক্ষ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

জাগরিত নিদ্রা বলেছেন: বরিশালে কিছুদিন আগে এক ভিখারিনী দুই বস্তা টাকা রেখে মারা গেছে ।

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

জুনেদ আহসান বলেছেন: পৃথিবীর সবকিছু উল্ট-পাল্ট হয়ে যাচ্ছে। রাজা রাস্তার ভিখারি হচ্ছে, ভিখারি টাকার রাজা হচ্ছে।

২| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

নুর ইসলাম রফিক বলেছেন: ঘটনাটাকি সত্যি নাকী রটানো সংবাদ আমি কনফিউস।

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২০

জুনেদ আহসান বলেছেন: ঘটনাটি ৯৯% সত্যি।

৩| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

হুকুম আলী বলেছেন: ।এত টাকা থাকতেও ভিক্ষার টাকায় সৎকার হলো। আশ্চার্যই লাগল।

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪৬

জুনেদ আহসান বলেছেন: সত্যি আশ্চর্য লাগছে

৪| ০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিচিত্র দুনিয়া।

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪৮

জুনেদ আহসান বলেছেন: দুনিয়া সত্যিই পাল্টে যাচ্ছে

৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:১৫

শায়মা বলেছেন: সে জানতোনা এই টাকার খবর! ভাগ্যে না থাকলে যে তা তার হয় না সেটাই বোঝা গেলো!

০৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪৯

জুনেদ আহসান বলেছেন: ঠিক তাই হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.