নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

আজকের কিষাণ

১৬ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৯

লাঙ্গল, জোয়াল, মই-নেই কিছু আজ,
"মাহেন্দ্র" পাওয়ার টিলার করে সব কাজ।
বলদের কাজও খুব সামান্যই আছে,
কিষাণ-কিষাণী আর কলুদের কাছে।

ঘন সবুজ ক্ষেতে দেখি টমেটো ও আলু,
তামাকের ক্ষেতে শুধু বালু আর বালু।
নেই সেথা আজ কোন মাটির কুয়া,
আলু ক্ষেতে নেই কোন নাড়ার ধোঁয়া।

কিষাণের সাথে নেই পান্তার থালা,
যদি উদ্রেক হয় তার ক্ষুধার জ্বালা,
'মাহেন্দ্র' চড়ে সে বাড়ী ফিরে আসে,
খেতে বসে একসাথে কিষাণীর পাশে।

কন্ঠে আজ নেই তার ভাটিয়ালী সুর,
হিন্দীই তার কাছে শ্রেষ্ঠ, মধুর।
গুনগুন গান গায়, আর খায় পান,
হুঁকো ছেড়ে সিগ্রেটে মারে সুখটান।

পকেটেতে সেলফোন, ব্রিস্টল প্যাক,
মাথালের জায়গায় ক্রিকেটের ক্যাপ।
ক্ষণে ক্ষণে কাজ ফেলে সারা দিনমনে,
ছবি দেখে কিষাণীর, 'মিস কল' গোণে।


পাদটীকাঃ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে লালমনিরহাট জেলার গ্রাম-গঞ্জে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থেকে এ কবিতাটি লেখা। ছোটবেলায় দেখা আমার গ্রাম আর এখনকার গ্রামের ছবির তারতম্য কবিতায় তুলে ধরার প্রয়াস পেয়েছি।


লালমনিরহাট
২১ জানুয়ারী ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।

(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

কলাবাগান১ বলেছেন: আজ বিজয় দিবস

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: বিজয়ের স্বাদ ফিরিয়ে দিতে, বিজয় দিবস নিজেই এসেছে আজ।
শীতের কনকনে হাওয়ার সাথে- স্বাগত জানাই বিজয় তোমাকে।
যুদ্ধের অভিশাপ ছিন্ন করে এসেছে শান্তি এই দিনটিতে।
লাখো শহীদের রক্তের বিনিময়ে, এই বিজয় 'আজো' আমাদের হাতে।
বাংলার প্রতীক হাতে হাতে নিয়ে- উল্লাসে মেতেছে বাঙ্গালী আজকে-
শান্তির শ্লোগান মুখে নিয়ে চল বরণ করি দেশটাকে।
রাখালের হৃদয়ে বিজয়ের সুরে ফসলের নৃত্য দেখবে না ঘুরে?
এদিকে ওদিকে কে আছো কোথায়? চলো আজ সবাই এক হয়ে যাই।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। বিজয় দিবসের শুভেচ্ছা।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

জনম দাসী বলেছেন: কৃষাণের সাথে নেই পান্তার থালা
যদি উদ্রেক হয় তার ক্ষুধার জালা;;;;;;;;;;;;;;;;;

বিনম্র শ্রদ্ধা লেখক যোদ্ধা...

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অভিভূত হ'লাম, জনম দাসী। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.