নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ঝরে যায় মিশে যায়

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২

ঝরে যায় মিশে যায়

কে কখন কোথায় কিভাবে ঝরে যাবে,
সবকিছুর দিন ক্ষণ ঠিক করা আছে।
প্রভুর অমোঘ আদেশ আছে বিলোপের
যেমন আছে সৃষ্টির। যে পাতাটি ঝরার,
সে বাতাস বইলেও ঝরবে, না বইলেও।
বৃষ্টি পড়লেও ঝরবে, রৌদ্র খরা হলেও।

এক ধারে বিবর্তন, আরেক ধারে ক্ষয়।
ক্ষয়িষ্ণু এ ধরাধামে নশ্বর এ মানবদেহ
সরীসৃপের মত নিঃশব্দে এগিয়ে চলে,
তার নিজস্ব বিবরের দিকে, অদৃশ্য লয়ে।
আমরা কেউই তো নিশ্চিত হতে পারিনা,
কোথায় কিভাবে হবে সেই শেষ ঠিকানা!

যেখানে, যেদিন, এবং যেভাবেই হোক-
এই দেহ ক্ষয়ে ক্ষয়ে মিশে যায় একদিন
সর্বভূক মাটির সাথে। স্মৃতির নামফলক,
ভালোবাসা জড়ানো কিছু ফুলের স্তবক,
অথবা মায়াবী কোন চোখের ক’ফোঁটা জল,
সবই মিশে যায়; রয়ে যায় শুধু কর্ম নির্মল।


ঢাকা
১০ এপ্রিল ২০১৬

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: মানবদেহ আসলেই নশ্বর ! সবই হায়, মিশে যায় ! ....
+

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং + এর জন্য ধন্যবাদ, সুমন কর। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: এভাবেই অজানা অবস্থায় থেকে সবাই হারিয়ে যাচ্ছে, যাবে । আগামীকাল বেঁচে থাকার আশাটাই তো মানুষের সবচেয়ে অদ্ভুত স্বপ্ন !

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
ধন্য আশা কুহকিনী!

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০

ডি মুন বলেছেন: বিষাদী কবিতা।

রবীন্দ্রনাথের 'পৃথিবী' নামে একটা খুব সুন্দর কবিতা আছে। এরকম অনুভূতির আদ্যোপান্ত নিয়েই।
আমার খুব পছন্দের। এক ধারে বিবর্তন, আরেক ধারে ক্ষয়। এর মধ্য দিয়েই তো পৃথিবীর এগিয়ে চলা।

এসব কথা ভাবলে আবার নিজেদেরকে স্রেফ প্রকৃতির বা স্রষ্টার হাতের পুতুল বলে মনে হয়।
যাহোক, ভালো থাকুন।

শুভ নববর্ষ।

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আমার কোন লেখা পড়ে মন্তব্য করলেন, সেজন্য জানাই অসংখ্য ধন্যবাদ। কবিতা থেকে উদ্ধৃতি আর তার বিশ্লেষণে খুশী হ'লাম।
রবীন্দ্রনাথের 'পৃথিবী' পড়লাম। ভালো লাগলোঃ
বিরাট প্রাণের, বিরাট মৃত্যুর, গুপ্তসঞ্চার তোমার যে মাটির তলায়
তাকে আজ স্পর্শ করি- উপলব্ধি করি সর্বদেহে মনে।
অগণিত যুগযুগান্তের অসংখ্য মানুষের লুপ্তদেহ পুঞ্জিত তার ধুলায়।
আমিও রেখে যাব কয়-মুষ্টি ধূলি, আমার সমস্ত সুখদু:খের শেষ পরিণাম-
রেখে যাব এই নামগ্রাসী আকারগ্রাসী সকল-পরিচয়-গ্রাসী
নি:শব্দ ধূলিরাশির মধ্যে।।
--
নতুন বছর শুভ হোক সার্বিকভাবে, আপনার এবং পরিবারের সবার জন্য। ভালো থাকুন সবসময়।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৪

ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর - জীবন আর বাস্তবতার ছবি

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ, ফারিহা নোভা, কবিতা পড়ে মন্তব্য করার জন্য। আমার এ কবিতার মন্তব্যকারী পাঠকের সংখ্যা আপনি সহ মাত্র চারজন হলেও এটা দেখে ভালো লাগছে যে চারজনই কবিতাটি পছন্দ করে 'লাইক' দিয়েছেন। এতে ভীষণ অনুপ্রাণিত হয়েছি।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: কে কখন কোথায় কিভাবে ঝরে যাবে,
সবকিছুর দিন ক্ষণ ঠিক করা আছে।

প্রথম দুলাইনই যথেষ্ট।
+++

১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

খায়রুল আহসান বলেছেন: আর আমার জন্য আপনার ঐ প্রথম এক লাইনটাই যথেষ্ট, বিজন রয়, :)
+ + + এ অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.