নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অর্থহীন

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

সবই আছে, তবু যেন কিছু নেই।
চারিদিকে শুধু নেই নেই, কিছু নেই।
আছে শুধু শূন্যতা, দিবসে নিশীথে,
গৃহকোণে, শয্যায়, লেখার টেবিলে
অলিন্দে, ছাদে, মনের ঘুলঘুলিতে।
এসব শুন্যতার কারণ জানা নেই।

এ কেমন শুন্যতা, যখন সবকিছু
এমন অর্থহীন, মূল্যহীন হয়ে যায়!
যাপিত জীবনটা থেকে রঙিন স্মৃতি
বাসি ফুলের পাঁপড়ির মত ঝরে যায়।
জ্যোৎস্নালোকে নিভৃত স্নান, মাঝরাতে
পিয়ানোর ঝঙ্কার, হঠাৎ গেয়ে ওঠা
কোন কোকিলের গান, সবকিছু কেমন
আকর্ষণহীন মনে হয়। রঙিন প্রজাপতি
কিংবা ফড়িং এর ফুলে ফুলে বসা,
নদীর বয়ে যাওয়া, সব অসাড় মনে হয়।

জমাটি মেঘ থেকে বৃষ্টি ঝরে অবিরাম;
"অশ্রুত কান্না" এ বৃষ্টি ঝরার অপর নাম।

পাদটীকাঃ কবিতাটির অনেকাংশ এক কবি বন্ধু কর্তৃক ব্যক্ত অনুভূতির আলোকে লেখা।

ঢাকা
১৩ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ৩৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

মুসাফির নামা বলেছেন: অনেক ভাললাগা কবিতা।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মুসাফির নামা। প্রীত হ'লাম।

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনার কবিতা পড়ে প্রতিনিয়ত মুগ্ধ হই। শুভেচ্ছা গ্রহণ করবেন।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪

খায়রুল আহসান বলেছেন: আমিও আপনার প্রশংসাসূচক মন্তব্য পেয়ে প্রতিনিয়ত মুগ্ধ হই, রায়হানুল এফ রাজ। এভাবে প্রেরণা যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩১

ফেরদৌসা রুহী বলেছেন:
এটা মনে হয় আমাদের সবার সাথেই হয়।

মাঝেমাঝেই সব কিছু অর্থহীন, মূল্যহীন মনে হয়।

আবার যখন মন ভালো থাকে তখন মনে হয় বেঁচে থাকাটা আসলেই সুন্দর।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বলেছেন, ফেরদৌসা রুহী- আবার যখন মন ভালো থাকে তখন মনে হয় বেঁচে থাকাটা আসলেই সুন্দর !
কবিতা পড়ে মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আপনার লেখা আমার বাবাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধাআমার বাবাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা শিরোনামের লেখাটা পড়ে মুগ্ধ হয়েছিলাম।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪২

নীলপরি বলেছেন: জমাটি মেঘ থেকে বৃষ্টি ঝরে অবিরাম;
কে জানে হয়তো এই ঝরাটাও অর্থহীন...


ভালো লাগলো ।
শুভকামনা ।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
আপনার "প্রতি প্রেম" কবিতাটাতে একটা মন্তব্য রেখে এসেছিলাম। একটু দেখে নেবেন সময় করে।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা, ভাললেগেছে।

//সবই আছে, তবু যেন কিছু নেই।
চারিদিকে শুধু নেই নেই, কিছু নেই।//


ভাল থাকুন। সবসময়।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ, শামছুল ইসলাম।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১

আমিই মিসির আলী বলেছেন:
জমাটি মেঘ থেকে বৃষ্টি ঝরে অবিরাম;
কে জানে হয়তো এই ঝরাটাও অর্থহীন...


আসলেই কি অর্থহীন :-&

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: কখনো কখনো অর্থহীন মনে হলেও আসলে তা নয়, আমিই মিসির আলী।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর। প্রশংসায় প্রীত হ'লাম।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলে মানুষের জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন চারদিক থেকে তাকে শূন্যতা গ্রাস করে। ভালো লেগেছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক বলেছেন, মোঃ সাইফুল্লাহ শামীম। কারো জীবনের ঠিক সেরকমেরই একটা সময়ের কথা স্মরণ করে কবিতাটি লেখা।
মন্তব্যে প্রীত হয়েছি, ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

মায়াবী রূপকথা বলেছেন: পৃথিবী পেরিয়ে গেলে যে আকাশ দেখা যায়
সে আকাশ দেখবার ইচ্ছে প্রশ্রয় দেইনি আমি
বাস্তব ও বোধের সমন্বয়ে যে মসৃণ গতিবিধি
তাই আমার পছন্দ, তাই আমায় ভাল রাখে.।.।

এভাবে বেঁচে দেখুন, তুচ্ছ শুভাকাংখী বলছে
অর্থহীন হয়ে যাবে একটি অসম্ভব শব্দমাত্র
:) :P

