নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ছোঁয়া

১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

দার্শনিক Plato বলেছেন,
"At the touch of love, every man becomes a poet"
"অর্থাৎ, ভালবাসার ছোঁয়ায় পুরুষ মাত্রই কবি বনে যায়।"

কথাটা শোনা্র পর থেকেই ভাবছি,
ভালবাসার ছোঁয়া কি?
প্রকৃতির স্নিগ্ধ ছায়া? কিশোরীর অবুঝ চাওয়া?
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখীদের কূজনে কান পাতা?
হয়তো তাই, অথবা হয়তো এসব ভাবনা অযথাই!

বৃষ্টির প্রথম ছোঁয়ায় যেমন কদম চোখ মেলে,
বেতস লতা তরতরিয়ে জেগে উঠে,
ভালবাসার ছোঁয়াও হয়তো তেমনি
পুরুষের শুকনো নদীতে বান এনে দেয়,
মনে্র আকাশে সাতরঙা রংধনু এঁকে দেয়।
অপলক দু'চোখে সে পৃথিবীর শোভা দেখে,
গান শোনে, ছবি আঁকে, সুর ভাজে।
রবীন্দ্র সঙ্গীত কিংবা ধ্রুপদী তার কানে একই লয়ে বাজে।

নূপুরের নিক্কন শুনে
কিংবা 'চঞ্চল ফুলসম' কানফুলের দোলা দেখে
দোলায়িত হয় তার মন,
স্পর্শ চায়, খুঁজে বেড়ায় একটি নরম হাত।
নিজের হাতে মুষ্টিবদ্ধ রেখে জীবনের গল্প শোনাতে,
একাগ্র প্রগলভতায়।
অথবা হাতের পিঠে হাত রেখে স্নিগ্ধ কবিতা শোনাতে,
নীরবতায়, বিহ্বলতায়।


প্রতিটি কবিই যেন ভালবাসার ভিখারী,
শয়নে, স্বপনে, জাগরণে।
ভালবাসার কাছে কবি অকারণে নত হয়,
কিসের আশায়?

ঢাকা
০৯ জানুয়ারী ২০১৩।
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:

দার্শনিক Plato ম্লেটো মরে কখন ভুত হয়ে গেছে; আপনি উনার কথা নিয়ে ব্যস্তা হচ্ছেন! নিজ চোখে প্রতিদিন দেখছি ৯ম/১০ম শ্রেণীর বাচ্ছারা খাতা,কাগজ, হার্ড ড্রাইভ ভরায়া ফেলছে কবিতা লিখে, কোন সব মেয়েদের ভালোবেস!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: ঠিক বুঝতে পারলাম না আপনি কী বলতে চাচ্ছেন, চাঁদগাজী।
তবে কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২

ধমনী বলেছেন: যে যা বলুক কবিতার ভাব যখন এসেই পড়েছে, চালিয়ে যান।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ধমনী, আপনি বোধহয় ঠিকই জানেন, কবিতা লেখা যায় না, কবিতা 'আসে'!
অনুপ্রাণিত হ'লাম। পাঠকদের সঠিক কবিতা অনুধাবন কবিকে এগিয়ে যেতে সাহায্য করে। যদিও নিজেকে এখনো কবি বলে মনে করি না।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

গেম চেঞ্জার বলেছেন: চাঁদভাইয়ের কথা না শুনে চালিয়ে যান ভাই, এটা অনেক ভাল মানসম্পন্ন একটি কবিতা। নির্বাচিত পাতায় পেয়ে ঢুকলাম।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার নামটাই তো এক বিরাট অনুপ্রেরণা, গেম চেঞ্জার। আর যা বলেন, তা তো অনুপ্রেরণা হবেই। অনেক ধন্যবাদ, কবিতার প্রশংসার জন্য।
কবিতাটি প্রকাশ করার পঞ্চাশ মিনিটের মাথায় এটা "নির্বাচিত পাতায়" ঠাঁই পেয়েছে দেখে যুগপৎ বিস্মিত ও বিমুগ্ধ হ'লাম।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগছে কবিতা ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, নাজমুল হাসান মজুমদার। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

তুষার কাব্য বলেছেন: প্রতিটি কবিই যেন ভালবাসার ভিখারী

হুম তাইত !

