নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অলীক চাওয়া

২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২

জানি অলীক কল্পনা,
তবু একবার তোমারে দেখিবারে চাই,
হাতটা ধরে একবার হেঁটে যেতে চাই,
এখনো ভালবাসো কিনা তা জিজ্ঞাসিতে চাই,
ভালো না বাসিলেও হাসিয়া বিদায় নিতে চাই।
তোমার হৃদয়ে যদি এতটুকু ঠাঁই নাহি পাই,
তবে কোন ক্ষতি নাই, কোন ক্ষতি নাই।
এতটুকু আশা আর এতটুকু ভালোবাসা
তোমার চোখের তারায় ছড়িয়ে দিয়ে আসা,
ব্যস, শুধু এটুকুই চাই। চাপা থাক দিনের শেষে
দেনা পাওনার সকল হিসেব তুমি আমি নির্বিশেষে,
উষ্ণ আলিঙ্গণ, মধুর হাসি আর লুকোনো দীর্ঘশ্বাসে।


ঢাকা
২০ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩১

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, আরণ্যক রাখাল।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২

জনম দাসী বলেছেন: লুকানো দীর্ঘশ্বাসে... এমন করে লেখেন জিবনবাবুর মত বলিতে ইচ্ছে হয়...
কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এই মন্তব্যে প্রেরণা পেলাম। অসম্ভব সুন্দর একটি কবিতার চরণ, কলম থামিয়ে দিয়ে ভাবতে বাধ্য করে।
ধন্যবাদ আর শুভেচ্ছা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: নিজের প্রয়োজনেই কত কিছু চাপা রাখতে হয়।

চাপা থাক দিনের শেষে
দেনা পাওনার সকল হিসেব তুমি আমি নির্বিশেষে,
উষ্ণ আলিঙ্গণ, মধুর হাসি আর লুকোনো দীর্ঘশ্বাসে।


ভাল লেগেছে কবিতার কথাগুলো

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুব খুশী হ'লাম, ফেরদৌসা রুহী। কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

তিমিরবিলাসী বলেছেন: ভাল লেগেছে+

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: এ কবিতার প্রথম 'লাইক' টা আপনার কাছ থেকে এলো, অনেক ধন্যবাদ, তিমিরবিলাসী।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.