নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতার ইতিকথা

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

যেখানে কথা শেষ, কবির কবিতা সেখানে শুরু।
একটি কবিতার জন্ম হয় তার মাথার ভিতর,
গর্ভজাত শিশুর ন্যায় কখনো ঘুমিয়ে থাকে,
কখনো উসখুস করে, কখনো ঘুরপাক খায়,
উথাল পাতাল করে বেরিয়ে আসতে চায়।
অবশেষে কলমের নিব দিয়ে সরাসরি, অথবা
ল্যাপটপের কীবোর্ড দিয়ে নিঃশব্দে প্রসবিত হয়।

যেখানে কথা শেষ, কবির কবিতা সেখানে শুরু।
বড় কোলাহল কোন ছোট কবির পছন্দ নয়,
যদিওবা সে মেতে ওঠে কোন জম্পেশ আড্ডায়,
ছোট পরিসরে কোন আলাপচারিতায়, প্রাণ খুলে
কথা কয়, খ্যাতির আলোয় যেন ম্লান হয়ে যায়।
সতীর্থ-সুহৃদের আনন্দ-সুখগুলো ভাগ করে নেয়,
নিজের ভাবনাগুলো কবি গোপনেই রেখে দেয়।

যেখানে কথা শেষ, কবির কবিতা সেখানে শুরু।
শুধু কথার মালা গেঁথে কবিতা লেখা যায়না।
ভাবনার গ্রন্থিগুলো হৃদয়ের খুঁটিতে বাঁধা থাকে।
কখনো মাঝ রাতে কবি সেগুলো নাড়াচাড়া করে,
কখনো বা সাথে নিয়ে স্বপ্নের দেশে হারিয়ে যায়।
একান্তে নিভৃতে ওগুলো পাখা মেলে। কখনো ছন্দে,
আবার কখনো নিছক গদ্য হয়েও কবিতা হয়ে যায়।

ঢাকা
০৭ অক্টোবর ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।

(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩২

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

বিজয়ের শুভেচ্ছা।

ভাল থাকুন। সবসময়।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও একদম আসল ব্যাপারটা তুলে ধরেছেন। এটা কবির একটা পরিপূর্ণ অবস্থার কথা। দারুণ আসলেই দারুণ। মুগ্ধ না হয়ে পারা গেল না।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এই মুগ্ধতা আমায় ভীষণ অনুপ্রাণিত করে গেলো, মাহবুবুল আজাদ। কবিতাটি 'লাইক' করায় অসংখ্য ধন্যবাদ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৮

অভ্রনীল হৃদয় বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। মন ছুয়ে গেলো!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অভ্রনীল হৃদয়। মন্তব্যে প্রীত হ'লাম।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

জনম দাসী বলেছেন: নিজের ভাবনা গুলো কবি গোপনেই রেখে দেয়। অতীব সত্য কথা। ভাল থাকুন সব সময়।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও উদ্ধৃতির জন্য ধন্যবাদ, জনম দাসী। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: যেখানে কথা শেষ, কবির কবিতা সেখানে শুরু।
শুধু কথার মালা গেঁথে কবিতা লেখা যায়না।
ভাবনার গ্রন্থিগুলো হৃদয়ের খুঁটিতে বাঁধা থাকে।
কখনো মাঝ রাতে কবি সেগুলো নাড়াচাড়া করে,
কখনো বা সাথে নিয়ে স্বপ্নের দেশে হারিয়ে যায়।


সুন্দর কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি আর মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রামানিক। মন্তব্যে প্রীত হ'লাম।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল কবিতা । ভাল থাকুন ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। 'লাইক' করায় প্রেরণা পেলাম।
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.