নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
তোমার স্ফটিক স্বচ্ছ হৃদয়ের ঝলমলে দ্যুতি
কি করে অস্থি চর্ম ভেদ করে এসে
আমার হৃদয়টাকে চমকে দিয়ে যায়,
হে মোহিনী স্বপনচারিনী, সে এক অজানা বিস্ময়!
তোমার চোখের দুটো তারা অমানিশার মাঝেও
কি করে যোজন যোজন পথ পাড়ি দিয়ে এসে
আমার ঘোলা চোখ দুটোকে আলো দিয়ে যায়,
হে নিভৃত যোগিনী, জানিনা তারে কী ভাবা যায়!
পাখির চঞ্চুসম তোমার নাকের বাঁশীতে আজ
হীরক ফুল গাঁথার আ্রর কোন প্রয়োজন নেই।
নাকের ডগা ফুঁড়ে ওঠা তোমার স্বেদ বিন্দুগুলো,
আজ না হয় করুক আমায় একটু এলোমেলো!
ঢাকা
১০ জুলাই ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, মাহবুবুল আজাদ। কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মন্তব্য ও 'লাইক' এর জন্য কৃতজ্ঞতা।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১
জনম দাসী বলেছেন: সে এক অজানা বিস্ময়, আপনার কবিতাও এক বিস্ময়... ভাল থাকুন ভাই সাহেব।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার পাঠক শুধু কবিরাই হয়,
এমন তো হবার নয়, সব সময়।
তবে কবির প্রেরণা কবিকে সাহস যোগায়,
আরো ভালো কিছু কবিতা লেখায়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যের জন্যেও।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ ও শুভকামনা, দৃষ্টিসীমানা।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
শামছুল ইসলাম বলেছেন: চমৎকার, ভাবনাকে এলোমলো করে দেওয়া কবিতা।
ভাল থাকুন। সবসময়।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: এলোমেলো থাকতেই ভালবাসি। নিয়মের বেড়াজাল আর ভাল লাগেনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই রোমান্টিক হা হা, ভাল লাগল বেশ।