নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

হ্রস্ব দ্বিপ্রহরে দীর্ঘ বিক্ষিপ্ততা

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

কার্তিকের এই হ্রস্ব দ্বিপ্রহরে আমি অস্থির থাকি।
মনে হয়, গাছপালা ফুল পাখি প্রকৃতির সবকিছু
যেন বিষন্নমনে তপস্যায় বসা, গোধূলির খোঁজে।
খুঁজতে খুঁজতেই বিকেলটা হারিয়ে যায় অবেলায়।

দুপুরের পরেই সন্ধ্যা ঘনিয়ে আসে। টেবিলে বিক্ষিপ্ত
পড়ে থাকে কাগজ কলম, যাবতীয় বিল আর পত্রাদি।
অগোছালো মনের মতই ইতস্ততঃ ছড়ানো ছিটানো।
ত্রস্ত মনে যা গোছানোর কথা ভেবে অস্থির হয়ে উঠি।

আলস্য ঘিরে ধরে। দিনে ভাবি রাতে আর রাতে
ভাবি দিনে, এভাবেই দিনে দিনে দিন চলে যায়।
সবকিছু অগোছালো থেকে যায়। তবু বিক্ষিপ্ত চিত্ত
সময় করে লিখে চলে মনের কিছু কথা, কবিতায়।

ঢাকা
১২ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৮

সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, sultana rahman। কবিতাটা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কান্ডারি অথর্ব।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

কিরমানী লিটন বলেছেন: আলস্য ঘিরে ধরে। দিনে ভাবি রাতে আর রাতে
ভাবি দিনে, এভাবেই দিনে দিনে দিন চলে যায়।
সবকিছু অগোছালো থেকে যায়। তবু বিক্ষিপ্ত চিত্ত
সময় করে লিখে চলে মনের কিছু কথা, কবিতায়। -নান্দনিক ভালোলাগা ...

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

খায়রুল আহসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ, কিরমানী লিটন।
শুভেচ্ছা রইলো।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম। ধন্যবাদ, কথাকথিকেথিকথন।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: এই ভাবা ভাবিতেই কেটে যায় দিন রাত্,
বিক্ষিপ্ত সময়ের ফোকরেও লিখে যায় এ দু হাত।


আপনার লেখা থেকে বেরিয়ে আসা এই দু-লাইন। উৎসাহিত

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ লিখেছেন দু'লাইন!
মন্তব্যের জন্য ধন্যবাদ, মাহবুবুল আজাদ।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

শামছুল ইসলাম বলেছেন: কবির বিক্ষিপ্ত চিত্ত অনিন্দ্য সুন্দর কবিতার জন্ম দেয়ঃ

//আলস্য ঘিরে ধরে। দিনে ভাবি রাতে আর রাতে
ভাবি দিনে, এভাবেই দিনে দিনে দিন চলে যায়।
সবকিছু অগোছালো থেকে যায়। তবু বিক্ষিপ্ত চিত্ত
সময় করে লিখে চলে মনের কিছু কথা, কবিতায়।//


বিক্ষিপ্ত চিত্ত এই পাঠকের হৃদয়েও আনে শান্তির পরশ।

ভাল থাকুন। সবসময়।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: বিক্ষিপ্ত চিত্তের এসব ইতস্ততঃ কথাবার্তা শান্তির পরশ বুলিয়েছে জেনে মহা খুশী হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা, শামছুল ইসলাম।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮

গেম চেঞ্জার বলেছেন: একজন রিটায়ার্ড মানুষের এমন অনুভূতি হতে পারে! চারপাশ কেমন যেন হয়ে যায়!! সময় এগোয় না অথচ একটা সময় সে আবিষ্কার করে একি.. এতটা সময় চলে গেছে!! :| :|

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: লিঙ্ক ধরে এসে পুরনো কবিতা পড়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, ভালো লেগেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.