নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

হাত ধরো

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫২

পথ চলতে চলতে যদি পিছলে পড়ি,
হাত ধরো, অন্ততঃ একটি হাত।
আবার উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো।

ভুল পথে যদি কখনো পা বাড়াই,
শুধু একটি হাত ঊঠিয়ে ইশারা করো,
নিমেষেই বুঝে নিব, ফিরে আসবো।

একান্তে যদি কখনো কিছু বলতে চাও,
আলতো করে শুধু হাতটি ধরো,
বুঝে নিব, বলার আগেই বুঝে নিব।

ঘুমের মাঝে যদি কোন বার্তা দিতে চাও,
আলগোছে হাতটি শুধু একটু ধরে রেখো,
নিমেষেই চোখ খুলে মনযোগ দিব।

ভাষার ঘাটতি যদি কখনো বাধা হয়ে দাঁড়ায়,
হাতটি ধরে চোখের দিকে তাকিও,
চোখ ও হাতের ভাষা চটজলদি বুঝে নিব।

অন্তিম শয্যাশায়ী হলে, যদি নির্বাক হয়ে যাই,
ভালবাসার পেলবতায় শুধু হাতটি ধরে রেখো,
চলে যাবো, নয় ফিরে আসবো, হাসতে হাসতেই!


আদিতমারী, লালমনিরহাট
১২ আগস্ট ২০১৩

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০

জুন বলেছেন: অন্তিম শয্যাশায়ী হলে, যদি বাকহারা হয়ে যাই,
ভালবাসার পেলবতায় শুধু হাতটি ধরে রেখো,
চলে যাবো, নয় ফিরে আসবো, হাসতে হাসতেই!

অত্যন্ত সংবেদনশীল এই লাইনকটি পড়ে আচ্ছন্ন হয়ে গেলাম । পুরো কবিতাটি অত্যন্ত আবেগপুর্ন । প্রথম ভালোলাগা ।
+

১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: জুন, শুধু 'প্রথম ভালোলাগা'ই নয়, আপনিই এই কবিতার উপর প্রথম এবং একমাত্র মন্তব্যকারী পাঠক। আমার এ আবেগমথিত কবিতাটিকে এ সম্মানটুকু জানিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে গেলেন।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
হাতের ছোঁয়া বেচে থাকুক সকল ভালবাসা!


কবিতাটি খুব ভাল লেগেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.