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: বাস্তব ও বোধের সমন্বয়ে যে মসৃণ গতিবিধি[/si - সেটাকে আয়ত্তে আনাটাই একটা সুকঠিন কাজ।
অর্থহীন এ কবিতাটা পড়ে এমন একটা চমৎকার মন্তব্য রেখে যাওয়ার জন্য তুচ্ছ শুভাকাংখী কে জানাচ্ছি অজস্র শুভেচ্ছা আর আন্তরিক ধন্যবাদ। আপনি আবার আপনার লেখা পোস্ট দেয়া শুরু করলে খুশী হবো।
ভালো থাকুন নিরন্তর, মায়াবী রূপকথা।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৮

ডার্ক ম্যান বলেছেন: জমাটি মেঘ থেকে বৃষ্টি ঝরে অবিরাম,
কে জানে হয়ত এই ঝরাটাও অর্থহীন।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার লেখা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ জানাচ্ছি, ডার্ক ম্যান।
এই ব্লগে আপনার প্রথম দিকের লেখা "স্ট্রোক বিষয়ক কিছু কথা"য় আমিও কিছু কথা রেখে এসেছিলাম। দেখেছেন হয়তোবা।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৩

টয়ম্যান বলেছেন: ভালো লেগেছে

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি আপনার ভালো লেগেছজেনে খুশী হ'লাম, টয়ম্যান, এবং এ কথাটি এখানে জানাবার জন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর শুভেচ্ছা।
আপনার পোস্টকৃত ৪টি লেখার মধ্যে ২টিতে মন্তব্য রেখে এসেছিলাম। দেখেছেন হয়তো বা।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি আমাকে এখনো ফেসবুকে আপনার বন্ধুতের দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন X(

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যটা পড়ে দুঃখবোধ করছি। আসলে আমি ব্লগের বন্ধুত্বকে ব্লগেই এবং ফেইসবুকের বন্ধুত্বকে ফেইসবুকেই সীমিত রাখার পক্ষপাতি। অবশ্য ব্যতিক্রম যে দুই একটা হয়নি, তা নয়।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি কেউ একজন প্রিয় তালিকায় নিয়েছেন বলে দেখতে পাচ্ছি। এর আগে আমার কোন লেখা কেউ প্রিয় তালিকায় নিয়েছেন বলে চোখে পড়েনি। যিনি এটা নিয়েছেন, তার নামটা জানতে পারলে তাই খুশী হতেম।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

ডার্ক ম্যান বলেছেন: দুঃখিত আমি না জেনে ভুল করে ফেলেছি

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: শূন্যতা পেয়ে বসলে এমন হয়।
মাঝে মাঝেই হয়।

ভাল।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিকই বলেছেন, চন্দ্ররথা রাজশ্রী। শূন্যতা পেয়ে বসলে এমন হয়। মাঝে মাঝেই হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।

১৬| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২

ডঃ এম এ আলী বলেছেন: "সবই আছে, তবু যেন কিছু নেই।
চারিদিকে শুধু নেই নেই, কিছু নেই।"
কোনদিকে কিছু নেই বলেই
তো কবিকে পেয়েছি এখানেই
শুনলাম কিছু মনভুলানো কথা
ভাল থাকুন নিরবধি
কামনা টুকু রেখে
গেলাম তবপ্রতি ।

০৬ ই মে, ২০১৬ রাত ১২:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এই কাব্যিক মন্তব্যের জন্যে। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৭| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৪১

ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরের জন্য অশেষ ধন্যবাদ ।
আবার দেখা হবে অন্য কোন লিখায়
এইখানে এই ব্লগে ।
ভাল থাকুন
এ শুভ কামনা থাকল ।

১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

মাহমুদা রহমান বলেছেন: ‘এসব শুন্যতার কারণ জানা নেই’ একদম ঠিক। এ বোধ হয় সকলেরই হয়। অকারণে শূণ্যতা গেড়ে বসে মনের অলিন্দে।

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
অকারণে শূণ্যতা গেড়ে বসে মনের অলিন্দে - জ্বী, আপনি ঠিকই বলেছেন। অকারণেই, মিছেমিছি... হয়তো আবার ঠিক হয়ে যায়।
আমার এত কবিতা থেকে আপনি এটাকেই বেছে নিলেন কি বিবেচনায়, কে জানে!

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

জাহিদ অনিক বলেছেন: শূন্যতার দারুণ প্রকাশ।
যে কেউ পাঠ করে নিজের শূন্যতার মধ্যে হারিয়ে যাবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: একেবারে চমকে দিয়ে গেলেন!
এত আগের একটি কবিতায় এসে মন্তব্য করে যাবার জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
যে কেউ পাঠ করে নিজের শূন্যতার মধ্যে হারিয়ে যাবে - বাহ, বেশ চমৎকার তো! এটাই তো চেয়েছিলাম!
কর্মজীবনে কেমন আছেন? জবটা এনজয় করছেন তো?

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৩

জাহিদ অনিক বলেছেন: জবটা এনজয় করছেন তো? আসলে ওটা একটা খন্ডকালীন জব ছিলো। ওটা আপাতত আর নেই। যতদিন ছিলাম এনজয় করেছিলাম।
বেকারদের সংখ্যা বাড়িয়েছি আর কি! :((

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি, সকালের শুভেচ্ছা জানাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৮

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক শুভকামনা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.