নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

বাঁশি শুনে আর কাজ নেই......

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০২

নাক ডাকি, সেকি ইচ্ছে করে?
চোখ বুঁজলেই বাঁশি বাজে,
এ আর নতুন কী? আগেও তো
এমনটি প্রতি রাতেই বাজতো।
তখন তুমি দিব্যি ঘুমোতে
পাশে শুয়েই, নাক ডাকার মাঝেই।

বাঁশি বাজা মানেই ঘুমিয়েছি, তা নয়।
বলতে পারো ঘুমের উপক্রমণিকা।
কাল রাতে যেইনা বাঁশি বাজা শুরু হলো,
তুমি পাশ ফিরে শুলে ঠিকই বুঝলাম তা।

আধো ঘুমেই হাতড়ে হাতড়ে তোমার কান
খুঁজে নিয়ে কানের ফুটো চেপে রাখলাম,
বাঁশির আওয়াজ যেন না ঘটায় ঘুমের ব্যাঘাত,
তারপরে ঘুমের ঘোরে আলগা হয়ে গেল হাত।

ঘুমের মাঝেই শয্যাকম্পন অনুভব করলাম।
ভূমিকম্প ভেবে দু'হাতে চোখ কচলালাম।
চোখ খুলে দেখি তুমি হাসছো, থেমে থেমে,
ঘুমও ভাঙলো, বাঁশিও থামলো, সে কাঁপনে!


ঢাকা
০৭ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫

পুলহ বলেছেন: "আধো ঘুমেই হাতড়ে হাতড়ে তোমার কান
খুঁজে নিয়ে কানের ফুটো চেপে রাখলাম,
বাঁশির আওয়াজ যেন না ঘটায় ঘুমের ব্যাঘাত,
তারপরে ঘুমের ঘোরে আলগা হয়ে গেল হাত। " =p~ =p~ =p~

কবিতা ভালো লেগেছে, মনে হোল যেন সুকুমার রায়ের কবিতার কোন আধুনিক ভার্সন পড়লাম!
"জীবনের জার্নাল" কি আপনার লেখা বই?
শুভকামনা রইলো। অনেক ভালো থাকবেন :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি পুলহ, আপনাকে, এ মন্তব্যের জন্য।
জ্বী, ওটা আমারই লেখা। আজই সেটা আলোর মুখ দেখলো, মেলার স্টলে বিকেলে উঠেছে। আগ্রহে প্রীত হ'লাম।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৭

বনমহুয়া বলেছেন: তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী,
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা কৃষ্ণচূড়া ফুল,
বাঁধতেছিলাম আমার উতল চুলে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর। নিজের লেখা?

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

সুমন কর বলেছেন: আহ....প্রেমের কবিতা...

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি, সুমন কর।
ভালো থাকুন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

কল্লোল পথিক বলেছেন: আধো ঘুমেই হাতড়ে হাতড়ে তোমার কান
খুঁজে নিয়ে কানের ফুটো চেপে রাখলাম,
বাঁশির আওয়াজ যেন না ঘটায় ঘুমের ব্যাঘাত,
তারপরে ঘুমের ঘোরে আলগা হয়ে গেল হাত।

বাহ!চমৎকার কবিতা।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন, কল্লোল পথিক।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

আরজু পনি বলেছেন: হাহা
মধুর দাম্পত্য জীবনের টক মিষ্টি সুখ...


.......
অফটপিক : কবিতার বইটা আপডেট করেছি...একটু দেখে বাকী তথ্যগুলো দিলে ভালো হতো ।
ভালো থাকবেন ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

খায়রুল আহসান বলেছেন: Just saying 'thank you' won't be enough. ভাবছি, আর কীই বা বলতে পারি এই সহৃদয়তার জন্য!
বাকী তথ্যগুলোঃ প্রচ্ছদ-- আহমেদ ফারুক। মূল্যঃ ১৭০.০০ টাকা।

অন টপিকঃ মিষ্টি কথার জন্য ধন্যবাদ।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬

শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লেগেছে্ ।

আপনার দু'টো বইয়ের নাম দেখলাম : জীবনের জার্নাল ও গোধূলির স্বপ্নছায়া ।

অভিনন্দন এবং সাফল্য কামনা করছি।

ভাল থাকুন। সবসময়।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ভাই শামছুল ইসলাম। কবিতাটা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
আমার সদ্য প্রকাশিত বইদুটোর জন্য আপনার শুভকামনা পেয়ে আপ্লুত হ'লাম। দোয়া করবেন।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

এম.এ.জি তালুকদার বলেছেন: কি বলে আপনাকে সস্বোনধন করবো ভেবে পাইনা! ইচ্ছে করে বড় ভাই-------। কিন্ত সাহস হয়না,নিজের মনের ভীরুতার কারণে। ব্লগে আপনার প্রকাশিত বইয়ের ছবি দেখে প্রীত হলাম।- দেশের প্রত্যন্ত অঞ্চলে পরে থাকার কারণে বই মেলা হতে হয়তো বইটি সংগ্রহ করা সম্ভব হবে না। তাই জীবনের জার্নাল বইয়ের কিছু লেখা পোস্ট করার জন্য অনুরোধ রইলো। পরিশেষে আপনার পোস্টের এই কবিতা পড়ে যতো ভালোলাগলো, তার চেয়ে বেশী খুশি হলাম এখানে আপনার পারিবারিক ব্যক্তিত্বের সুন্দর বহি:প্রকাশ ঘটায়।
যিদি ব্লগে থাকেন- এই মাত্র পোস্টেট আমার একটি নগন্য লেখা নিবেদন আপনার চরণে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: তাই জীবনের জার্নাল বইয়ের কিছু লেখা পোস্ট করার জন্য অনুরোধ রইলো -- আমার ব্লগে "আমার কথা" সিরিজটা পড়লেই তা পেয়ে যাবেন।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.