নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

পৌঁছে যাবো

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

নিজেকে সূতোকাটা ঘুড়ি ভাবতেই যেন ভালো লাগে।
লক্ষ্যের কোন বালাই নেই, বাতাস যেদিকে ভাসায়,
সেদিকেই আমি ভেসে যাই। বিনিসূতোর নাটাইটা তো
ধরাই আছে অদৃশ্য প্রভুর হাতে। ঠিকই পৌঁছে যাবো!

জীবনের সাফল্য ব্যর্থতা নিয়ে কখনো কিছু ভাবিনা।
এ নিয়ে কেউ কিছু বললেও মেজাজটা বিগড়ে যায়।
কিসের সাফল্য? কিসের ব্যর্থতা? ক্রীড়নকের কোন
সাফল্য নেই, ব্যর্থতা নেই। ওসব ছাড়াই পৌঁছে যাবো!

নাটাই ধরা প্রভুর টানে আমি ছুটি কখনো ঊর্ধ্বাকাশে,
কখনো ফিরে আসি ধূলি ধূসরিত এই মলিন পৃথিবীতে।
এভাবে চলতে চলতেই একদিন বাতাস বাহিতের ন্যায়
অদৃশ্য অভ্যর্থনায় প্রান্তসীমায় একা একাই পৌঁছে যাবো।


ঢাকা
১০ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । শেষ স্তবক তো দারুণ লেগেছে । এই চারটি লাইনেই জীবনের বেশিরভাগ অংশ ব্যাখ্যা করে দিয়েছেন !

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাকে ভালবেসে কিছুটা সময় দিয়ে গেলেন, কবিতা ধন্য হলো, কবিও।
অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

নিমগ্ন বলেছেন: আপনি ভাববিন্যাস করতে পারেন খুব ভালো। আরো জটিল শব্দ যোগ করে দিন। দেখবেন প্রতিষ্টিত সাহিত্যিকদের লেখার মতো হয়ে যাচ্ছে।

পোস্টে প্লাস

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নিমগ্ন, প্রশংসায় প্রীত হ'লাম, মন্তব্যে অনুপ্রাণিত। পোস্টে প্লাস এর জন্য আরেক দফা ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা রইলো।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০

শামছুল ইসলাম বলেছেন: ভাবের এত সুন্দর প্রকাশে এর চেয়ে সুন্দর পংক্তি আর কি হতে পারে?

//নাটাই ধরা প্রভুর টানে আমি ছুটি কখনো ঊর্ধ্বাকাশে,
কখনো ফিরে আসি ধূলি ধূসরিত এই মলিন পৃথিবীতে।
এভাবে চলতে চলতেই একদিন বাতাস বাহিতের ন্যায়
অদৃশ্য অভ্যর্থনায় প্রান্তসীমায় একা একাই পৌঁছে যাবো।//


বিজয়ের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়

১১ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম, শামছুল ইসলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

রাতুল_শাহ বলেছেন:
লক্ষ্য ছাড়া , বাতাস যে দিকে ভাসে, সেদিকে যাওয়া কি ঠিক হবে?

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

খায়রুল আহসান বলেছেন: ঠিক বেঠিক আমাদের হাতে নেই, রাতুল_শাহ। যেদিকে যেতে হবে, বাতাস সেদিকেই বইবে।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

মানবী বলেছেন: কবিতার প্রথম কয়েকটি লাইন পড়েই হঠাৎ একটি প্রশ্নের উদয় হলো মনে!
"সুতো কাটা ঘুড়ি"র জীবন কষ্টের না আনন্দের! লক্ষ্যবিহীন ভাবে ভেসে বেড়াবার আনন্দ না লক্ষ্য না থাকার কষ্টটা বেশি!
যদিও বাস্তবে ঘুড়ির কোন অনুভূতি নেই, তারপরও মনে হলো..... এই ভাবনা শুধুমাত্রই এই কবিতার গুনে :-)

কবিতা যখন পাঠকের মনে ভাবনার জন্ম দেয়, তা নিঃসন্দেহে সফল কবিতা!
অনেক ধন্যবাদ খায়রুল আহসান।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা যখন পাঠকের মনে ভাবনার জন্ম দেয়, তা নিঃসন্দেহে সফল কবিতা! -- কথাটা সত্য, এবং আমার কবিতা পড়ে আপনার মনে যে ভাবনার উদয় হয়েছে, সেটাকে নিয়েই হয়তো আরেকটা কবিতা লিখা যায়।
লক্ষ্যবিহীন ভাবে ভেসে বেড়াবার আনন্দ না লক্ষ্য না থাকার কষ্টটা বেশি! --চমৎকার ভাবনা! কবিতা মন দিয়ে না পড়লে মনে এমন গূঢ় ভাবনার উদয় হবার কথা নয়।
আপনার মন্তব্যে আমার কবিতা সমৃদ্ধ হলো, মানবী।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার কবিতায় নতুণত্ব খুঁজে পাই । সুন্দর, অনেক সুন্দর কবিতা লিখেন আপনি । পড়ে কৃতার্থ হলাম ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, দৃষ্টিসীমানা। কবিতার উদার প্রশংসায় ভীষণ অনুপ্রাণিত হ'লাম।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: শেষ প‌্যারা ভালো লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, সুমন কর। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

তুষার কাব্য বলেছেন: প্রথম লাইনটাতেই আটকে গেলাম । আমারও নিজেকে এমনই মনে হয় !

