নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
তোমার মুখে ঝর্ণার মত হাসি,
বড় ভালোবাসি, বড় ভালোবাসি!
সময়ে অসময়ে শাসনের পাঁয়তারা,
ভালোবাসাটাকে করে ফেলে দিশেহারা!
গোটা বিশ্বে যেখানে সবকিছু এলোমেলো,
আমি আর পারি কতটা গোছাতে বলো?
জমলোই নাহয় একটু জঞ্জাল আর ধুলো,
সময় হলেই সাফ করে দেবো, ওসবগুলো।
ততদিন নাহয় সইলে একটু আপোষে,
যাকিছু আছে টেবিলটাতে, বিছানাপাশে।
দেখবে কোনদিন আমিও খুশীর ছলে,
নেমেছি ধু'তে ঘর দোর মেঝে, ডেটল জলে।
ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মাকড়সাঁ। প্রশংসায় প্রীত হ'লাম।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার! +
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা লাইক করার জন্য অশেষ ধন্যবাদ, রক্তিম দিগন্ত। মন্তব্যেও প্রীত হ'লাম।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
সুমন কর বলেছেন: ছন্দময় কবিতা ভালো লাগল।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০২
খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সুমন কর।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০
শায়মা বলেছেন: মজা লেগেছে ভাইয়া।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মজা পেয়েছেন জেনে খুশী হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ, শায়মা।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৫
সুলতানা রহমান বলেছেন: আমি হলে বলতাম, পরিষ্কারের দিনটা কোনদিন আসবে?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: জানেনই তো বোধহয়, ওটা আসি আসি করেও আসেনা।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩০
সুলতানা রহমান বলেছেন: এই জন্যই তো পুরুষদের এ কথা তাদের পরিবার মানে না।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: সাধে কি আর সক্রেটিসের বউ Xanthippe তার মাথার উপর ময়লার পাত্র উপুড় করে ঢেলে দিয়েছিলো?? --
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
//ততদিন নাহয় সইলে একটু আপোষে,
যাকিছু আছে টেবিলটাতে, বিছানাপাশে।
দেখবে কোনদিন আমিও খুশীর ছলে,
নেমেছি ধু'তে ঘর দোর মেঝে, ডেটল জলে।//
ভাল থাকুন। সবসময়।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, শামছুল ইসলাম। মন্তব্যে প্রীত হ'লাম।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
মানবী বলেছেন: যাঁর উদ্দেশ্যে এই কবিতা লেখা, তিনি এটা পড়লে শাসনের মাত্রা কমাবেন নিঃসন্দেহে.... খুব শিঘ্রী ডেটল দিয়ে ঘর মোছা দেখার আশায় :-)
ধন্যবাদ আর আন্তরিক শুভকামনা রইলো খায়রুল আহসান।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: তিনি এটা বিশ্বাসই করতে চাইবেন না যদিও ইচ্ছেটা বড়ই আন্তরিক।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মানবী। মন্তব্যে প্রীত হ'লাম।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
অপর্ণা মম্ময় বলেছেন: আসলে পুরুষরা চায় নারীদের ঘরের কাজে সাহায্য করতে। তাদের ইচ্ছাটা আন্তরিক কিন্তু করা হয়ে ওঠে না এই আর কি ! খুক খুক কাশি দেয়ার ইমো হবে
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: জ্বী জ্বী, ঠিক বলেছেন, তবে ঐ কাশিটুকু বাদে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, অপর্ণা মম্ময়। প্রীত হ'লাম।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: মাঝে কিছু কথা নির্মল হাসি ফোঁটায় মুখে, আপনার কবিতা পড়ে সেই অনুভূতি পেলাম।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: যাক, তবে কবিতা লিখে আপনার মুখে নির্মল হাসি ফোটাতে পেরেছি বলে ধন্য হ'লাম।
কবিতায় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মাহবুবুল আজাদ।
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
দৃষ্টিসীমানা বলেছেন: সক্রেটিসের বউ দারুন একটা কাজ করেছিলেন বটে । কবিতায় অনেক ভাল লাগা রইল । ভাল থাকুন ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, দৃষ্টিসীমানা। শুভেচ্ছা নেবেন।
সক্রেটিসের বউ দারুন একটা কাজ করেছিলেন বটে -- এহেন দুর্ব্যবহার সত্ত্বেও সক্রেটীস কেন এমন একজন মুখরা ও অত্যাচারী রমণীকে বিয়ে করেছিলেন এবং তার সাথে সংসার করে গেছেন, তার অবশ্য বড় সড় ৫টা কারণ সমাজবিজ্ঞানী ও গবেষকগণ বের করেছেন। একটু ইন্টারনেট ঘাটলেই এ বিষয়ে জানা যাবে।
১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাঁ ব্যাপারটা জানতে চাই ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: এখানে বিষয়টি সম্বন্ধে জানা যাবেঃ Five Reasons Why Socrates Was A Terrible Husband
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা হা । দারুণ ছন্দের খেলা । খুব ভাল লেগেছে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: খুব খুশী হলেম বটে।
ধন্যবাদ, কথাকথিকেথিকথন। (আপনার নামটা যদি আরেকটু সহজ হতো!)
