নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
মাঝে মাঝে বিস্ময়ে হতবাক করে দিয়ে,
মনের কোণে ভেসে ওঠে তোমার ছবি।
যে ছবি নীরবে কত কথা বলে যায়,
তার কথা শোনার আকুতি জানিয়ে যায়।
বাঙ্ময় দুটো চোখ, উদাস, অতলান্ত।
কখনো মনে হয়, জিজ্ঞাসু, দিকভ্রান্ত।
যে চোখে দেখি স্নিগ্ধ প্রেমের নীরবতা,
আর বঙ্গনারীর সহজাত গভীর মমতা।
কিংবা মনে হয়, নৈশপ্রহরীর টর্চলাইট,
বিবেকের বেত্রদন্ড, ঈশ্বরের প্রতিনিধি,
নীরবে দৃকপাত করে, সব মনে রাখে,
কথা না বলেও যেন কথা বলে থাকে।
চোখের উপরে ভ্রূর নিখুঁত পরিচর্যা
দেয় যেন ঝাউবনের ছায়ার আবেশ।
ধনুকের বাঁকা হাসি বেশ মনোলোভা,
লাল টিপটুকু মাঝে বসে বাড়ায় শোভা।
ঢাকা
১৫ মে ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
খায়রুল আহসান বলেছেন: ভীষণ অনুপ্রেরণামূলক আপনার মন্তব্য। অশেষ ধন্যবাদ।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১
বিলিয়ার রহমান বলেছেন: চোখের উপরে ভ্রূর নিখুঁত পরিচর্যা
দেয় যেন ঝাউবনের ছায়ার আবেশ।
ধনুকের বাঁকা হাসি বেশ মনোলোভা,
লাল টিপটুকু মাঝে বসে বাড়ায় শোভা।
সুন্দর লেখনি।
হে প্রিয় কবি অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম।
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: পেছনের কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনুপ্রাণিত করে গেলেন সুন্দর কিছু কথা রেখে এখানে।
ঈদেরপ শুভেচ্ছা জানবেন।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
বিলিয়ার রহমান বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লেগেছে কবিতা। অসাধারণ প্রকাশ। ভাল লাগা রেখে গেলাম।