নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমি স্রষ্টার প্রতি অপরিসীম কৃতজ্ঞ।
অবচেতনেও কখনো অভিযোগ করিনি,
সজ্ঞানে তো নয়ই। বিফলতায় কিংবা
বিপদে অনেকে হা হুতাশ করে থাকেন।
আমার সে সুযোগ নেই, কারণ আমার
পাওনার চেয়ে প্রাপ্তিযোগ অনেক বেশী।
আমি খেয়ালি তটিনীর মত মৃদু ছন্দে
বয়ে যেতে চাই। যদি বাঁধ দিতে চাও,
অভিযোগ নেই। আমি বাঁক নিতে জানি।
নতুন একটি পথ বের করে নেব, আর
বুকে বয়ে নিয়ে যাব খড়কুটো, ভাসমান
কচুরিপানায় লুকোনো ডাহুকের সংসার।
কোন বন্ধু, সতীর্থ, শিক্ষাগুরু, প্রতিযোগী
কিংবা গোপন ঈর্ষাকামী, কারো বিরুদ্ধেই
আমার কোন নালিশ নেই। এমনকি কোন
পাখির বিরুদ্ধেও নেই গান শোনায়নি বলে।
কোন নারীর প্রতিও কোন অভিযোগ নেই,
ভালোবাসার দাবীতে সাড়া দেয়নি বলে।
ঢাকা
০৪ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩
খায়রুল আহসান বলেছেন: খুব দ্রুতই আপনার এই প্রশংসাসূচক মন্তব্য পেলাম, অশেষ ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য রাখার জন্য।
প্লাসের জন্যেও ধন্যবাদ ও শুভেচ্ছা।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৯
বিজন রয় বলেছেন: এত গভীর বোধের কবিতা অনেক দিন পড়িনি।
অনেক অনেক ভাল লেগেছে।
++++
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কবি বিজন রয়, আপনার প্রশংসা পেয়ে এ কবিতা ধন্য হলো।
প্লাসের জন্যেও অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
নেক্সাস বলেছেন: চমৎকার কবিতা কবি। পুরা কবিতা সহজ কথায় ভাবের গভীরতায় স্বার্থক
০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নেক্সাস, আপনার এ চমৎকার মন্তব্যের জন্য। অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। অনুপ্রাণিত হ'লাম।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০
রায়হানুল এফ রাজ বলেছেন: প্রতিদিন আপনি সুন্দর সুন্দর কবিতা দিয়ে আমার কবিতার তৃপ্তি মেটান। তাই আপনার প্রতিও কোন অভিযোগ নেই। কবিতা অনেক সুন্দর হয়েছে। শুভকামনা রইল।
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, রায়হানুল এফ রাজ, আপনার সুন্দর এবং প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।
আপনিও শুভেচ্ছা জানবেন।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩২
মহা সমন্বয় বলেছেন: আপনার কবিতা গুলো অনেক সুন্দর হয়। যদিও আমি কবিতা লিখতে পারি না।
আসলে অভিযোগ না করার মধ্যেই যত শ্বান্তি লুকায়িত রয়েছে। অভিযোগ হচ্ছে একটা রোগ
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতা গুলো অনেক সুন্দর হয় -অনুপ্রাণিত হ'লাম, অনেক ধন্যবাদ, মহা সমন্বয়।
অভিযোগের ব্যাপারে আপনার কথাগুলোর সাথে একমত পোষণ করছি। কবিতায় সেটাই প্রতিফলিত হয়েছে।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯
উল্টা দূরবীন বলেছেন: কোন বন্ধু, সতীর্থ, শিক্ষাগুরু, প্রতিযোগী
কিংবা গোপন ঈর্ষাকামী, কারো বিরুদ্ধেই
আমার কোন নালিশ নেই। এমনকি কোন
পাখির বিরুদ্ধেও নেই গান শোনায়নি বলে।
কোন নারীর প্রতিও কোন অভিযোগ নেই,
ভালোবাসার দাবীতে সাড়া দেয়নি বলে।
নালিশ, অভিযোগ কিছুই নেই। অথচ গাঢ় অভিমানের ভাঁজ কিন্তু স্পষ্টই।
কবিতা অনেক ভালো লাগলো।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা অনেক ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, উল্টা দূরবীন।
অভিমান কবির নিজস্ব। অভিমান করা যায়, কিন্তু অভিযোগ করা ভালো নয়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: আমি বাঁক নিতে জানি।
বাক নিতে হয়, সুপ্রিয় কবি। জীবনের পথে কিছুটা হেটেই বুঝলাম বাক নিতেই হয়।
বাস্তবতা মন ছুঁয়ে গেল!
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতার চুম্বক অংশটুকুই আপনি উদ্ধৃত করলেন, ভ্রমরের ডানা, সেজন্য আন্তরিক ধন্যবাদ। বাঁক নেয়াটা জীবনে সুখে শান্তিতে বেঁচে থাকার একটা কৌশল মাত্র।
মন্তব্যে যারপরনাই প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭
সুমন কর বলেছেন: চমৎকার। প্রথম ভালো লাগা রইলো। +।