নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবি ও ভিখিরী

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৬

প্রতিদিনের পথে,
লেভেল ক্রসিং এর প্রতিবন্ধকটা যখন নেমে আসে,
আটকে যায় বহু গাড়ী, দাঁঁড়িয়ে থাকে সারি সারি।
বের হয়ে আসে ওঁৎ পেতে থাকা ভিখিরীরা দলে দলে
জ্বরা ব্যাধি তারা বিপণন করে কত শত কৌশলে।
কেউ স্বর ভেঙ্গে, কেউ হাঁটু ভেঙ্গে পেতে দেয় দু'হাত,
বিরক্ত হয়ে কবি দিয়ে দেন কিছু, এড়াতে উৎপাত।

কবি চিন্তা করেন,
ওদের আর কবির মাঝে আছে এমন কিইবা তফাত,
কবিও ভিখিরী ছিলেন, যখন তখন পাততেন দু'হাত।
একটু প্রেমের আশায় প্রেয়সীর কাছে তিনি কতবার
ধর্ণা দিয়ে উপেক্ষা পেয়েছিলেন, কত শত বেশুমার।
প্রেয়সী যখন জানতে চেয়েছে, ব্যাকুল কতটা তিনি,
শুনিয়েছেন তারে আবৃত্তি করে নিজের কবিতাখানি।

কবির আপ্ত দর্শন,
প্রেমিক আর ভিখিরীর মাঝে কোনই তফাত নেই।
উভয়েই জানে মন পেতে হলে অভিনয়ের জুড়ি নেই।
কেউ বা শুধু ভাতের ভিখিরী, কেউ বা শুধু প্রেমের,
একই কৌশলে ভিখ মাগে তারা, প্রেয়সী ও পথিকের।
উভয়েই হাত পাতে, নত হয়, কত কারণে অকারণে,
উভয়েই ভিখ মেগে চলে, শয়নে, স্বপনে ও জাগরণে।

(স্টাফ রোড লেভেল ক্রসিং এ আটকে থাকা অবস্থায় লেখা কবিতা)

ঢাকা
০২ মার্চ ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪

সুলতানা রহমান বলেছেন: বাহ! উভয়েই ভিখারী …ঠিকই মনে হচ্ছে+

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০০

খায়রুল আহসান বলেছেন: ঠিকই মনে হচ্ছে? -- ঠিকই তো! :)
অনেক ধন্যবাদ আপনাকে, সুলতানা রহমান, আমার আজ সকালের কবিতার (আগের লেখা হলেও, আজ সকালে এখানে পোস্ট করা) প্রথম মন্তব্যকারী পাঠক আপনি, আর অনেকদিন পর আমার কোন কবিতা পড়তে এলেন, সেজন্য।
আচ্ছা, আপনার কবিতগুলো কোথায় হারিয়ে গেলো? এবং কেন?

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, shahadath hossain। প্রীত হ'লাম।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

উভয়েই জানে মন পেতে হলে অভিনয়ের জুড়ি নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ,কবি। প্রশংসা ও প্লাসে প্রীত হ'লাম।
আপনার "নির্গমন" কবিতাটা অসাধারণ হয়েছে। এখনই পড়ে এলাম।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: বাহ, সময়ের সাথে বসে থেকে যুগপোযুগী কবিতা !! দারুণ হয়েছে ।

কবি, প্রেমিক এবং ভিখিরী একেই সুত্রে গাঁথা !

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: খুব খুশী হলাম মন্তব্যে।
কবি, প্রেমিক এবং ভিখিরী একেই সুত্রে গাঁথা ! -- ঠিক বলেছেন।
প্লাসের জন্য ধন্যবাদ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

সুলতানা রহমান বলেছেন: কেউ মনে রাখেনা, কেউ মনে রাখেনি, তাই বলে আমিও ভুলে যাই কি করে ……

ভাল আছেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ভাল আছি। ধন্যবাদ।
এবারের বই মেলায় আমার দুটো বই বের হচ্ছে। আগামী পরশু থেকে পাওয়া যাবে স্টলে।
প্রতিযোগিতায় পুরস্কার পেলেন। ভেবেছিলাম একে একে পড়ে যাব আপনার কবিতাগুলো। এরই মাঝে সব হাওয়া হয়ে গেলো।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা। সহমত কবি, প্রেমিক এবং ভিখিরী একেই সুত্রে গাঁথা ।
শুভ কামনা জানবেন কবি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: প্রেমিক এবং ভিখিরী একেই সুত্রে গাঁথা -- ধন্যবাদ, এই সহমত পোষণের জন্য।
মন্তব্যে প্রীত হয়েছি, শুভেচ্ছা জানবেন, কল্লোল পথিক।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লেগেছে কবিতা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: খুব খুশী হ'লাম তা জেনে, ভ্রমরের ডানা। প্লাসের জন্য ধন্যবাদ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

শামছুল ইসলাম বলেছেন: দর্শনটা খুব ভাল লেগেছেঃ

//কবির আপ্ত দর্শন,
প্রেমিক আর ভিখিরীর মাঝে কোনই তফাত নেই।
উভয়েই জানে মন পেতে হলে অভিনয়ের জুড়ি নেই।
কেউ বা শুধু ভাতের ভিখিরী, কেউ বা শুধু প্রেমের,
একই কৌশলে ভিখ মাগে তারা, প্রেয়সী ও পথিকের।//


ভাল থাকুন। সবসময়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

এম.এ.জি তালুকদার বলেছেন: আপনার এ লেখায় মন্তব্য করার স্পর্ধা আমার নাই।- শুধু বিনীত ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: আপনার বিনয় আর উদারতা, দুটোরই প্রশংসা না করে পারছি না, এম.এ.জি তালুকদার।
হার্দিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.