নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ভূধরের পাদদেশে এক নামহীন উপল

০৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৮

ভূধর পৃষ্ঠে ঘুমিয়ে ছিলাম
নামহীন কোন উপলের মতো,
এক দুঃসময়ে গড়িয়ে গেলাম,
ধুলো মেখে গায়ে যতো।

পথে পরিচয় কত ঝোপ ঝাড়
আর গুল্মলতার সাথে,
কত পাথরের বোবা কান্না
শুনেছি সন্ধ্যা প্রাতে।

বহু পথ ধরি গড়াগড়ি করি
আজ আছি পাদদেশে,
বয়ে যাই কত অচেনা জনের
পদভার অক্লেশে!


ঢাকা
০৯অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো লাগলো

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, বাকা পথ বাকা চোখ। মন্তব্যের জন্যে ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।

বিজয়ের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনাকেও বিজয় মাসের শুভেচ্ছা!

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: পরিপূর্ণ একটা কবিতা। একটা জীবন দর্শন।


ভাল লাগল বেশ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার এমন উদার প্রশংসায় অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, মাহবুবুল আজাদ। 'লাইক' এর জন্যেও ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

অবিবাহিত ছেলে বলেছেন: সুন্দর কবিতা

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অবিবাহিত ছেলে। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
আপনার ব্লগে গিয়ে আজ আপনার প্রথম লেখাটায় কিছু কথা রেখে এলাম।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

লেখোয়াড়. বলেছেন:
সুন্দর শিরোণামে জীবনমুখী কবিতা।
ভাল লাগল। ++

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় বড় উদারভাবে কবিতার প্রশংসা করে গেলেন। ডবল প্লাস পেয়ে অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন, লেখোয়াড়.।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

জনম দাসী বলেছেন: কত পাথরের বোবা কান্না শুনেছি সন্ধ্যা প্রাতে । খুব সুন্দর, ভালো থাকুন সব সময়।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনিও ভালো থাকবেন, জনম দাসী।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

আরজু পনি বলেছেন:
বাহ একটি রাজপথের আত্মকথার মতো...
ছন্দে ছন্দে পড়তে ভালো লাগলো ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭

খায়রুল আহসান বলেছেন: একটি রাজপথের আত্মকথার মতো... -- রাজপথ নয়, ভূধরপৃষ্ঠ থেকে বিচ্ছিন্ন এক পাথর কণার আত্মকথা বলতে পারেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ, আরজুপনি।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কাছে কবিতাটা অভিমান থেকে উৎসারিত বলে মনে হল ।
তবে ভাল লেগেছে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন। ঠিক অভিমান নয়, কোন একটা পরিস্থিতি অনুধাবনপূর্ক উপলব্ধি থেকে এ লেখার উৎপত্তি, বলতে পারেন।
মন্তব্যে প্রীত হ'লাম।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

আরজু পনি বলেছেন:
রবীন্দ্রনাথের ছোটগল্পের করা নামানুসারে বলেছিলাম ।
:)

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

খায়রুল আহসান বলেছেন: ওহ, আচ্ছা! ঠিক আছে।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে । ছোট কথায় বড় অর্থ ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন। কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


বহু পথ ধরি গড়াগড়ি করি
আজ আছি পাদদেশে,
বয়ে যাই কত অচেনা জনের
পদভার অক্লেশে!

এরপর আর কিছুই বলার থাকেনা।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়া ও লাইক করার জন্য অনেক ধন্যবাদ, কান্ডারি অথর্ব। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
ভূধর পৃষ্ঠে কবি কেনও ঘুমিয়ে ছিল ! নাহ, নামহীন উপলের মতো কবিতাও কাব্যহীন লাগছে। পথে পরিচয় কত ঝোপ ঝাড়/
আর গুল্মলতার সাথে/কত পাথরের বোবা কান্না/ শুনেছি সন্ধ্যা প্রাতে এ্ইটুকো নেবার মতো।

ভালো লা লাগলেও ভাবনা পেলাম। ধন্যবাদ, জনাব আহসান।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ, অন্ধবিন্দু।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।পাঠে পরিতৃপ্ত

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: এমন উচ্চকন্ঠ প্রশংসায় আমিও পরিতৃপ্ত, রুদ্র জাহেদ। 'লাইক' এ অনুপ্রাণিত। অসংখ্য ধন্যবাদ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা অ নে ক ভাল লাগল ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.