নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কনকপ্রভা,
তুমি মাঘের কোমল রোদ্দুর হয়ে এসেছিলে,
তেমনই থেকো, এই আছো এই নেই।
এই অরণ্যচারীর নিভৃত নিবাসে
এক চিলতে সোনালী রোদ্দুর হয়ে থেকো।
আলোছায়া হয়ে মিশে রবো একসাথে।
কনকপ্রভা,
তুমি আষাঢ়ের মেঘ হতে চেওনা।
এমনিতেই তুমি আমার ভেতরে
শান্ত স্রোতস্বিনীর ন্যায় সততঃ প্রবাহমান।
তুমি নরম রোদ্দুর হয়েই থেকো,
গায়ে মুখে মেখে হবো, আঁধারেও চক্ষুস্মান!
ঢাকা
০৯ জুন ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১
খায়রুল আহসান বলেছেন: ্ধন্যবাদ ধমনী, কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
ফেরদৌসা রুহী বলেছেন: আজকেই আপনার কবিতা প্রথম পড়েছি।
কবিতা ভাল লেগেছে, আপনার কনকপ্রভার মতই।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২০
খায়রুল আহসান বলেছেন: কবিতার পাঠক এমনিতেই খুব কম, যদিও বাঙালী স্বাভবতগতভাবেই কবি। তাই আমার কবিতায় আপনাকে এই প্রথমবারের মত পেয়ে প্রফুল্ল বোধ করছি। আর কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত।
আবারো আসবেন কখনো আমার কবিতায়, এই আশা রাখছি, ফেরদৌসা রুহী।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: মিষ্টি আহ্বানের কবিতা । ভাল লেগেছে ।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, কথাকথিকেথিকথন। মন্তব্যটাও ভালো লেগেছে।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম, কবিতা পাঠ ও মন্তব্যের জন্য। কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
সুলতানা রহমান বলেছেন: ভাল লেগেছে।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, sultana rahman। কবিতাটি আপনার ভালো লাগায় প্রীত হ'লাম।
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
রাতুল_শাহ বলেছেন: আপনার এই কবিতা মনে হয় একবার পড়েছি। কোথায় পড়েছি মনে নেই।
শুধু কনকপ্রভা নামটা মনে আছে।
১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা কেমন লাগলো?
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: তুমি আষাঢ়ের মেঘ হতে চেওনা।
এমনিতেই তুমি আমার ভেতরে
শান্ত স্রোতস্বিনীর ন্যায় সততঃ প্রবাহমান। সুপার লাইক,
অনেক অনেক ভাল লাগা।
১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: 'সুপার লাইক' এর জন্য অশেষ ধন্যবাদ, মাহবুবুল আজাদ। আশাকরি আগে পরের কবিতা থেকে আরও দুই একটা পড়ে দেখবেন।
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১
খায়রুল আহসান বলেছেন: আজ বিলিয়ার রহমানের একটা কবিতা পড়ে জানলাম, কনকপ্রভারা ক্ষণপ্রভা হয়ে থাকে।
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
বিলিয়ার রহমান বলেছেন: মাঘের রদ্দুর কোমল তবে ঘন কুয়াশার মাঝে প্রয়শই হারিয়ে যায়!
বলতে পারেন কুয়াশার অযুহাত দেখিয়ে এক প্রকার ছলনার খেলা খেলে!
আপনার কনকপ্রভা(মাঘের কোমল রোদ) কুয়াশায় না হারাক সেই প্রার্থনা করিছি!
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
খায়রুল আহসান বলেছেন: মাঘের রদ্দুর কোমল তবে ঘন কুয়াশার মাঝে প্রয়শই হারিয়ে যায়! - চমৎকার ভাবতত্ত্ব, মুগ্ধ হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ এ সুন্দর মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩
ধমনী বলেছেন: আলোছায়া হয়ে মিশে রবো একসাথে।
- দারুণ।