নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কল্পনায় মুখচ্ছবি

২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৬

ট্রেনের কামরায় হঠাৎ করেই সেদিন
দেখা হয়ে গেলো।
আমি আগে নেমে যাই, কিছু স্মৃতি নিয়ে।
তুমি রয়ে যাও,
জানিনা কোন স্টেশনে নেমেছিলে তুমি,
সেদিন অবশেষে।
তবে এটুকু জানি,
সব স্টেশনে সব ট্রেন থামে না, যদিও
সব জংশনে থামে।
জংশনে নেমে মানুষ অন্য ট্রেন ধরে।
একসাথে আসা মানুষগুলো আবার
ভিন্ন পথে চলে যায়, যার যার ঘরে।

জানিনা কোন ঘরে গিয়ে উঠেছিলে তুমি,
ভ্রমণের অবসানে।
শুয়েছিলে কোন বিছানায়, ঘুমের আশায়।
জানিনা বালিশের নীচে রাখা ছিলো কিনা,
কোন কবিতার বই।
বই খুলে জেগে জেগে দেখেছিলে কিনা
কোন মধুর স্বপন।
কবিতার পংক্তিগুলো হয়েছিলো কিনা
হঠাৎ করেই দেখা,
কোন আগন্তুকের মুখচ্ছবি!
পড়তে পড়তে পড়ে গিয়েছিলো কিনা,
হাত থেকে কবিতার বই!

ঢাকা
২৪ জানুয়ারী ২০১৫
(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৩

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




বাহ বেশ .......

হঠাৎ দেখা কারো জন্যে মন কেমন করা ।
হাত থেকে রবিঠাকুরের কবিতার বই পড়ে যাবে , যেখানে লেখা আছে --------

পাছে নয়নে বচনে সে বুঝিতে পারে
আমার জীবনের কাহিনী,
পাছে সে মনে ভানে " এ ও কি প্রেম জানে --
আমি তো এর পানে চাহি নি " ।।।

২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, আহমেদ জী এস।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪

কাবিল বলেছেন: সুন্দর হয়েছে, অনেক ভাল লাগলো।

২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ, কাবিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.