শুভকামনা জানবেন ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাটুকু শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ, তুষার কাব্য।
মানবীর মন্তব্যটা (৫ নং) নিয়ে ভাবছি, লক্ষ্যবিহীন ভাবে ভেসে বেড়াবার আনন্দ না লক্ষ্য না থাকার কষ্টটা বেশি!
-- আপনি কী বলেন?

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

কেউ নেই বলে নয় বলেছেন: সূতোকাটা ঘুড়ি, সূতোকাটা ঘুড়ি... আমিও তো। আবারো একটা দারুন প্লট কবিতার। ++

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: সূতোকাটা ঘুড়ি আপনার মননে পৌঁছে গেছে দেখে প্রীত হ'লাম। সবাই মনে হয় জীবনের কোন না কোন সময়ে নিজেকে সূতোকাটা ঘুড়ি মনে করে।
কবিতার প্লট পেয়ে গেলেন, এবারে লিখে ফেলুন।
'পৌঁছে যাবো' লাইক করেছেন বলে আন্তরিক ধন্যবাদ, কেউ নেই বলে নয়।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

জনম দাসী বলেছেন: ক্রীড়নকের কোন সাফল্য নেই, ব্যর্থতা নেই; ভাল লাগা রেখে গেলাম আহসান ভাই। ভাল থাকুন।

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতিটুকুর জন্য অনেক ধন্যবাদ, জনম দাসী। আপনার নামটা একটু পরিবর্তন করে নিলে খুশী হ'তাম। 'জনম দাসী' লিখতে গিয়ে বারে বারে একটু দমে যাই, থেমে যাই। ছবিটাও বদলে একটা হাসির ছবি বা কোন প্রাকৃ্তিক দৃশ্যের ছবি দিন। জীবনে আষাঢ়ের মেঘও থাকে, আবার রৌদ্র করোজ্জ্বল দিনও থাকে। বৈশাখী ঝঞ্ঝা থাকে, আবার বসন্তের মৃদু সমীরণও থাকে।
আমার কবিতা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হয়েছি।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

জনম দাসী বলেছেন: আহসান ভাই, আপনি লক্ষ্য করেছেন কিনা জানিনা। আমার প্রথম লেখায় আপনি লিখেছিলেন...'' নামটা বড় বিষাদময়'' আপনার সব কটা মন্তব্যর উত্তর দিলেও, ওই মন্তব্যর উত্তরটি দেইনি। হয়তো এড়িয়ে যেতে চেয়ে ছিলাম। কিন্তু শেষ রক্ষা হলনা। যদিও আমার এই নামের পেছনে, ঢের দেড়শ বছর আগের এক মহান গুরু তথ্য আছে আমার দাদুর। সে কথা না হয় আরেক দিন হবে। তবে জীবনবাবুকে নিয়ে লেখার মধ্যে কিছুটা পেতে পারেন। এখানে বেশীর ভাগ লেখকরাই ভিন্ন নাম ব্যবহার করেন। তাই হয়তো আপনিও ভেবেছেন এই নাম আমার ওরকম কিছু। না ভাই, আমার নাম যা আর আমি এখন যা তা সত্যটাই দিয়েছি। যেমন টা আপনি। ছবিটা আমার মাস দু'তিন আগে তোলা। আমার বেশভূষা এইই ভাই। মিথ্যে যেমন জানিনা তেমন সত্য লুকাতেও অভ্যস্ত নই। তা ছাড়া যা কিছু লিখি নিজের জীবন থেকেই লিখি। হয়তো এ লেখার মাঝে খুঁজে ফিরি শুধু এক জনাকেই। ভাল থাকুন সব সময় ভাই সাহেব। নিজের সত্য পরিচয় না দিয়ে মিথ্যা পরিচয় দিয়ে কি লাভ বলেন। আপনাকে স্যালুট জানাই এই জন্য যে আপনিও এক সত্যর প্রতীক। অন্তত নিজের সত্য পরিচয় গোপন করেননি।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: অনন্য সাধারণ

নিজেকে সূতোকাটা ঘুড়ি ভাবতেই যেন ভালো লাগে।
লক্ষ্যের কোন বালাই নেই, বাতাস যেদিকে ভাসায়,
সেদিকেই আমি ভেসে যাই। বিনিসূতোর নাটাইটা তো
ধরাই আছে অদৃশ্য প্রভুর হাতে। ঠিকই পৌঁছে যাবো!
এটা আমার জীবন, আপনি শুধু লিখেছেন মাত্র।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ জানাই আপনাকে, মাহবুবুল আজাদ। ছোট্ট একটা কথায় খুব সুন্দর একটা মন্তব্য করে গেলেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.