নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
তোমার কবিতাগুলো,
কোন মোহিনী নারীর নাকে বসে থাকা
অমূল্য হীরক কণার ন্যায় প্রতিভাত হয়।
ঝলসে ওঠা দ্যূতি হঠাৎ হঠাৎ বিচ্ছুরিত হয়,
আবার কখনো ছেয়ে যায়, ম্লান পেলবতায়।
তোমার কবিতাগুলো,
পড়ে ফেলার পরেও আমার অগভীর কর্ণকুহরে
দিকভ্রান্ত পাগলিনীর ন্যায় অবলীলায় কথা বলে,
কখনো তা অর্থহীন মনে হয়, কখনো বাঙময়।
কিভাবে ওসব লেখা হয়, তা এক অজানা বিস্ময়।
তোমার কবিতাগুলো,
পড়ে মনে হয় তুমি স্বচ্ছতার কবি, শান্তির কবি,
ভালোবাসার, স্নিগ্ধতার, মুগ্ধতার ও প্রকৃতির কবি।
যার হৃদয় পূর্ণিমা ও তমসায় সমভাবে পুলকিত হয়,
বহতা নদীর জলে ও জলধরে সমলয়ে প্রবাহিত হয়।
তোমার কবিতাগুলো,
বলে দেয় প্রকৃতির খেয়ালি আচরণ তুমি মেনে নাও,
যেভাবে বঙ্গনারীর বিচিত্র খেয়ালগুলো মেনে নেয়,
তাদের প্রেমাসক্ত দয়িতেরা। অযথা খুঁজতে যাওনা
বর্ণ্যাঢ্য প্রকৃতির হঠাৎ বর্ণহীন হওয়ার কারণগুলো।
তোমার কবিতাগুলো,
নিমেষেই হয়ে যায় স্নিগ্ধ সঙ্গীতের অশ্রুত গীতিকথা।
মনের গহীনে তুমি সর্বদাই সঙ্গোপনে লুকিয়ে রাখো
একটি দুটি গানের গোপন সুরলিপি, গেয়ে যাও তুমি
পাখীর সাথে, নদীর সাথে আপন খেয়ালে সেসব গান।
তোমার কবিতাগুলো,
বড় ভালবাসি। একটি নয়, দুটি নয়, সকল কবিতাই
একটি একটি করে বের করে আবৃত্তির ন্যায় পড়ে যাই।
একটিমাত্র শব্দ দিয়ে শান্তির যে বারতা তুমি রেখে যাও,
তারই পরশে দূর থেকে আমার কবিতাগুলো লিখে যাই।
ঢাকা
০৩ অক্টোবর ২০১৩
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০
ভ্রমরের ডানা বলেছেন: প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি!
এমন একটি কবিতা পাঠ না করে নিজেকে বঞ্চিত করেছি বলে মনে হল!
কবিতাটি আসলেই অনেক দ্প্তিময়!
ধন্যবাদ!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত অল্প পঠিত এ কবিতাটিতে আপনার সপ্রশংস মন্তব্য রেখে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। কবিতার এহেন উচ্চ প্রশংসায় ভীষণ অনুপ্রাণিত হলাম। কবিতায় দেয়া + অনেক প্রেরণা দিয়ে গেল। দেখতে পাচ্ছি, কেউ একজন কবিতাটিকে "প্রিয়"তে নিয়েছেন, যা আগে ছিলনা। সেটা যদি আপনি করে থাকেন তবে তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫
ভ্রমরের ডানা বলেছেন: আমার প্রিয় শোকেসে আপনার কবিতাটি প্রথম কবিতা! কবিতাটি উপলব্ধিমূলক! আর এই কবিতার গঠনশৈলী ও ভাষার প্রয়োগ ও ভাব আমার খুব ভাল লেগেছে। তাই এই ক্ষুদ্র ব্লগারের প্রিয়তে নেওয়া!
ব্লগের অন্যান্য মৌলিক কবিতাগুলোর মধ্যে এ কবিতার স্বতন্ত্রবোধ আমাকে প্রবল আকর্ষণ করেছে!
কবিতাটি রচনা করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় লেখক!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: আবারো কৃতজ্ঞতা, ভালো থাকুন ভ্রমরের ডানা।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: মার্কিণ কবি সুসান ল্যাকাভোরার কবিতা পড়ে অভিভূত হয়ে এ কবিতাটি লিখেছি।