নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকা মন্দ থাকা

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪

যখন তুমি চাঁদ হয়ে হাসতে
আকাশের বুকে,
সরু এক ফালি বাঁকা চাঁদ
অথবা হিরন্ময় কৌমুদী হয়ে,
আমি তখন প্রতিদিন রুটিন করে
কাটাতাম কিছুটা সময়
অপলক তাকিয়ে তোমার পানে,
আর গায়ে মুখে মাখিয়ে নিতাম
তোমার স্নিগ্ধ হাসি আর আলো।

যখন তুমি একটা প্রদীপ হয়ে
থিতু হলে কোন এক গৃহকোণে,
তোমার আলো ছড়িয়ে দিলে
শুধুমাত্র একটি বেষ্টনীর ভেতর,
তখন আমি মুখ ফিরিয়ে নিলাম।
তুমি হয়ে গেলে শুধু
এক অচেনা গৃহের আলোকবর্তিকা।
একদিন অবাক হই তোমার মৃদু প্রশ্নে,
‘কেমন আছো, কবি’?

তোমার জিজ্ঞাসার উত্তরে বলি,
তুমি যখন উপলক্ষ, তখন--
আমি ভালো থাকলেও ভালো,
মন্দ থাকলেও ভালো থাকি।
তোমার কল্পিত সান্নিধ্যে ভাল থাকি।
আর যদি কখনো বিরহ বেদনা
এ বিরাণ বুকে বাসা বাঁধতে চায়,
আমি তক্ষুনি আমার বহু ব্যবহৃত
কবিতার খাতাটা হাতে নিয়ে বসি।

ঢাকা
২৭ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:০২

আরণ্যক রাখাল বলেছেন: বাজে লেগেছে

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: তথাস্তু! তাতো লাগতেই পারে। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন: বাস্তবধর্মী কবিতার আকুতি মন ছুঁয়ে গেছে!

অনেক অনেক ভাল থাকবেন সুপ্রিয় লেখক!

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এ মন ছোঁয়া মন্তব্যের জন্য। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন, ভ্রমরের ডানা।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:০৩

সুজন চন্দ্র পাল বলেছেন: অনেক ভাল লাগল । কবিতাটি সময়ের কথা জানান দিল ।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন, সুজন চন্দ্র পাল!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: আপনার ডায়েরীর পাতা' কবিতাটি পড়ে এলাম। ভালো লেগেছে।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সহজ ভাষায় লেখাটিকে বেশ প্রাণবন্ত করে তুলেছে। যদি কিছু মনে না করেন, আমিও আপনার কাছে থেকে শিখছি। তাই জানতে চাচ্ছি যে,আমি যতদূর জানি আধূনিক কবিতায় হেরি, মম, পানে এই শব্দ গুলো এখন আর ব্যবহার করা হয়না। কিন্তু আপনার এই কবিতায় পানে শব্দটি দেখা গেছে।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, মোঃ সাইফুল্লাহ শামীম। আমি হয়তো যথেষ্ট আধুনিক নই, তাই এমনটা হয়েছে... :)
আসলে, আমার কানে যতক্ষণ কোন শব্দকে কবিতার সাথে শ্রুতিকটু মনে না হয়, ততক্ষণ সেটাকে কবিতায় লিখতে আমি অস্বস্তি বোধ করিনা। আর আমি তো কোন পাঠ্যপুস্তকে পড়ানো হবে, এই আশায় কবিতা লিখছি না, তাই একটু আধটু সেকেলে নাহয় হলোই।
'তোমার পানে' কে হয়তো 'তোমার দিকে' করা যেতো, তবে দুটোর তুলনায় আমার কাছে প্রথমটাকেই বেশী গ্রহণযোগ্য মনে হয়েছে।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৪

রায়হানুল এফ রাজ বলেছেন: রহস্য মনে হচ্ছে। জীবন থেকে নিয়েছেন নাকি?

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: রহস্যের কিছু নেই, রায়হানুল এফ রাজ। কবিতা তো জীবনেরই কথা বলে, তাই এটাও কারো না কারো জীবন থেকেই নেয়া। তবে সমস্যা হচ্ছে যে উত্তম পুরুষে লেখা কোন কবিতা, গল্প, ইত্যাদিকে পাঠকেরা প্রায়শঃই সেটাকে কবি-লেখকের নিজস্ব জীবন কথা ভেবে ভ্রম করে বসেন।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২০

বিজন রয় বলেছেন: আমি তক্ষুনি আমার বহু ব্যবহৃত
কবিতার খাতাটা হাতে নিয়ে বসি।

এটাই আসল কাজ।

অনেক ভাল লাগল, যা সবসময় লেগে থাকে।
শুভকামনা।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য সবসময় উৎসাহ উদ্দীপনা যুগিয়ে যায়, এটাও তার কোন ব্যতিক্রম নয়। বরাবরের মত ভীষণ অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, বিজন রয়।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: কল্পনা ছাড়া কবিতা হয়না। নগ্ন সত্য আর কঠোর বাস্তবতা নিয়ে সবকিছু লিখলে সেটা হয়ে যাবে প্রবন্ধ বা ইতিহাস।

৮| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

মায়াবী রূপকথা বলেছেন: খুব নরম কবিতা ভাইয়া। ভাল লেগেছে :)

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

খায়রুল আহসান বলেছেন: খুব নরম কবিতা ? - বেশ মজার কথা। :)
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ, মায়াবী রূপকথা।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। অনেক ভাল লাগল। ধন্যবাদ খায়রুল ভাই।

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ, প্রামানিক। মন্তব্যে প্রীত হ'লাম।

১০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, এতেই প্রীত হ'লাম।

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

শামছুল ইসলাম বলেছেন: সবার সব লেখা সবসময় ভাল হয়না।
অনেক বিখ্যাত কবিরও কিন্তু অনেক অখ্যাত লেখা আছে।
সুতরাং খুব ভাল, ভাল, মোটামুটি, বাজে - যেই শ্রেণীতেই কবিতা/গল্পটা পড়ুক না কেন, লেখককে লেখা চালিয়ে যেতেই হবে।

সবদিন তো আর ব্যাটে-বলে হয় না।

তবে সবদিনই আমি আপনার পাশে আছি।

ভাল থাকুন। সবসময়।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার এই সহমর্মিতার জন্য, শামছুল ইসলাম। যেকোন শ্রেণীতেই পড়ুক না কেন, একজন লেখকের কাছে তার সব লেখাই খুব প্রিয় হয়ে থাকে। সেটা পাঠকপ্রিয়তা পাক, আর নাই পাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.