নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বুকটা খালি পেলেই তুমি সেথায় মাথা রাখো,
হাত বুলোলে ঘুমের ভানে চুপটি মেরে থাকো।
কাঁধটা খালি পেলেই তুমি মাথা এলিয়ে দাও।
আমার গলা শুনেই তুমি কান্না থামিয়ে দাও।
এ বুকে তোমার অনন্ত অধিকার
এ কাঁধ তোমার মাথা এলাবার।
পদস্পর্শ করে যখন তুমি হাঁটু ধরে দাঁড়াও,
জানি আমি, তুমি ঠিক কোথায় উঠতে চাও!
'তোমায় হৃদমাঝারে রাখবো,
ছেড়ে দেব না।
তোমায় বক্ষমাঝে রাখবো,
ছেড়ে দেব না।'
হৃদমাঝারে থাকবে তুমি, আছি যতদিন।
বক্ষমাঝে থাকবে তুমি, জানিনা কতদিন।
ঢাকা
১৩ সেপ্টেম্বর ২০১৫
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এ পুরনো কবিতাটিতে এসে মন্তব্য রেখে যাওয়ার জন্য। আপনি হলেন আমার প্রথম লেখার প্রথম মন্তব্যকারী পাঠক। স্বল্প পঠিত এ কবিতার বাকী পাঠকেরা কবিতা পড়ে ফিরে গেছেন। আপনি এ কবিতায় মন্তব্যের খরা ঘুচালেন, এজন্য আন্তরিক ধন্যবাদ।
কবিতাটা আসলে প্রেমের ঠিকই, তবে এটা আমার এক বছরের নাতনিকে নিয়ে লেখা।
২| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
আরজু পনি বলেছেন:
নাতনি এই লেখা যখন পড়বে সে অনেক আনন্দিত হবে নিশ্চিত ।
দারুণ কবিতা ।
সাবিরের মন্তব্য রিপোর্ট করে মুছিয়ে আমি প্রথম মন্তব্যকারী হবো এই কবিতার...হাহাহা
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: পেছনে হেঁটে এসে এ কবিতায় মন্তব্য রেখে গেলেন, এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আরজুপনি। নাতনিকে নিয়ে আরও অনেক কবিতা লিখেছি, আগামীতে কোন এক সময়ে এখানে প্রকাশ করার আশা রাখি।
দ্বিতীয় মন্তব্যকারী হিসেবেও এখানে আপনার নামটা জ্বল জ্বল করে জ্বলতে থাকবে।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৮
দৃষ্টিসীমানা বলেছেন: ভাগ্যিস আজ প্রথম পোষ্টে এলাম , তাই অন্তত তৃতীয় হতে পারলাম । কবিতায় অনেক ভাল লাগা রইল । শুভ কামনা ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: তৃতীয় বলে কোন কথা নয়, দৃষ্টিসীমানা। আপনি এসেছেন, পড়েছেন আর মন্তব্যও করেছেন, সেটাই বড় কথা।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'ল্ম। শুভেচ্ছা জানবেন।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৪
প্রামানিক বলেছেন: আপনি আমার প্রথম পোষ্টে মন্তব্য করেছেন, কাজেই আপনার প্রথম পোষ্টে মন্তব্য না করে থাকাটা কি উচিৎ হবে?
০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ, প্রামানিক, আমার এই প্রথম পোস্টে এসে মন্তব্য রেখে যাবার জন্য। প্রীত হ'লাম।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১২
ভ্রমরের ডানা বলেছেন: প্রামাণিক ভাইয়ের কথার সাথে আমিও তাল মেলালাম!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এ তাল মেলানোর জন্য। কবিতায় + দিয়ে অনেক প্রেরণা দিয়ে গেলেন।
ঈদ মুবারক, আনন্দে কাটুক আপনার সময়।
৬| ২৮ শে জুন, ২০১৮ রাত ২:১৯
সোহানী বলেছেন: হুম প্রথম পোস্ট আর ভালোবাসার কবিতা.. দুইয়ে মিলে ভালোলাগা। যাহোক মন্তব্যে প্রথম বা দ্বিতীয় না হই বা প্রথম পাচেঁর মাঝে না থাবি ষষ্ঠতো হলাম.............হাহাহাহাহা সেটাইতো কম কি!!!
