নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমাদের বাচ্চারা ছোটকালে থাকাতে,
ঘড়ি ধরে বসে তুমি তাদেরকে পড়াতে।
কচি দুটো আংগুলে পেন্সিলটা ধরাতে,
একটুও দিতেনা, সময় মিছে গড়াতে।
সেসময় তারা ছিল আনকোরা ছাত্র,
শিখে নিত ছড়াগুলো মুখে বলা মাত্র।
মাঝে সাঝে হাঁসফাঁস করতো তো বৈকি!
ভাবতাম, বাবুদের কোন নিস্তার নেই কি?
মাঝে মাঝে আমাকেও জ্ঞানদান করতে।
কোথায় কি বলবো তা নিজ মুখে বলতে।
প্রথমে অনীহা হলেও পরে ভেবে দেখেছি,
শেখানো বুলিটা দিয়েই মাত হতো কিস্তি।
জীবনের বহু ঘাটে বহু বার থেমেছি,
জ্ঞানটুকু নিয়েছি, যেখানে যা পেয়েছি।
ঝুলি ভরা সঞ্চয়, তারপরও এখনও,
তাকাই তোমার দিকে যদি ভ্রমি কখনও।
জীবনের পাঠশালায় শিক্ষার শেষ নেই,
যত ভাবি শেষ হলো, হয়না শেষ কিছুতেই।
দিনে দিনে কত কিছু অজানাই রয়ে যায়,
কিছু বুঝি সহজেই, কিছু বোঝা বেশ দায়।
বোঝার কমতি হলেও চিন্তার কিছু নেই।
ঘরের যে মাষ্টার, সে জ্ঞানদান করবেই।
সমস্যা বুঝে নিবে, শুধু মুখ খোলা মাত্র,
হাঁফ ছেড়ে বাঁচবে, তার এই বুড়ো ছাত্র।
বোধোদয়ঃ মহিয়সী মা আর প্রেয়সী স্ত্রীই বুঝি জীবনের সবচেয়ে বড় শিক্ষক!
ঢাকা
০৫ আগস্ট ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬
খায়রুল আহসান বলেছেন: সত্যি কথা বলতে, এখন যে আমি মন্তব্য করছি - এইটার শিক্ষাও তো মায়েরই দেওয়া -- আপনি একজন সুশিক্ষিত ব্যক্তি নিঃসন্দেহে। মন্তব্যটা খুব ভালো লাগলো।
++++ অনুপ্রাণিত করে গেল। অসংখ্য ধন্যবাদ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
অন্ধবিন্দু বলেছেন:
জীবনের পাঠশালায় শিক্ষার শেষ নেই,
যত ভাবি শেষ হলো, হয়না শেষ কিছুতেই।
দিনে দিনে কত কিছু অজানাই রয়ে যায়,
কিছু বুঝি সহজেই, কিছু বোঝা বেশ দায়।
ছড়ার এ অংশটি বেশ ভাল লেগেছে, খায়রুল আহসান। খুবই মূল্যবান বোধোদয়। শিক্ষণীয় বার্তা আছে। সমাজ কাঠামোয় যে পচন ধরেছে। এই বোধোদয়ের অনেক দরকার এখন। সবসময়ই।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতার এমন উচ্চ মূল্যায়নে খুবই অনুপ্রাণিত বোধ করছি, অন্ধবিন্দু। মন্তব্য আর 'লাইক' এর জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা রইলো।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: জীবনের বহু ঘাটে বহু বার থেমেছি,
জ্ঞানটুকু নিয়েছি, যেখানে যা পেয়েছি।
ঝুলি ভরা সঞ্চয়, তারপরও এখনও,
তাকাই তোমার দিকে যদি ভ্রমি কখনও।
কবিতা ভাল লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম, প্রামানিক। ধন্যবাদ ও শুভেচ্ছা।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল,শুভেচ্ছা।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ, ফয়েজ উল্লাহ রবি।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৭
শায়মা বলেছেন: একদম ঠিক ঠিক ভাইয়া!
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: তাই? আমি তো সব সময় ঠিক ঠিক কথা বলারই চেষ্টা করি, শায়মা।
মন্তব্যের জন্য এবং কবিতাটা লাইক করার জন্য অনেক ধন্যবাদ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪
জুন বলেছেন: কবিতায় বাস্তববের ছায়া বেশ গভীরভাবে লক্ষ্যনীয় খায়রুল আহসান। বিশেষ করে লাষ্ট কটি লাইনট তো দারুন লাগলো।
বোঝার কমতি হলেও চিন্তার কিছু নেই।
ঘরের যে মাষ্টার, সে জ্ঞানদান করবেই।
+
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৬
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতিটুকুর জন্য অনেক ধন্যবাদ। কবিতা পড়েছেন বলে খুশী হ'লাম।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮
রাতুল_শাহ বলেছেন: আমার জীবনের বড় শিক্ষক আমার মা আর বড় ভাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা 'লাইক' করার জন্য তোমায় অনেক ধন্যবাদ, রাতুল_শাহ। কবিতা পড়ে নিজের ভাবনাটুকু শেয়ার করেছো দেখে প্রীত হ'লাম। শুভেচ্ছা জেনো।
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা আর মন্তব্যগুলো পড়লাম , আমিও বলছি কবিতা খুব লাগল । ধন্যবাদ ।
২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও খুব ভালো লাগলো, দৃষ্টিসীমানা। 'লাইক' এর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
রক্তিম দিগন্ত বলেছেন:
বোধোদয়ঃ মহিয়সী মা আর প্রেয়সী স্ত্রীই বুঝি জীবনের সবচেয়ে বড় শিক্ষক!
প্রেয়সী স্ত্রীর কথা বলতে পারবো না। অভিজ্ঞতা নাই।
তবে, আমার প্রথম শিক্ষক মা ই। আনডাউটেডলি বেস্ট টিচার অফ মাই লাইফ!!!
সত্যি কথা বলতে, এখন যে আমি মন্তব্য করছি - এইটার শিক্ষাও তো মায়েরই দেওয়া।
কবিতাটা ভাল লাগলো বেশ! ++++