নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

নীরবতা

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

নীরবতাও মাঝে মাঝে বাঙ্ময় হতে পারে,
শাখা প্রশাখা মেলে গল্প বলে যেতে পারে,
কোন গুণমুগ্ধ শ্রোতার কাছে।
যে শ্রোতার কান নেই, সে চোখ দিয়ে শোনে।
যে দর্শকের চোখ নেই, সে কান দিয়ে দেখে।
নীরবতার ভাষাটা হৃদয় বোঝে।

নীরবতা আবার কখনো ভঙ্গুর তৈজসপত্রের ন্যায়
খান খান হয়ে ভেঙ্গে পড়ে। পতিত জলের মত
অশ্রু গড়িয়ে যেতে থাকে সে ভাঙনে।
কখনো সে নেশাগ্রস্ত সহিসের মত বিশ্বস্ত ঘোড়াকে
চাবুকের পর চাবুক মেরে ব্যতিব্যস্ত করে তোলে।
চাবুকের শব্দ শুনে ভয়ার্ত পাখিরা শূন্যে উড়ে যায়।

নীরবতা কখনো হিরণ্ময় প্রকৃতির মত সুন্দর,
আবার কখনো ঘাতকের প্রতিচ্ছবির ন্যায় কদাকার।

ঢাকা
২৭ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগলো ভাই!! ১ম লাইক। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: মাত্র চার মিনিটের মাথায় প্রথম মন্তব্য আর প্রথম লাইকে যারপরনাই প্রীত হ'লাম, গেম চেঞ্জার ভাই। অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

ফেরদৌসা রুহী বলেছেন: মাঝেমাঝে নীরবতা অনেক বড় হাতিয়ার হিসাবে কাজ করে।

আমি কাজে লাগাই কখনো কখনো :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

খায়রুল আহসান বলেছেন: আমি যেটাকে সহিসের চাবুক বলেছি, আপনি বোধহয় সেটাকেই হাতিয়ার বললেন। :)
মন্তব্যের জন্য ধন্যবাদ, ফেরদৌসা রুহী। শুভেচ্ছা জানবেন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৩

রক্তিম দিগন্ত বলেছেন: যে শ্রোতার কান নেই, সে চোখ দিয়ে শোনে।
যে দর্শকের চোখ নেই, সে কান দিয়ে দেখে।


এই লাইন কয়টা মাথার ভিতর সেট হয়ে গেল। বিশ্লেষণ করতে হবে এইটাকে। ভাল লাগলো কবিতাখানি। ২য় প্লাস। + :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও ২য় প্লাস এর জন্য ধন্যবাদ, রক্তিম দিগন্ত। প্রীত হ'লাম।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর, চিন্তাশীল কবিতা।

নীরবতার কত ভিন্ন ভিন্ন রূপ !!!

কবি মনে তা দোলা নয় কখনো সুন্দর রূপে, কখনো কদাকার হয়েঃ

//নীরবতা কখনো হিরণ্ময় প্রকৃতির মত সুন্দর,
আবার কখনো ঘাতকের প্রতিচ্ছবির ন্যায় কদাকার।//


ভাল থাকুন। সবসময়।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, শামছুল ইসলাম।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

জুন বলেছেন: সহজ সরল বোধগম্য কবিতায় অনেক ভালোলাগা খায়রুল আহসান
+

২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

খায়রুল আহসান বলেছেন: আপনিও খুব সহজ ও বোধগম্য ভাষায় কবিতার প্রশংসা করে গেলেন, জুন। এ জন্য জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
'লাইক' এ খুব প্রীত হ'লাম।
অনেকদিন পরে এলেন, ভাবছিলাম, কী হলো? আশাকরি ভালো আছেন।
ভালো থাকুন।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: কলমকে যিনি আয়ত্তে আনতে পারেন তাঁর কাছে সব কিছুই সহজ , কি চমৎকার ভাবে নিরবতাকেও একটা কবিতায় জাগিয়ে
তুললেন । কবিতা খুব ভাল লাগল ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: দৃষ্টিসীমানার দৃষ্টিটা বোধকরি খুব সুন্দর, তাই তিনি এত সহজেই সৌন্দর্য খুঁজে পান।
কবিতা খুব ভাল লাগল -- লাইক দিবেন না? :)

৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১:০১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কি চমৎকার করে ফুটিয়ে তুলেছেন, নীরবতার ভাষা হৃদয় বোঝে, উহু এটা সত্যি নয়।
কবিতায় ভালোলাগা। +++

৩১ শে জুলাই, ২০২০ সকাল ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: নীরবতার ভাষা হৃদয় বোঝে, উহু এটা সত্যি নয় - কেন, বলুন তো? আমি কি তা'হলে ভুল বলে ফেললাম?
যাহোক, পুরনো একটা কবিতা পড়ে মন্তব্য রেখে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
"কবিতায় ভালোলাগা। +++" - অনুপ্রাণিত হ'লাম এই ভাল লাগাটুকুর কথা জানতে পেরে, তবে আপনি বোধহয় ভাললাগার 'আইকন'টি ক্লিক করতে ভুলে গেছেন, তাই 'যাদের এ লেখাটি ভাল লেগেছে', তাদের তালিকায় আপনার নামটি উঠেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.