নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

বর্ষা ও প্রাইভেসি

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০

সকালে উঠেই চোখ কচলে যদি দেখি, দূর আকাশে
ঘন কালো মেঘের আনাগোনা, আর চারিদিক থেকে
ঢেকে আসছে অথৈ আঁধার, তখন আমার মনের ভেতর
একটা ময়ূর পেখম মেলে আপন মনে নাচতে থাকে।

শ্রাবনের প্রথম শীতল বারিধারাকে স্বাগত জানাতে
প্রকৃতির গাছ গাছালিগুলো যেন উন্মুখ হয়ে থাকে।
ঘনসবুজ ডালপালাগুলো আনন্দে হেলেদুলে নাচে,
পাখীরা খুশীতে হঠাৎ হঠাৎ গান গায়, আসে যায়।

বর্ষার কালো মেঘ দেখলেই, রাজ্যের যত আলস্য
আমাকে পেয়ে বসে। সব কাজ ফেলে রেখে শুনি
আনমনা যত মানুষ আর হেঁয়ালী প্রকৃতির গান।
কালো মেঘের মাঝে সাদা বক খুঁজে হই হয়রান।

শ্রাবনের ঘনকালো মেঘের গহীনে একটি ব্যাকুল মন
খুঁজে বেড়ায় কেবল একটি নিবিড় আশ্রয়। যেখানে
একান্তে বসে স্মৃতির সাদাকালো এলবামটা খুলে
সে চোখ বুলিয়ে নিতে পারে, মেঘমেদুর নিরালায়।

বর্ষা আমাকে সৃষ্টির মন্ত্রণা দেয়। আলস্যের মাঝেই
সৃষ্টির উন্মাদনা পেয়ে বসে। শুধু চাই একটু নিঃশব্দ
নিবিড়তা, একটুখানি একান্ত ঠাঁই। বর্ষা এলেই তাই,
আমি একটুখানি প্রাইভেসির খোঁজে অস্থির হয়ে যাই।

ঢাকা
১৫ জুলাই ২০১৪
৩১ আষাঢ় ১৪২১
সর্বস্বত্ব সংরক্ষিত।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা খারাপ লাগে নি। লেখার জন্য ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

মানবী বলেছেন: চমৎকার!

বর্ষা, বৃষ্টি কতোটা প্রিয় তা নতুন করে বলার নেই। তাই ঘনকালো মেঘ দেখে আর বর্ষায় স্মৃতির সাদাকালো এ্যালবামের ধুলো ঝেড়ে চোখ বুলিয়ে নিতে প্রাইভেসীর ইচ্ছেটা ভালো লেগেছে।

সুন্দর কবিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। 'লাইক' দেয়াতে অনুপ্রাণিত।
বর্ষা আমাকে সৃষ্টির মন্ত্রণা দেয় - বর্ষাকালেই লেখালেখিটা একটু বেশী হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.