নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

শুন্য

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

একের সাথে এক যোগ হয়ে,
ফল হয়ে যায় দুই।
দুই এর পরে ধাপে ধাপে,
যোগ হয় আরো অনেক কিছুই।

দুই থেকে যদি এক চলে যায়,
ফল হয়ে যায় শুন্য।
একের পাশে ঘুরে ফিরে, বৃত্তাকারে,
থাকে শুধু সব হারানোর দৈন্য।

পাদটীকাঃ প্রকৃতি প্রাকৃ্তিক নিয়মেই জোড়া সর্বস্ব। এক খুঁজে বেড়ায় দুইকে, এক আর দুই মিলে হয় তিন, চার, পাঁচ ইত্যাদি। কিন্তু এক আর এক দুই, এই দুই থেকে যেকোন একটি চলে গেলে ফলাফল হয়ে যায় শুন্য। পাটিগণিতের হিসেবে এটা বিভ্রান্তিকর, কিন্তু জীবনের একটি আলাদা হিসেব রয়েছে।

ঢাকা
২১ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব সুন্দর,শুভেচ্ছা জানবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম, ফয়েজ উল্লাহ রবি। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

কাবিল বলেছেন: পাটিগণিতের হিসেবে এটা বিভ্রান্তিকর, কিন্তু জীবনের একটি আলাদা হিসেব রয়েছে।
দারুন বলেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কাবিল, কবিতার পাদটীকা থেকে এ উদ্ধৃতিটুকুর জন্য। মনযোগী পাঠে মুগ্ধ হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.