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, তুষার কাব্য। আসলে প্রতিটি প্রাণীই ভালোবাসার ভিখিরি।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: ভালবাসার ছোঁয়ায় পুরুষ মাত্রই কবি বনে যায়।

-- আমি বলবো ভালোবাসার ছোঁয়ায় মানুষমাত্রই নরম আবরণে আবৃত হয়ে যায়।

কবিতা কবিতা লাগেনি। ডায়ালগ টাইপ লেগেছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা কবির মনোভাবনার প্রকাশ্য রূপ। কবিতাকে তাই পাঠকের কাছে কখনো ডায়ালগ, কখনো মনোলগ আবার কখনো বা এপিলগ মনে হতেই পারে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, বনজ্যোৎস্নার কাব্য।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

কথাকথিকেথিকথন বলেছেন:





সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

ইতিহাসে অনেক কবি কিন্তু প্রথমবার প্রেমে পড়ার পরেও বহুবার প্রেমে হাবুডুবু খেয়েছেন । তা চিন্তা করলে তাদের ভালোবাসার ছোঁয়া কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় । এক মনে এতোমুখী ভালবাসা আদৌ কী সম্ভব !! তারা আসলে কবিতাকেই শুধু ভালবেসেছেন । আর কবিতার উপকরণ হিসেবে নিজেকে বেহুদা প্রেমে ফেলেছিলেন !! যাকে বলে ফাঁদ পেতে কবিতা আঁটকানো । আর কবিদের সাধারণত ইমাজিনেশন পাওয়ার বেশ প্রখর হয় । তাই ভালবাসার ছোঁয়াটাও তাদের ইমাজিনেশনেরই একটি অংশমাত্র !!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

খায়রুল আহসান বলেছেন: এক মনে এতোমুখী ভালবাসা আদৌ কী সম্ভব!! -- এ বিতর্ক চিরকালের, কথাকথিকেথিকথন।
আর কবিদের সাধারণত ইমাজিনেশন পাওয়ার বেশ প্রখর হয় । তাই ভালবাসার ছোঁয়াটাও তাদের ইমাজিনেশনেরই একটি অংশমাত্র !! -- হতে পারে।
কবিতা পড়ে আপনার নিজস্ব ভাবনাটুকু এখানে শেয়ার করার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা জানবেন।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৯

সুলতানা রহমান বলেছেন: এইটা একদম ঠিক বলেছেন।
তবে এই লাইনটা ভাল লাগেনি। পুরুষের মরা গাঙে ……

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, sultana rahman।
বেশ তো, লাইনটাকে না হয় একটু সম্পাদনাই করে দিলাম। এখন কেমন হলো?

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিটি কবিই যেন ভালবাসার ভিখারী,
শয়নে, স্বপনে, জাগরণে।
ভালবাসার কাছে কবি অকারণে নত হয়,
কিসের আশায়?

সুন্দর !
তবে আমি কবি হলে কিসের আশায়? সেটা বলতে পারতাম :D

খায়রুল আহসান ভাই , কূজনে শব্দে কি পাখির বাসা বুঝানো হয়েছে ?

