নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অচেনা মানবী

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

আমার ভাবনায়-
মাঝে মাঝে এক অচেনা মানবী আসে যায়-
যার কোন নির্দ্দিষ্ট অবয়ব নেই, বয়স নেই।
তাকে নিয়ে আমার কিছু প্রিয় ভাবনা আছে,
যেমন কোন স্বর্গীয় উদ্যানে ঘুরে বেড়াবো-
আদম আর বিবি হাওয়ার মত একান্তে, তবে
শত প্রলোভনেও আমরা কোন ফল খাব না।

প্রযুক্তিহীন কোন এক দূরদেশে বসতি গড়বো
প্রকৃতিবাদী আমিশদের মত, শুধু ওয়াই ফাই
আর আইফোন ছাড়া। কোন সাগরতীর দিয়ে
হাঁটতে হাঁটতে তার পরিচয়টুকু জেনে নিবো।
খোলা মাঠে বসে নিঃশব্দ কুয়াশায় সিক্ত হবো
কখনো জ্যোৎস্নায়, কখনো জোনাকির আলোয়।

আবার কখনো লোকালয়ে এসে ঘুরে বেড়াবো,
দূর পাল্লার বাস ধরে নিরুদ্দেশে যাত্রা করবো।
একই জানালা দিয়ে একই চাঁদ দেখবো, আর
একই ইয়ারপ্লাগের দুই প্রান্ত দুজনার কানে দিয়ে
একই গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। ঘুম
ভাঙলে পুষ্পকোরকের মত আঁখি মেলে ভাববো,
এ কোথায় এলাম?

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!

রুপকথা টাইপ কবিতা!:)

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: জীবনের কখনো না কখনো সবাই মনে হয় রূপকথা নিয়ে ভাবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, শায়মা। প্রীত হ'লাম।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


"শত প্রলোভনেও আমরা কোন ফল খাব না। "

-আদম হাওয়ার গল্প যিনি লিখেছিলেন, তিনি যুবক ছিলেন; আপনি যখন লিখছেন, তখন দেরী হয়ে গেছে!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
কবিতা লেখা বা ভাবনা প্রকাশ করার জন্য কবির বয়স কোন প্রতিবন্ধক নয়। পাঠক আপন বিবেচনায় সবকিছু বুঝে নেয়।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, প্রামানিক, কবিতা পড়ার জন্য এবং ভালো লাগার কথাটুকু জানাবার জন্য।

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬

মায়াবী রূপকথা বলেছেন: প্রথম অঙ্গাহটুকু খুব সুন্দর ভাইয়া। শুভেচ্ছা রইল :)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

খায়রুল আহসান বলেছেন: শুধু প্রথম অংশটুকু? আচ্ছা, তাতেই প্রীত হ'লাম।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

মায়াবী রূপকথা বলেছেন: অংশটুকু *

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, ওটা অতি সহজেই বোঝা গেছে। ধন্যবাদ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালোই লাগল।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৮

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম, রাজপুত্র। শুভেচ্ছা জানবেন।

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো লিখেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, রায়হানুল এফ রাজ। কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।

৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর প্রাকৃতিক ভাবনা । ভাল লেগেছে ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর প্রাকৃতিক ভাবনা -- মাত্র তিনটে শব্দে এই মন্তব্যটাও খুব ভালো হয়েছে।
ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন, কথাকথিকেথিকথন

৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

নির্মাণ শ্রমিক বলেছেন: অনেক ভালোই লিখেন খায়রুল আহসান ভাই। :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, নির্মাণ শ্রমিক। মন্তব্যে উৎসাহিত ও অনুপ্রাণিত বোধ করছি। শুভেচ্ছা জানবেন।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৮

ফারিহা নোভা বলেছেন: বাহ খুব সুন্দর :)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্কস, ফারিহা নোভা। মন্তব্যে প্রীত হ'লাম। :)

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯

মানবী বলেছেন: সুন্দর কবিতা, ভালো লেগেছে পড়ে।

ধন্যবাদ খায়রুল আহসান।

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: চেনা মানবীর পদার্পণে আমার "অচেনা মানবী" ধন্য হলো। আর কবিতা ভালো লেগেছে জেনে কবি হলেন ধন্য।
অশেষ ধন্যবাদ মানবী, অনেক দিন পরে আমার ব্লগে সময় করে আসার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.