ভালোবাসা নিম্নগামী আবারো মনে হলো
২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও আমার রোগে পেয়ে বসেছে দেখছি!
একজন প্রত্নতত্ত্ববিদের মত এ আদি কবিতাকে খুঁজে বের করে পড়েছেন, মন্তব্য করেছেন আবার 'লাইক'ও দিয়েছেন। সব কিছুর জন্যই অশেষ ধন্যবাদ!
ভালোবাসা নিম্নগামী আবারো মনে হলো - যাক, বুঝতে পেরেছেন তাহলে, কাকে নিয়ে এ কবিতা লিখেছি!
৭| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:০৭
স্রাঞ্জি সে বলেছেন:
নাতনি টা আজ কয় বছর হল। চার বছর নিশ্চয়।
নাতনির প্রতি দারুণ অভিব্যক্তি প্রকাশ।
২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪২
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, - সুস্বাগতম!
আমার প্রায় তিন বছরের পুরনো পোস্টে, এবং তার চেয়েও বড় কথা আমার প্রথম পোস্টে একজন নবাগতের আগমনে আজকের সকালটা বেশ আলোকিত হয়ে উঠলো। সেই সাথে নিজের লেখা পুরনো কবিতা পড়ে, নাতনিকে স্মরণ করে মনটাও ভরে উঠলো।
নাতনি টা আজ কয় বছর হল। চার বছর নিশ্চয় - কী আশ্চর্য! প্রশ্নটা এমন দিনে ও সময়ে করলেন, যখন সত্যি সত্যি আমার নাতনি'র বয়স চার বছর পূর্ণ হলো। (সেটা কানাডার দিন ও সময় অনুযায়ী- ও এখন যেখানে থাকে; যদিও বাংলাদেশের সময় অনুযায়ী কয়েক ঘন্টা পার হয়ে গেছে। ওদের ওখানে এখন ১৯ তারিখ সন্ধ্যা, হয়তো ও এখনই কেক কাটছে!!!)
আরেকটা কাকতালীয় ব্যাপার, আপনি আমার এই প্রথম পোস্টের ৭ম মন্তব্যকারী এবং একইসাথে ৭ম প্লাস প্রদানকারী হয়ে রইলেন। উভয়টির জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং শুভেচ্ছা...
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ’লাম।
৮| ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪
স্রাঞ্জি সে বলেছেন:
সব যেন একটা কাকতালীয়ভাবে ঘটে গেল। সত্যি বলতে জগৎ টা বড়ই বৈচিত্র্যময়।
উপরওয়ালার নিকট লাখো শুকরান জ্ঞাপন করতেছি তাঁর এক বান্দাকে প্রফুল্লিত করতে পারাই।
আপনার নাতনির আজকের জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা রইল।
যাইহোক আজকে একটা কবিতা ট্রিট হয়ে যাক আপনার নাতনি কে নিয়ে।
পোস্ট দিচ্ছেন না যে অনেক দিন হয়ে যাচ্ছে, তাই না।
পরিশেষে আপনার জন্য শুভকামনা। অগ্রিম ঈদের দাওয়াত। (দক্ষিণ চট্টগ্রাম, সাতকানিয়া)
২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা এখন আসছেনা। পরে সময় সুযোগমত আবার চেষ্টা করে দেখবো। নিরিবিলি নির্ঝঞ্ঝাট পরিবেশ না পেলে কবিতা আসেনা।
ঈদের দাওয়াতের জন্য ধন্যবাদ।
৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার প্রথম পোস্টে ভালো লাগা...
১০ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনেক অনুপ্রাণিত!