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন। আশাতো অনেকেরই অনেক রকমের থাকে।
আমি যেখানে থাকি, সেখানে অনেক গাছ গাছালি আছে। সন্ধ্যার সময় যেন পাখিদের দিন সমাপনি হাট বসে। তাদের কলতানের কথাই বুঝিয়েছি। তবুও, আপনার সন্দেহ যখন হলোই, একটু সম্পাদনা করে নিলাম।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

নেক্সাস বলেছেন: ভালবাসা কবিদের প্রতারিত করে
তবুও কবিরা ভালবাসার কাছে নতজানু। হোক সে নারীর ভালবাসা, স্বজাতীর ভালবাসা, প্রকৃতির ভালবাসা।


যাই হোক সুন্দর কবিতা।
তবে
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখীর কূজনে ফিরে আসা?- এই লাইনে কূজন বলতে কি বুঝানো হয়েছে? যদি পাখির নীড় বুজানো হয়ে থাকে তবে সেটা সঠিক নয়। কূজন অর্থ পাখির ডাক। যদি বুঝানো হয় কিচিমিচি কোলাহলে নীড়ে ফিরে আসা তাহলে ঠিক আছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: আপনার ভাবনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
যদি বুঝানো হয় কিচিমিচি কোলাহলে নীড়ে ফিরে আসা তাহলে ঠিক আছে। -- জ্বী হ্যাঁ, আমি ওটাই বুঝিয়েছি। ৯ নং মন্তব্যের উত্তরটা একটু দেখে নেবেন, প্লীজ।
কবিতার প্রশংসায় প্রীত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৫

মায়াবী রূপকথা বলেছেন: নত হয় ভালবাসা নামের বোধকে ভালভাবে বুঝতে। নিজের ভালবাসাকে কাছে টানতে। ভালবাসার প্রকাশের নিষ্পাপ পদ্ধতি কবিতা। ভাললাগা অনেক অনেক

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা পড়ে দুটো কথা এখানে রেখে যাবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মায়াবী রূপকথা। আর,
ভালবাসার প্রকাশের নিষ্পাপ পদ্ধতি কবিতা -- এ কথাটা তো বড়ই চমৎকার বলেছেন! কবি ও কবিতার পাঠক, উভয়ের নিষ্পাপ ভাবনার প্রকাশ নিয়েই কবিতা।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

চৌধুরী ইপ্তি বলেছেন: ভালোবাসা ভালবাসি!! মনে থাকে দ্বিধা, ভয়,
থাকুক না শংকা, থাকুক সংশয়!!
দেনু হেরি তারে পরাণ-ও ভরিয়া

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, চৌধুরী ইপ্তি। মন্তব্যে প্রীত হ'লাম।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

গুলশান কিবরীয়া বলেছেন: ভীষণ সুন্দর একটি কবিতা , অনেক ভালো লেগেছে । আশা করি কবিতা লেখা সব সময় চালিয়ে যাবেন সব রকম বাঁধাকে অতিক্রম করে ।
অনেক ব্যস্ততার মাঝে শুধু মাত্র আপনাকে অনুপ্রেরণা দিতে আজ লগ ইন করলাম । প্লেট যথার্থ ই বলেছেন ।
অনেক অনেক শুভকামনা রইল ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: অনেক ব্যস্ততার মাঝে শুধু মাত্র আপনাকে অনুপ্রেরণা দিতে আজ লগ ইন করলাম -- অনেক অনেক ধন্যবাদ। নিজেকে কৃতার্থ মনে করছি, গুলশান কিবরীয়া। এই অনুপ্রেরণাটুকু জুগিয়ে আপনি আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ভালোবাসা চাইতে গিয়ে কবি হয়,ভালোবাসা পেয়ে গেলে কবি হয়,ভালোবাসা হারিয়ে গেলে কবি হয়*

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনি যথার্থই বলেছেন, ডাঃ প্রকাশ চন্দ্র রায়। খুব সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০২

অভ্রনীল হৃদয় বলেছেন: খুবই ভালো লাগলো পড়ে! অসাধারণ লেগেছে! ধন্যবাদ এত সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য। :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: আমার এই কবিতাটা আপনার এত ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি। উদার প্রশংসার জন্য ধন্যবাদ, অভ্রনীল হৃদয়।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: ভালো লেগেছে। প্লাস।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, সুমন কর। ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.