নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

মাঝে মাঝে কেন এমন হয়,
অকারণে মনটা ভারী হয়ে যায়,
কবিতা পড়তে ইচ্ছে করে, লিখতে নয়।

মাঝে মাঝে কেন এমন হয়,
কোলাহল ছেড়ে মনটা যেতে চায়
কোন নিভৃত কোণায়, যেখানে তপস্যা করা যায়।

মাঝে মাঝে কেন এমন হয়,
অতীতের স্মৃতি এসে মনে ভীড় জমায়,
জীবনের হালখাতার হিসেবগুলো মুছে দিতে ইচ্ছে হয়।

মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়,
শেষ কথাটা কী বলে যাবো, কাকে বলে যাবো?
শেষ গোসলটা কে করাবে? তাকে কি কখনো দেখবো?

ঢাকা
১৮ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

মিজভী বাপ্পা বলেছেন: অসাধারণ লিখেছেন :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মিজভী বাপ্পা। মাত্র দু'টি শব্দে অনেক অনুপ্রাণিত করে গেলেন!

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৮

জনম দাসী বলেছেন: শেষ গোসল টা কে করাবে তাকে কি কখনো দেখবো;

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ, জনম দাসী। শুভেচ্ছা জানবেন।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

সুমন কর বলেছেন: মন উদাস হবার মতো কবিতা !!

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, সুমন কর । মন্তব্যে প্রীত হ'লাম।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

রাতুল_শাহ বলেছেন: সুর দিলে সুন্দর একটা গান হয়ে যাবে।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: একজন ভালো সুরকারের নজরে পড়ুক, তাহলে হয়তো হবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, রাতুল_শাহ।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

ডার্ক ম্যান বলেছেন: মাঝে মাঝে আপনার সাথে দেখা করার ইচ্ছে জাগে :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২

খায়রুল আহসান বলেছেন: তাই নাকি? জেনে প্রীত হ'লাম, ডার্ক ম্যান। একটা পুনর্মিলনীর আয়োজন করা যেতে পারে, সবাই সবার সাথে পরিচিত হতে পারবে।
মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: খুব একটা ভাল লাগেনি কবিতাটা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: তা না লাগতেই পারে। তবুও, মন্তব্যের জন্য ধন্যবাদ গ্রহণ করুন, আরণ্যক রাখাল।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

মায়াবী রূপকথা বলেছেন: Very nice vaiya

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: অনেক খুশী হ'লাম, মায়াবী রূপকথা। কবিতাটা 'লাইক' করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

দৃষ্টিসীমানা বলেছেন: কি হল ভাইয়া ? মন খারাপ কোন কারনে? এমনটি মনে হয় মাঝে মাঝে সবারই হয় তারপর আবার মন ভাল হয়ে যায় তখন
আর মনে করতেই পারিনা কেন তখন মন খারাপ হয়েছিল ,এ নাট্যশালা কি বিচিত্র তাই না ? প্লিজ মন ভাল করে আবার জীবন
কাহিনী লিখুন যা থেকে আমরা অনেক কিছু জানতে পারছি । ভাল থাকুন সারা বেলা সারা খন ।শুভ রাত্রি ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনার কথাগুলো স্পর্শ করে গেল, দৃষ্টিসীমানা। কবিতায়ই বলেছি, মাঝে মাঝে মন খারাপ হয়। তবে মন ভালো করার মতও যথেষ্ট উপকরণ ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে। মন খারাপ হলে ওগুলোর দিকে তাকাই। মন খারাপের সময়েই ভালো ভালো কবিতা বের হয়। তাই মন খারাপ হওয়াটা খারাপ নয়।
'আমার কথা' বলা বন্ধ রেখেছি কিছুদিন ধরে, কেননা আমার মনে হয়েছিলো লেখাগুলো বোরিং হয়ে এসেছে। এখন যেসব পর্ব আসবে, সেখানে আমার কয়েকজন শ্রদ্ধেয় শিক্ষকদের কথা বলেছি। আমার শিক্ষকদের কথা কার এত ভালো লাগবে শুনতে? যাহোক, আপনি বললেন, তাই আবার শুরু করতে হবে। হয়তো এটুকুরই জন্য অপেক্ষা করছিলাম, কেউ একজন বলুক 'আমার কথা' আবার শুরু করতে। আর কিছুক্ষণ পরে একটা নতুন কবিতা পোস্ট করবো যেটা মাত্র গতকালই লিখেছি। আশাকরি "সমব্যথী" নামের এ কবিতাটা পড়ে দেখবেন। পরেরদিন 'আমার কথা' পোস্ট করবো।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪

সুলতানা রহমান বলেছেন: শেষ গোসল?
মাঝে মাঝে সবারই অদ্ভুত চিন্তা আসে।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: 'শেষ গোসল' কথাটাকে অদ্ভূত মনে হলো আপনার?
আমি প্রায়ই ভাবি, কার হাতে হবে আমার শেষ গোসল? এটাতো সাধারণতঃ পরিবারের লোকজন করায় না। ভাড়া করা লোক কিংবা স্বেচ্ছাসেবীরা সাধারণতঃ করিয়ে থাকে। যিনি আমার এ শেষ উপকারটুকু করবেন, তাকে তো আমি ধন্যবাদ দিয়ে যেতে পারবোনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.