নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কবির অরক্ষিত মনে,
শব্দরা দাঁঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রহরীর মত।
মনের আনাচে কানাচে কিছু কিছু শব্দ থাকে
ইতস্ততঃ ছড়িয়ে ছিটিয়ে, আর কিছু ডুবে থাকে
মনের অতল গভীরে। ডাক দিলে নিমেষেই চলে আসে।
কবির পাশে যখন কেউ থাকেনা, তারাই কবিকে ঘিরে রাখে।
কবি কখনো আহত হলে,
সেইসব শব্দরা চলে আসে বিশ্বস্ত দেহরক্ষীর মত।
নীরবে পাশে দাঁড়িয়ে শোনায় যত সান্ত্বনার বাণী।
কেউ মারা গেলে যেমন পাড়া পড়শীরা দ্রুত চলে আসে,
কেউ আত্মার টানে আসে, কেউ আসে হুটহাট রবাহুত হয়ে,
তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটে শোনায় সান্ত্বনার বাণী,
কবির মনে থাকা শব্দরাও তেমনি কবিকে সাহস দিয়ে যায়।
চরম দুর্দিনেও কবি তাই আশাহত হয় না, কবি এগিয়ে যায়।
ঢাকা
০৩ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতিটুকুর সাথে সহমত পোষণের জন্য অনেক ধন্যবাদ, মাহবুবুল আজাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৩
ধমনী বলেছেন: কবিতা/ সাহিত্যকর্ম আপন সন্তানের মতই প্রিয় হয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: যথার্থই বলেছেন, ধমনী। নিজের প্রতিটি কবিতা/ সাহিত্যকর্মের সাথে অনেক মায়া জড়িয়ে থাকে। মন বলে কথা, ওদের জন্ম তো মনের গহীনেই।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: Liked it. +
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
খায়রুল আহসান বলেছেন: Like করার জন্য অনেক ধন্যবাদ, শতদ্রু একটি নদী...। অনুপ্রাণিত হ'লাম।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭
প্রামানিক বলেছেন: কবি কখনো আহত হলে,
সেইসব শব্দরা চলে আসে বিশ্বস্ত দেহরক্ষীর মত।
নীরবে পাশে দাঁড়িয়ে শোনায় যত সান্ত্বনার বাণী।
চমৎকার কথামালা। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, প্রামানিক। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা দারুণ ভালো লেগেছে কবি
++++++
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ, রুদ্র জাহেদ। কবিতার প্রশংসা প্রেরণা যুগিয়ে গেলো! 'লাইক' এও অনুপ্রাণিত হ'লাম।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
আরজু পনি বলেছেন:
শুভ সকাল ।
কবি, সাহিত্যিকরা কখনো একা হয় না ।
লেখাই তাদের সঙ্গি ।
ভালো লাগা রইলো ।
------
নেটের ধরি গতির কারণে অন্যের পোস্টে মনোযোগ দিতে পারছি না ।
আপনি আমার একটা পোস্টে মন্তব্য করেছিলেন সেটারও জবাব দিতে পারছিনা ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: শুভ সকাল! বেশ একটু বিরতির পর আপনাকে আমার কবিতায় পেয়ে প্রীত হ'লাম, আরজুপনি। মন্তব্য আমার বক্তব্যটাকে সমর্থন করলো, তাই অনুপ্রাণিত হ'লাম।
ঠিক আছে, নেটের অবস্থার উন্নতি হলেই না হয় জবাব দিবেন, অপেক্ষায় থাকবো।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮
মানবী বলেছেন: "কবি কখনো আহত হলে,
সেইসব শব্দরা চলে আসে বিশ্বস্ত দেহরক্ষীর মত।
নীরবে পাশে দাঁড়িয়ে শোনায় যত সান্ত্বনার বাণী।
কেউ মারা গেলে যেমন পাড়া পড়শীরা দ্রুত চলে আসে,
কেউ আত্মার টানে আসে, কেউ আসে হুটহাট রবাহুত হয়ে,
তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটে শোনায় সান্ত্বনার বাণী,
কবির মনে থাকা শব্দরাও তেমনি কবিকে সাহস দিয়ে যায়।
চরম দুর্দিনেও কবি তাই আশাহত হয় না, কবি এগিয়ে যায়।"
- তাহলেতো কবিরা খুব ভাগ্যবান! তাঁরা কখনও মন খারাপ করে একাকীত্ব ভুগেননা কারন তাঁদের সঙ্গ দিতে চলে আসে শব্দরাশি :-)
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ খায়রুল আহসান।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: ভাগ্যবান তো বটেই। পোয়েটস আর গড গিফটেড। তবে একাকীত্বে না ভুগলেও, মন খারাপ হয় তাদের যখন তখন। শব্দরাশি ছাড়া আর কে তাদের এমন বিশ্বস্ত সাহচর্য দিয়ে যাবে?
কবিতা পড়েছেন, প্রশংসা করেছেন। প্রীত হ'লাম, অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ, মানবী।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫
তিমিরবিলাসী বলেছেন: কবির কাছে তার শব্দেরাই বন্ধু ।
ভাল লাগলো।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। কবিতা পড়ার জন্য ধন্যবাদ, তিমিরবিলাসী।
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
ইকবালবিডি০৯ বলেছেন: কেউ মারা গেলে যেমন পাড়া পড়শীরা দ্রুত চলে আসে,
কেউ আত্মার টানে আসে, কেউ আসে হুটহাট রবাহুত হয়ে,
তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটে শোনায় সান্ত্বনার বাণী,
চমৎকার অনুভূতি
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃৃতির জন্য ধন্যবাদ, ইকবালবিডি০৯। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
সুমন কর বলেছেন: সুন্দর এবং ভালো লাগা।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং 'লাইক' এর জন্য অনেক ধন্যবাদ, সুমন কর।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০
নেক্সাস বলেছেন: চমৎকার করে লিখলেন কবি ও শব্দের মাঝের রসায়ন।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও খুব চমৎকার হয়েছে, নেক্সাস।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
কাবিল বলেছেন: চমৎকার,
অনেক ভাল লাগলো।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম, কাবিল। কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগা । শুভ রাত্রি ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
কিরমানী লিটন বলেছেন: কবি কখনো আহত হলে,
সেইসব শব্দরা চলে আসে বিশ্বস্ত দেহরক্ষীর মত।
নীরবে পাশে দাঁড়িয়ে শোনায় যত সান্ত্বনার বাণী।
চমৎকার মুগ্ধতার কাব্য, বিজয়ের শুভেচ্ছা প্রিয় কবিকে...
১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৪
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, কিরমানী লিটন। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা .......
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
কবিকে এগিয়ে যেতেই হয় মার্চ করে করে । এ্যাবাউট টার্ণ করা যায় না কিছুতেই । কবির পাশে যখন কেউ থাকেনা, তখন থাকে শুধু কলমের মতো একটি হাতিয়ার ।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি একদম ঠিক কথা বলেছেন, আহমেদ জী এস। আমিও এ কথাই বলতে চেয়েছি কবিতায়।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: কবির পাশে যখন কেউ থাকেনা, তারাই কবিকে ঘিরে রাখে। - সহমত