নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কবিতা না লিখে কোন উপায় নেই,
কেন? আমার যে কোন শ্রোতা নেই!
আমার মুখেও তো কোন ভাষা নেই।
অথচ ভেতরে অনেক কথা আছে,
যেগুলো বলা খুব সহজ কথা নয়
যেগুলো শোনার কারো সময় নেই।
আমার অনেক বিমূর্ত ভাবনা আছে।
ভাবনাগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে,
করোটির গভীরে জমাটবদ্ধ মস্তিষ্কে।
আমার অনেক বদ্ধ দীর্ঘশ্বাস আছে,
যেগুলো বাঁধা আছে বুকের হাপরে।
সেগুলো বিমুক্তির কোন উপায় নেই।
তাই, কবিতা ছাড়া কোন গতি নেই।
কাউকে দিব্যি দিচ্ছিনা আমার কোন
কবিতা পড়তে। জটলাবদ্ধ ভাবনারা
শব্দের রথে চড়ে যদি বেরিয়ে আসে,
আমি তাতেই বর্তে যাই, ভারমুক্ত হই।
সেটা কবিতা না হলেও সমস্যা নেই।
একমাত্র কবিতাই পারে ধীরে ধীরে
আলতো হাতে এক এক করে
ভাবনার বাঁধনগুলো খুলে দিতে,
নিঃসীম শুন্যে মিলিয়ে দিতে,
কাগজে বা ল্যাপটপে ধরে রাখতে,
বিলীন হবার আগে, অতল বিবরে।
ঢাকা
০৯ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার অনেক বিমূর্ত ভাবনা আছে।
ভাবনাগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে,
করোটির গভীরে জমাটবদ্ধ মস্তিষ্কে।
আমার অনেক বদ্ধ দীর্ঘশ্বাস আছে,
চমৎকার লিখেছেন , চালিয়ে যান ----------
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬
মোঃনাজমুল হাসান বলেছেন: "কবিতা লিখেও মন ভরে না
আরও থাকে অনেক কথা,
পাঠক যদি বিচক্ষণ না হয়;
তবে তো সব লেখাই বৃথা।"
আপনি গুরুজন,আপনাকে আর কি বলবো।শুধু একটা কথাই বলবো, অনুপ্রাণিত হলাম।
৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: ভালো বলেছেন। আমিও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৮
রুদ্র জাহেদ বলেছেন: বেশ ভালো লাগল