![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জীবনের ঋণ
এক জীবনের চলার পথে,
চলেছি কতজনের সাথে,
কারো মনে ঠাঁই পেয়েছি,
কারো রয়েছি অজানা।
কারো কাছে আছে দেনা,
কারো কাছে হয়তো পাওনা,
কি করে যে হিসেব মিলাই,
নিত্য ভাবি, তবু হিসেব মিলে না।
জীবন খাতার হিসেব নিকেশ,
এক নিমেষেই হবে যে শেষ,
কখন যাবে কে কার আগে,
তা কেউ তো জানে না।
ভালবাসা আর স্নেহ মায়ায়
জড়িয়েছে যে বা যারা আমায়
তারা থাক নিবিড় সুখে
নীরবে করে যাই এ প্রার্থনা।
ঢাকা
২২ এপ্রিল ২০১৪
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এইচ আই হাবীব। মন্তব্যে প্রীত হ'লাম।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৩
দ্যা ব্যাকডেটেড বলেছেন: "ভাবনাগুলো যদি এতেই আবদ্ধ করতে পারতাম; তবে জীবনে আর না পাওয়া আর হতাশাটার থাকতোনা"।
আঙ্কেল ,লিখাটা সুন্দর হইচে; just carry on ...
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ, দ্যা ব্যাকডেটেড।
শুভেচ্ছা জানবেন।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
খেরোখাতার হিসাব নিকাশ ভাল লেগেছে!
১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত দুঃখিত, প্রায় দেড় বছর আগে করা আপনার এই মন্তব্যটা আমার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল বলে।
বলাবাহুল্য, আপনার কাছে জীবনের এই খেরোখাতার হিসাব নিকাশ ভাল লেগেছে জেনে অনেক অনুপ্রাণিত হয়েছি। কবিতার একমাত্র প্লাসটিও আপনারই দেয়া। অশেষ ধন্যবাদ!
ভাল থাকুন, শুভেচ্ছা নিরন্তর!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫১
এইচ আই হাবীব বলেছেন: কাব্যখানি ভালো লেগেছে . . . .