নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
মানুষ দ্বিধা সংশয়ে বিনম্র লাজে
কতনা প্রাণের আকুতি মিশায়ে
একথা ব্যক্ত করে কাহারো তরে
'তবু মনে রেখো', মৃদুস্বরে!
মনের গহীনে থাকার সে আশা
খুঁজে নেয় কত বিচিত্র ভাষা,
কখনো প্রকাশে শুধু দৃকপাতে
কখনো জল এনে আঁখিপাতে।
কখনো কাউকে কিছু না বলে,
কেহ ঠাঁই পায় মনের আড়ালে,
বিরাজিত রয় সেথা সঙ্গীতসম,
'তুমি রবে নীরবে, হৃদয়ে মম'।
ঢাকা
১৭ নভেম্বর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, প্রামানিক, কবিতাটি পোস্ট করার পর পরই তা পড়ে মন্তব্য করার জন্য। প্রীত হ'লাম।
২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: অমরত্ব কে না চায়!
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রূপক বিধৌত সাধু!
অমরত্ব কে না চায়! - হ্যাঁ তাই। বিশেষ করে বিশেষ কারো হৃদয়ে। কবিতায় তো বোধ হয় সে কথাটাই বলেছি, একটু কাব্য করে!
৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬
রায়হানুল এফ রাজ বলেছেন: মনের গভীরে থাকার আশা কি কখনো ভাষা খুঁজে পেতে পারে?
'তুমি রবে নীরবে, হৃদয়ে মম'। তা ছাড়া আল কোন উপায় নাই।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ, রায়হানুল এফ রাজ।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৫
মুসাফির নামা বলেছেন: অনেক ভাল লাগা কবিতা।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মুসাফির নামা। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৯
আরাফআহনাফ বলেছেন: "বিরাজিত রয় সেথা সঙ্গীতসম,
'তুমি রবে নীরবে, হৃদয়ে মম'।"
কে তবে (সে)?
+++
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৮
খায়রুল আহসান বলেছেন: 'কেহ'!
৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ সুমন কর, মন্তব্যে প্রীত হ'লাম।
৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১
মুসাফির নামা বলেছেন: রবীন্দ্রনাথের ছায়া আছে আপনার কবিতায়।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি চিহ্নের মাঝে দু'জায়গায় কবিগুরুর দু'টি চরণ উল্লেখ করেছি। সেজন্যে হয়তো আপনার এরকমটি মনে হ'তে পারে, মুসাফির নামা।
৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
তুমি রবে নীরবে, হৃদয়ে মম।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। কবিতা পাঠ ও উদ্ধৃতির জন্য ধন্যবাদ, উল্টা দূরবীন।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
জুন বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো কিন্ত আপনার পাঠক নন্দিত সেই ক্যডেট কলেজের জীবনকথার কি হলো?? ওটা কি শেষ? মনেতো হয় না। না হলে আবার লিখতে থাকুন। আর ভিসুভিয়াসের মন্তব্য এখন দেখে উত্তর দিয়ে আসলাম। দেরীর জন্য আন্তরিক দু:খিত। আপনি আমার পোষ্টে মন্তব্য করলে সাম্প্রতিক লেখাগুলোতেই করবেন অনুরোধ রইলো। পুরনোগুলোর নোটিফিকেশন আসে না ভাই
ভালো থাকবেন শুভকামনা রইলো।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, জুন।
ক্যডেট কলেজের জীবনকথা লেখা আপাততঃ স্থগিত রেখেছি। তবে শীঘ্রই পুনরায় শুরু করার ইচ্ছে আছে। আর তার পরে শুরু হবে আরেকটু সিরিয়াস অধ্যায়- আমার সেনাবাহিনীতে যোগদান এবং সেসব দিনের ঘটনাবলী। দেশের মানুষের বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি সাধন না হলে ওসব বিষয়ের উপর সত্যনিষ্ঠ লেখালেখি করা সম্ভব নয়, কারণ, আমাদের পরমত সহিষ্ণুতার বড় অভাব।
তবে, আজই, একটু পরে আরেকটা স্মৃতিচারণমূলক পোস্ট দিচ্ছি, যা আশাকরি পড়ে দেখবেন।
আপনি আমার পোষ্টে মন্তব্য করলে সাম্প্রতিক লেখাগুলোতেই করবেন অনুরোধ রইলো। পুরনোগুলোর নোটিফিকেশন আসে না ভাই -- পুরনো আপনার অনেকগুলো ভালো ভালো লেখা আছে, যেগুলো পড়া উচিত।
১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর । ভস্ল থাকুন সব সময় ।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হ'লাম, শুভকামনা পেয়ে কৃতজ্ঞ।
প্লাস দেয়ার জন্যেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
মনিরা সুলতানা বলেছেন: সত্যি কত ভাবেই না আমারা চাই প্রিয়জনেরা আমাদের মনে রাখুক
লেখায় ভালোলাগা
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, মনিরা সুলতানা। মন্তব্যে প্রীত হলাম।
লেখা পড়ে মন্তব্য করে এবং প্লাস দিয়ে অনেক অনুপ্রাণিত করে গেলেন। শুভেচ্ছা জানবেন।
১২| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২
শামছুল ইসলাম বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ভাল থাকুন। সবসময়।
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা। বেশ ভাল লেগেছে ছন্দগুলো ।
১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ খায়রুল ভাই