নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কেন ভালবাসি

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২২

ভালবাসি ভালবাসি বলে কখনো উচ্চকন্ঠ হইনি,
উড়াইনি এ বুকে কখনো ভালবাসার পতাকা,
ভালবাসার কোন গান কখনো উচ্চঃস্বরে গাইনি,
অবয়বেও ছিল না হয়তো কোন ভালবাসা আঁকা।

তারপরেও কেন ভালবাসি, শিশুর মিষ্টি হাসি?
ভালবাসি রবীন্দ্র সংগীত, নজরুলের প্রেমের গীত,
আব্বাস উদ্দিনের ভাটিয়ালী সুর, আহা কি মধুর!
সানাই এর সুরে কেন হয় মন উতলা এমন?

নীল আকাশের বুকে কেন ওড়াই স্বপ্নিল এত ঘুড়ি,
অপলক চোখে তাকিয়ে দেখি পাখিদের ওড়াউড়ি?
কেন ভালবাসি গল্প শুনতে, কবিতা বুনতে, আবার
কখনো কেন মনে সাধ জাগে, করি কিছু তোলপাড়?

জানিনা কেন তন্ময় হয়ে শুনি হৃদয় মথিত গল্প,
বলতেও পারি অনর্গল, শ্রোতা থাকে যদি অল্প।
তর্কে যেতে চাইনা মোটেও, তবে সংলাপ ভালবাসি।
কথার ফাঁকে খুঁজি জিজ্ঞাসু চোখ, আড়াল করা হাসি!

কেন ভালবাসি এই সংসার আর তুচ্ছ জিনিস গুলো,
আঁকড়ে থাকি, কিছুই ফেলিনা যতই জমুক ধুলো।
কেন ভুলে যাই নিস্তার নাই, যেতে হবে সব ফেলে,
খালি হাতে যাব, সবকিছু রেখে, প্রকৃতি মায়ের কোলে!


ঢাকা
০৭ মার্চ ২০১৩

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮

ময়না বঙ্গাল বলেছেন: জানিনা কেন তন্ময় হয়ে শুনি হৃদয় মথিত গল্প,
বলতেও পারি অনর্গল, শ্রোতা থাকে যদি অল্প।
তর্কে যেতে চাইনা মোটেও, তবে ডায়ালগ ভালবাসি-স্যার সালাম নিবেন । আপনাকে গার্জিয়ান ও ফ্রেন্ড হিসেবে পেলে অনুপ্রাণিত হতাম স্যার । সামনের দেখাতে আপনার কনটাক্ট নম্বর চাইব স্যার । আপনার অবসর জীবনের আল্লা আরএ বরকত দিন ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কবিতাংশ উদ্ধৃত করায় অনুপ্রাণিত হ'লাম।

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হলাম।
আপনি এখন ব্লগে দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন। ভাল আছেন তো? আপনার নতুন কবিতার অপেক্ষায় আছি।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

ভ্রমরের ডানা বলেছেন:
সরল ভাষায় জীবনের গান,
গেয়ে যায় সুরে মিষ্টি আহব্বান!



দুর্দান্ত কথামালা!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: সরল ভাষায় জীবনের গান,
গেয়ে যায় সুরে মিষ্টি আহব্বান!
- আপনার এ লাইন দুটোও বড় দুর্দান্ত হয়েছে, কবি!
সম্ভবতঃ আপনার এ মন্তব্যটির কোন নোটিফিকেশন আমি পাই নি, বা আমার নজরে আসেনি। এজন্য দীর্ঘ বিলম্বে উত্তর দেয়ার জন্য দুঃখ প্রকাশ করছি।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ এবং শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.