শুভেচ্ছা জানবেন।
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
জুন বলেছেন: আগে এমন এলোমেলো অগোছালো দেখলে খুব বিরক্ত হোতাম । এখন আর কিছু বলি না , যাক যেমন করে থেকে মানুষ শান্তি পায়। আমি মাঝে মাঝে একটু গুছিয়ে দেয়ার চেষ্টা করি । তাতে খুব রাগ হয় , বলে আমি নাকি গুছানোর নাম করে তার সব দরকারী কাগজ পত্র ওলট পালট করে ফেলি , কাজের সময় খুজে পায়না বলে অভিযোগ ।
মজার ছড়া ভাবিকে নিয়ে খায়রুল আহসান ।
+
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: বলে আমি নাকি গুছানোর নাম করে তার সব দরকারী কাগজ পত্র ওলট পালট করে ফেলি , কাজের সময় খুঁজে পায়না বলে অভিযোগ । -- এক্সাক্টলী সো! আমারও একই অভিযোগ। আমার কাগজপত্র যতই অগোছালো থাকুক, আমি ঠিকই অন্ধকারেও সব খুঁজে পাই। কিন্তু কেউ হাত দিলেই যত সমস্যা। এ যেনো পাখীর নীড়ের মত অবস্থা। কেউ যদি ডিমে সামান্য একটু হাত লাগায়, তবে আর তা' দেয়া যায়না।
প্লাস এর জন্য অনেক ধন্যবাদ। একটা সহজ সরল অভিব্যক্তি নিয়ে লেখা এ ছড়াটিতে মজা পেয়েছেন জেনে প্রীত হ'লাম।
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
আরজু পনি বলেছেন:
মান ভাঙানো কবিতা...
আন্তরিকতা আছে বোঝা যায় ।
কবি, সাহিত্যিকরা পূর্ণমাত্রার আন্তরিকতা নিয়েই লিখেন...
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: কবি, সাহিত্যিকরা পূর্ণমাত্রার আন্তরিকতা নিয়েই লিখেন... -- জ্বী, ঠিক বলেছেন।
মান ভাঙানো কবিতা...
আন্তরিকতা আছে বোঝা যায়
ছড়ার স্পিরিটটা আপনি ঠিক ঠিক ধরেছেন।
অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫
মায়াবী রূপকথা বলেছেন: ভাল লেগেছে ভাইয়া
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, মায়াবী রূপকথা। কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
আপনার প্রথম লেখাটিতে- "তোমাকে ভাবলেই রাত্রি নেমে আসে"- একটা মন্তব্য করেছিলাম। দেখেছেন কি?
"আমার পরিচয়" এ মাত্র তিনটি শব্দে আপনি যে পরিচয় রেখে গেছেন, তা ভীষণ সুন্দর।
১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
মায়াবী রূপকথা বলেছেন: দেখেছি ভাইয়া । আমার ব্লগে কিছু লিখব না ভেবেছিলাম। উত্তর দেয়াটা সে নিজস্ব অবরোধের মাঝেই পরে।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, ঠিক আছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭
মাকড়সাঁ বলেছেন: সুন্দর হয়েছে ॥