নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কোন কোন ছবি বেশ অবলীলায়
একশ' একটা গল্প বলে যায়।
তবু, ছবি শুধুই ছবি।
ছবিকে নির্নিমেষ দেখা যায়,
পরখ করা যায়,
স্পর্শ করা যায়,
ছবিকে নিয়ে অনুক্ষণ ভাবাও যায়
তবে ছবির সাথে গল্প করা যায় না!
ঢাকা
১৭ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, ছবি দেখে এরকম তো ভাবাই যায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ, Tonmoy K Saha।
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
দেবজ্যোতিকাজল বলেছেন: গল্প হয়
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: তাই?
মন্তব্যের জন্য ধন্যবাদ, দেবজ্যোতিকাজল।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২
দেবজ্যোতিকাজল বলেছেন: আমার পাতায় একটু ঢু দিয়ে যান
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৪
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা যাবো, কাল সকালে।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১১
দেবজ্যোতিকাজল বলেছেন: Thanxxxxxx
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৯
কিরমানী লিটন বলেছেন: অতল ছুঁয়ে গেলো মুগ্ধ ভালোলাগায়- সত্যিই নান্দনিক , অনেক শুভকামনা প্রিয় কবির জন্য...
২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৩
খায়রুল আহসান বলেছেন: অভিভূত হয়ে গেলাম আপনার নান্দনিক মন্তব্যে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, কিরমানী লিটন।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৮
রক্তিম দিগন্ত বলেছেন: ছবির সাথে মাঝে মাঝে গল্পও করা যায়,
তবে সে গল্পটা, শুধু গল্পই।
বলাই যায় শুধু - ছবির থেকে শোনা যায় না কিছুই।
ভাল ছিল।
২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাটা এখানে প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ, রক্তিম দিগন্ত।
কবিতাটা 'লাইক' করায় ভীষণ খুশী হয়েছি। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
শামছুল ইসলাম বলেছেন: ছবি নিয়ে কবির ভাবনা-ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম, কবিতা ভালো লাগার কথা জানানোর জন্য। শুভেচ্ছা জানবেন।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
আরজু পনি বলেছেন:
তবে ছবি দেখে কবিতা লিখে ফেলা যায়...
আমি লিখেছি
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
খায়রুল আহসান বলেছেন: আমিও লিখি, এটাও একটা ছবিকে সামনে রেখেই লিখেছি।
ছবি দেখে লিখে ফেলা আপনার কবিতাটার নাম কী?
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিকে মনের মতো রঙে আঁকা যায়।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: তা অবশ্যই যায়, কান্ডারি অথর্ব।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
আরজু পনি বলেছেন:
নাম বলা যাবে না।
একটু রিস্ক আছে...
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা। অন্য কোথাও কবিতাটা দেখে নেয়া যাবে কিনা জানাবেন।
১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
মানবী বলেছেন: "কোন কোন ছবি বেশ অবলীলায়
একশ' একটা গল্প বলে যায়।"
- সত্য কথা। কোন কোন ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও বেশি বাঙ্ময় আর শক্তিশালী হয়ে উঠে।
আবার দিনশেষে, ছবি শুধুই ছবি।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার করে আপনি কি সহজে না বলে গেলেন অবলীলায়,
ঠিক সেই কথা, আমি যা বলেছি ঘুরিয়ে ফিরিয়ে, এ কবিতায়।
-- ধন্যবাদ মানবী, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।
১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
কাবিল বলেছেন: ছবি অনেক কিছুই মনে করিয়ে দেয়।
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
খায়রুল আহসান বলেছেন: জ্বী হ্যাঁ কাবিল, আমি পুরোপুরি একমত আপনার সাথে, যে ছবি অনেক কিছুই মনে করিয়ে দেয় ...
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
কথাকথিকেথিকথন বলেছেন: ছবির সাথে কথা বলা যায় । সেই কথা লেখনীরুপে প্রকাশিত হয় !!
ভাল লেগেছে অল্প কথার কাব্য ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মনব্যের জন্য।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, কথাকথিকেথিকথন।
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
আরজু পনি বলেছেন:
arjunasrinpony দিয়ে গুগল ব্লগস্পটে নিজের একটা রাফখাতা আছে, ওখানে কিছু যা ইচ্ছে তাই রাফ করেছি এমন কবিতা আছে ।
আমি কবিতা লিখতে চাই এটা জানানো বড় লজ্জার...কেননা আমি মোটেও ভালো লিখি না ।
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: গুগলপ্লাসে আমার কোন একাউন্ট নেই। তবু দেখি, কিভাবে কি করা যায়।
১৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
আরজু পনি বলেছেন:
আপনি শুধু আমার নামের ওই অংশটুকু কপি পেস্ট করে গুগলে সার্চ দিলেই পাবেন আশা করি...Hope 5 নামের সাইট ।
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৬
খায়রুল আহসান বলেছেন: দেখেছি, ধন্যবাদ। কিন্তু কোন কবিতাটা, তা ঠিক ধরতে পারলাম না।
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৪
গুলশান কিবরীয়া বলেছেন: অল্প কথায় কতো বড়ো একটা অনুভূতিকে প্রকাশ করলেন , কবিতার সার্থকতা এখানেই । সত্যিই ছবির সাথে গল্প করা যায় না , কাল্পনিক জগত হয়তো হয় , কথপকথন তো হয় না । চমৎকার সুন্দর একটি অনুভূতি প্রাণ ছুঁয়ে গেলো ।
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতার এমন উচ্চ ও উদার মূল্যায়নে যারপরনাই প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, গুলশান কিবরীয়া।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই আপনাকে।
১৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৯
জুন বলেছেন: ছবি নিয়ে কবিতায় দারুন ছবি আঁকা।।
+
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জুন, ছোট্ট করে এমন বড় একটা প্রশংসা করে যাবার জন্য। ভীষণ অনুপ্রাণিত হয়েছি।
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১
জনম দাসী বলেছেন: কে বলেছে ছবির সাথে গল্প করা যায় না। আমিতো পঁচিশ টি বছর ছবির সাথে গল্প বলে কাটিয়ে দিলাম। কত কথা, ভালো লাগা মন্দ লাগা, নালিশ করা অভিযোগ করা, এই পঁচিশ বছরের তিন ভাগ সময় ছবির সাথে কথাই বলে গেলাম... শুধু উত্তর পেলাম না; আজো;
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, জনম দাসী।
মন্তব্যে বেদনার ছাপ স্পর্শ করে গেলো।
১৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮
সায়েদা সোহেলী বলেছেন: ছবির সাথে আপন মনে গল্প ও করা যায় ভাইয়া , ছবির সাথে আপন মনে গল্প ও করা যায় ভাইয়া ,
আমি এই ছবির সাথে (কাঠবিড়াল) করি মাঝে মাঝেই
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ঠিক আছে, সায়েদা সোহেলী। একমত হ'লাম যে কেউ কেউ ছবির সাথে আপন মনে গল্পও করতে পারে। তবে আপনার কাঠবিড়াল এর ছবিটা কেন জানি দেখতে পেলাম না।
কবিতা পড়ে নিজস্ব মতামত ব্যক্ত করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮
তন্ময় কে সাহা বলেছেন: তুমি কি কেবলই ছবি?