![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বালিকার মনে সাধ হয়েছিলো,
বাসবে ভালো।
চখাচখি দেখে মনে জ্বলেছিলো,
প্রেমের আলো।
নক্সীকাঁথায় শুয়ে দেখতো স্বপন,
বুঁজে দু'নয়ন।
সাথে পাশে তার স্বপন দেখার
আপনজন।
বালিকার মনে সাধ হয়েছিলো,
জ্যোৎস্না মাখার,
অচিন দেশে নৌকোয় ভেসে
পাল ওড়াবার।
চুলগুলো ছেড়ে হাওয়ায় ভেসে
দিশা হারাবার,
নিভৃতে বসে অকারণে হেসে
গায়ে লুটাবার।
বালিকার সাধ শুধু রয়ে গেলো
স্বপন মাঝে।
আনমনা দিন কেটে যায় তার
গোপন লাজে।
চোখে বালিকার ঘুম নেই আর
স্বপ্ন উধাও,
মনের ব্যথায় কোথা চলে যায়
তপ্ত ক্ষুধাও।
(ইতোপূর্বে প্রকাশিত)
ঢাকা
১৬ আগস্ট ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: জেনে খুশী হ'লাম। ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
২| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৩১
অন্ধবিন্দু বলেছেন:
মিষ্টি ছন্দের প্রেম-মাতাল কবিতা। মনের ব্যথায় কোথা থেকে যে কী চলে যায় আঁচ করা দায় ! তাই না ?
৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, অন্ধবিন্দু। ঠিক বলেছেন, ঠিক তাই।
এত সুন্দর মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৬
শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লেগেছে।
মিষ্টি একটা ছন্দ যেন ঘোরাঘুরি করছে !!!
ভাল থাকুন। সবসময়।
০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ, জনাব শামছুল ইসলাম।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।