নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

পাখি তুমি গাইলে নাতো গান

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

পাখি, তুমি গাওনি কেন গান?
হঠাৎ করে উড়াল দিয়ে
আসলে তোমার পুচ্ছ নেড়ে
তোমায় দেখেই ধুকপুকিয়ে
উঠলো আমার প্রাণ।
অধীর হয়ে থাকলো চোখের
দুই পাশে দুই কান!
তবু তুমি গাওনি কেন গান?

এদিক সেদিক তাকিয়ে দেখে
সুরটি তোমার গোপন রেখে
পাখনা দুটো হাওয়ায় মেলে
মারলে যে এক টান!
লক্ষ্য তোমার দূর গগনের
নীল সাদা আসমান।
বুঝলেনাতো কাঁদলো কত
এই অভাগার প্রাণ!

পাখি, তুমি গাইলে নাতো গান!


ঢাকা
১৫ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৬

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।
ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হলাম। ভালো লেগেছে জেনে খুশী হলাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

আরজু পনি বলেছেন:
পাখিতুমি গাইলেনাতো গান...
কাহার তরে মন করে আনচান

আপনার কবিতা পরে যে লাইনটা মনে আসলো ।
সুন্দর কবিতা ।
শুভ সকাল ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: আপনার লাইন দুটোও খুব সুন্দর হয়েছে, আরজুপনি। কবিতা পড়া ও প্রশংসাসূচক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০

আরজু পনি বলেছেন:

------
আমার কথা-৫ গতকাল পড়ে মন্তব্য করেছিলাম ।
সম্ভবত নোটিফিকেশন পান নি ...
অথবা খুব ব্যস্ততা যাচ্ছে হয়তো ।
ভালো থাকুন সর্বদা ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটি প্রায় সাথে সাথেই দেখেছিলাম এবং 'লাইক' করেছিলাম।
নোটিফিকেশনও যথাসময়েই পেয়েছিলাম।
একটু ঢাকার বাইরে ছিলাম, ফিরে এসেই উত্তর দিলাম।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১

দৃষ্টিসীমানা বলেছেন: শুভ সকাল । কবিতা অনেক ভাল লাগল কিন্তু মনটা কেমন বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে রইল ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, দৃষ্টিসীমানা। কবিতা অনেক ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
আশাভঙ্গ,
জীবনের অঙ্গ।
তাইতো কবিতা
মাঝে মাঝে বিষন্নতা।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২

বনমহুয়া বলেছেন: দারুন খায়রুলভাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, বনমহুয়া।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: কবিতার মিষ্টতা ছুঁয়ে গেল , , , , ,

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মাহবুবুল আজাদ। আপনার প্রশংসাও মনটাকে ছুঁয়ে গেল , , , , , ।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ খায়রুল ভাই।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, প্রামানিক।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দময় কবিতা । দারুণ । পাখি গাইলে না কেন গান !!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, কথাকথিকেথিকথন।
পাখি গাইলে না কেন গান !!! -- সে তো পাখির ইচ্ছে!!!

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

সুলতানা রহমান বলেছেন: আহারে!
সুন্দর!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: মাত্র দুটো শব্দ, দুটোই সুন্দর।
তাইতো মন্তব্য, এত মনোহর।
মন্তব্যের জন্য ধন্যবাদ আর শুভেচ্ছা, sultana rahman।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কোন জাতকবির তাৎক্ষণিক রচিত কাব্য বলেই মনে হল ।
চমৎকার !!!
ধকপকিয়ে = ধুকপুকিয়ে'র কাব্যিক রূপ কিনা বুঝে আসছেনা ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

খায়রুল আহসান বলেছেন: বেশ তো, 'ধুকপুকিয়ে' করে দিলাম। শুধরে দেয়ার জন্য অশেষ ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন।
কোন জাতকবির তাৎক্ষণিক রচিত কাব্য বলেই মনে হল -- বাব্বাহ! এত্ত বড় কম্পলিমেন্ট? আবারো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মন্তব্যে যারপরনাই প্রীত হ'লাম।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

নিমগ্ন বলেছেন: চমৎকার কবিতা!! আপনার কবিতায় কবিত্বের দক্ষ হাত আছে। +

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: আপনার এই মনোমুগ্ধকর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হ'লাম, নিমগ্ন। কবিতাটি 'লাইক' করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.