নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তোমার দুটো হাত

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২৫

তোমার দুটো হাতে কি আছে জানিনা,
ও দুটো হাত আমার অন্তহীন প্রেরণা।
তোমার হাতে পাই আমি শান্তির পরশ,
আর সংকট মোকাবিলার অদম্য সাহস।

ও দুটো হাত আমায় শক্তি যোগায়,
জানিনা এ শক্তির উৎস কোথায়।
ঘুমানোর কালে আমি খুঁজি প্রতিরাত,
আলো আর আঁধারে তোমার দু'হাত।

জীবন সংসারে থাকে ঘাত প্রতিঘাত,
সংকটে কেটে যায় নিদ্রাহীন রাত।
সুসময়ে, দুঃসময়ে পেয়েছি নির্ঘাত,
শক্তির উৎস হওয়া তোমার দু'হাত।

মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়,
জানালার ফাঁক দিয়ে চাঁদ দেখা যায়।
নইলে আকাশে থাকে আঁধারের কালো,
পাশে থেকে তুমি হও চাঁদের আলো।

তোমার একটি হাত মুঠোয় ভরে,
চুপি চুপি ডেকে তুলি আলতো করে।
আরমোড়া ভেঙ্গে গিয়ে বসি জানালায়,
বাকি রাত কেটে যায় কথার মালায়।

ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০১১
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৫

সুমন কর বলেছেন: ছন্দের কবিতা ভালো লাগল। +।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম। ধন্যবাদ।

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে।শুভেচ্ছা।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: জেনে খুশী হ'লাম। আপনাকেও শুভেচ্ছা!

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫২

সাদ্দাম বিডি বলেছেন: অসাধারণ লিখেছেন স্যার।

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৩

কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে কবিতা ।

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। প্রীত হ'লাম।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
দারুন মিষ্টি কবিতা! খুব ভাল লেগেছে!

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: এক বছর আগে পোস্ট করা কবিতা পড়ে মন্তব্য রেখে গেলেন, অনেক খুশী হলাম সেজন্য। কবিতার প্রশংসায় প্রীত হলাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.