১০| ৩০ শে মে, ২০২০ রাত ৮:২৪
বিজয় নিশান ৯০ বলেছেন: তোমায় হৃদমাঝারে রাখবো
ছেড়ে দেব না । এই শিরোনামে গান আছে , নিশ্চয়ই শুনেছেন ।
বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন নাতি-নাতনি । আমাদের দেশে সাম্প্রতিক সময়ে এর ব্যতয় ঘটছে ।
৩০ শে মে, ২০২০ রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: আরে, এ যে দেখছি আমার একেবারে প্রথম পোস্টে চলে এসেছেন! খুব খুশী হ'লাম, আপনাকে এখানে পেয়ে।
এই শিরোনামে গান আছে , নিশ্চয়ই শুনেছেন - হ্যাঁ শুনেছি, শুনেছি বলেই তো কথাগুলোকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছি।
এ কবিতাটা যখন লিখেছিলাম, তখন আমার নাতনিটার বয়স ছিল কেবল এক বৎসর। একটু একটু করে দাঁড়াতে, হাঁটতে চেষ্টা করে।
বৃদ্ধ বয়সে বেঁচে থাকার অবলম্বন নাতি-নাতনি । আমাদের দেশে সাম্প্রতিক সময়ে এর ব্যতয় ঘটছে - ঠিক বলেছেন। এ এক ঐশ্বরিক অনুভূতি! কখনো হামাগুড়ি দিয়ে এসে ও আমার পা ধরে দাঁড়িয়ে যেতো, আমি ওকে কোলে তুলে নিয়ে আদর করতাম, বুকে চেপে রাখতাম। সে স্মৃতি থেকেই এ কবিতা।
অনেক ধন্যবাদ আপনাকে, আমার প্রথম পোস্টে আসার জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১১| ২১ শে জুন, ২০২০ রাত ৮:০৪
মাআইপা বলেছেন: খুব সুন্দর ও সাবলিল একটি কবিতা।
“হৃদমাঝারে থাকবে তুমি, আছি যতদিন।
বক্ষমাঝে থাকবে তুমি, জানিনা কতদিন।” অসাধারণ কম্বিনেশন।
আপনার প্রথম পোস্টে স্বাক্ষর রেখে গেলাম।
২১ শে জুন, ২০২০ রাত ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: খুব খুশী হ'লাম, আপনি আমার প্রথম পোস্টটা পড়ে গেলেন বলে, এবং সেখানে স্বাক্ষর রেখে গেলেন বলে। এ অভ্যেসটা আমারও আছে। আমি যেসব পোস্টে মন্তব্য করি, সে সব ব্লগারের প্রথম পোস্টটা খুঁজে বের করে "স্বাক্ষর রেখে আসি"। সেটা যদি দশ-বারো বছরের পুরনো পোস্ট হয়, তাও আমি স্তুপের নীচ থেকে সেটাকে টেনে বের করে পড়ে থাকি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১২| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৮
ঢুকিচেপা বলেছেন: যেহেতু মানুষ একজন এবং মনের ভাব প্রকাশ করে মন্তব্য শেয়ার করেছি তাই নতুন করে কিছু লিখছি না শুধু উপস্থিতি রেখে গেলাম।
আপনার সুস্থতা কামনায়।
১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: যেহেতু মানুষ একজন এবং মনের ভাব প্রকাশ করে মন্তব্য শেয়ার করেছি তাই নতুন করে কিছু লিখছি না শুধু উপস্থিতি রেখে গেলাম - মানে, আপনি কি এর আগেও অন্য নামে এখানে একটি মন্তব্য রেখে গিয়েছিলেন? কত নম্বরে সেটা?
যাহোক, এবারে 'উপস্থিতি' রেখে যাবার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
১৩| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১২:১৩
ঢুকিচেপা বলেছেন: এই পোস্টে আপনার মন্তব্য পড়ে কিছু বুঝতে পারেন কিনা দেখুন।
না হলে বলে দিব।
১৪ ই জুলাই, ২০২০ সকাল ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: হয়তো বুঝতে পেরেছি।
অন্য নিকের আগের লেখাগুলোও খুলে দেন।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৩
মিরোরডডল বলেছেন:
প্রথম প্যারায় ভেবেছি প্রেমিকা কিন্তু সেকেন্ড প্যারায় শেষের দুলাইনে বুঝেছি যে এটা একটা বাবু
তাই লেখাটা কিউট হয়েছে ।
গানটা খুবই সুন্দর । অনেকেই ভালো গেয়েছে । আনুশেহর কণ্ঠে চমৎকার ।
ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আমার নাতনি আনায়া কে নিয়ে লেখা।
প্রথম পোস্টে এসে মন্তব্য এবং প্লাস রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ। গানের ভিডিও দেয়ার জন্যেও।
গানটা খুবই সুন্দর গেয়েছেন আনুশেহ।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
এহসান সাবির বলেছেন: দারুন প্রেমের কবিতা।