নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মায়া

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

তোমার কাননে আজ লেগেছে বসন্তের হাওয়া,
তাই দখিনা বাতাস করে মৃদুমন্দ আসা যাওয়া।
কৃষ্ণচূড়ার ডালে ডালে জ্বলে ফাগুনের আগুন,
সৌরভে মৌতাতে শুনো ভ্রমরের গুনগুন।

আমার আকাশে আজ আষাঢ়ের ঘনঘটা,
শার্সিতে আছড়ে পড়ে বৃষ্টির ভারী ফোঁটা।
বাতাসের ঝাপ্টাটা আমায় ভিজিয়ে দিয়ে যায়,
তবু জানালাটা খোলা রাখি, যেন কিসের মায়ায়!

ঢাকা
১১ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।

ভাল থাকুন। সবসময।

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে

১৪ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আরণ্যক রাখাল।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

সুলতানা রহমান বলেছেন: আসুক না বসন্ত আমার জানালায় ,
তাই তো খু‌লে র‌া‌খি আশায় আশায় ৷

তাই‌তো?

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, sultana rahman। পড়ে মন্তব্য করার জন্যেও।

৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয়-
চাঁদ হয়ে রবো আকাশের গায়
বাতায়ন খুলে দিও-


ভালো লাগা কবিতায় খায়রুলভাই।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে এই রোমান্টিক ভাবনাটা শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ, আমি ময়ূরাক্ষী। পাঠকের ভাবনায় এটা নতুন মাত্রা যোগ করতে পারে।
শুভেচ্ছা রইলো।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার সবচেয়ে প্রথম লেখাটা পড়ে আসলাম এখন, আমি ময়ূরাক্ষী।

৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

রাশেদ মহাচিন্তিত বলেছেন: উঁহু, এতটুকু লিখলে চলবে না। এটা আরও বড় করে লিখুন।

১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: এই এতটুকুর মধ্যেই যে সবকথা বলা হয়ে গেলো, রাশেদ মহাচিন্তিত!
মন্তব্যের জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা!

৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: বাতাসের ঝাপ্টাটা আমায় ভিজিয়ে দিয়ে যায়,
তবু জানালাটা খোলা রাখি, যেন কিসের মায়ায়!
কি অদ্ভুত মায়াময় একটা ক্ষণ।

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা থেকে উদ্ধৃতিটুকুর জন্য ধন্যবাদ, মাহবুবুল আজাদ।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: আপনার ছয় বছরের পুরনো লেখা, "এ মৃত্যুগুলো কেন ঘটবে?" পড়ে এলাম। আপনার সুন্দর ইচ্ছের সফলতা কামনা করি।

৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম। ধন্যবাদ, দৃষ্টিসীমানা।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: কৃষ্ণচূড়ার ডালে ডালে জ্বলে ফাগুনের আগুন,
সৌরভে মৌতাতে শোনা যায় ভ্রমরের গুনগুন।

সুন্দর কবিতা।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন, এহসান সাবির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.