নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

আমি যখন নিজের দোষ বুঝতে পেরে
লজ্জিত হই,
অনুতপ্ত হই,
ক্ষমাপ্রার্থী হই,
কিন্তু মুখে ক্ষমা চাইতে পারিনা,
তখন খুব করে চাই,
কেউ আমার চোখ দুটো দেখে পড়ে নিক
আমার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন।

আমার প্রতি যখন কেউ অন্যায় করে,
আমি অপেক্ষা করতে থাকি,
সে নিজের ভুল বুঝুক,
লজ্জিত হোক,
অনুতপ্ত হোক,
ক্ষমাপ্রার্থী হোক।
তার চোখ যদি আনত হয় অনুশোচনায়,
ক্ষমা চাওয়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই।

ঢাকা
২৬ এপ্রিল ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

রিপি বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা। সবাই যদি এত সহজে ক্ষমা করে দিতে পারতো তাহলে পৃথিবীতে আজ এত অশান্তি আর থাকতো না ভাইয়া। কবিতায় ভালোলাগা র‌ইল।

২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ রিপি, কবিতা পড়ে এখানে মন্তব্য করার জন্য। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত বোধ করছি।
শুভকামনা রইলো।

২| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২১

রায়হানুল এফ রাজ বলেছেন: কিন্তু কিছু সময় আমাদের অবচেতন মন আমাদের ঠিক সেই ভাবে ভাবতে দেয় না। কবিতা সুন্দর হয়েছে।

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম, রায়হানুল এফ রাজ । ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩১

জুন বলেছেন: আমিও ঠিক এমনটাই ভাবি খায়রুল আহসান। তবে পৃথিবী খুব নিষ্ঠুর, স্বার্থপর। প্রয়োজন ফুরিয়ে গেলে তার সাথে চরম দুর্ব্যবহার করতে এক সেকেন্ড দেরী করি না, ক্ষমা তো দূর অস্ত।
সহজ সরল কবিতাটি খুবই ভালোলাগলো।
+

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এই সহজ সরল মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো, জুন। প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।
আরেকটা কথাঃ আপনার পুরনো লেখা (২০১০ এর) "কথার বাঁশির মা যদি হই" এবং ভ্রমণ কাহিনী "জোনাকির ঝিকিমিকি" পড়ে মুগ্ধ হয়ে গেলাম। দুটোতেই দুটো করে মন্তব্য রেখে এসেছি, একটু সময় করে দেখে নেবেন।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

সুমন কর বলেছেন: মর্মটা ভালো লেগেছে। +।

০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ, সুমন কর।
নিরন্তর শুভেচ্ছা...

৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

শামছুল ইসলাম বলেছেন: খুব সহজ কথায় সুন্দর প্রকাশঃ

//কেউ আমার চোখ দুটো দেখে পড়ে নিক
আমার নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন। //


//তার চোখ যদি আনত হয় অনুশোচনায়,
ক্ষমা চাওয়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই।//


কবিতার আড়ালে সুন্দর একটা মনের পরিচয়ে বরাবরের মতই অভিভূত।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যের আড়ালেও সব সময় আমি বেশ সুন্দর একটা মনের পরিচয় পাই।
অনেক ধন্যবাদ এই সুন্দর মন্তব্যের জন্য, শামছুল ইসলাম।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

উল্টা দূরবীন বলেছেন: কবিতার বোধ ভালো লেগেছে।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, উল্টা দূরবীন, কবিতার বোধটুকু অন্বেষণ করার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

জনৈক অচম ভুত বলেছেন: এমনটাই কাম্য। কিন্তু আমরা তা না করে অযথা জটিলতা বাড়াই।

০৫ ই মে, ২০১৬ রাত ১২:১০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, জনৈক অচম ভুত, কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্যে। মন্তব্যে প্রীত হ'লাম।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তার চোখ যদি আনত হয় অনুশোচনায়,
ক্ষমা চাওয়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই।

এটাই একজন প্রকৃত মানুষের কাজ। ভালো লাগলো।

০৭ ই মে, ২০১৬ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ, মোঃ সাইফুল্লাহ শামীম।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন,কবি খুব ভাল লাগল।

০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, এম এস আরেফীন ভুঁইয়া, কবিতা পড়ে প্রশংসা করার জন্য।
আপনার "আর কত কতো দূর" পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছি।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: বেশ ভাল ... ক্ষমা করে দেওয়াটা মানুষের মহৎগুন ।ক্ষমা না শাস্তি ? ক্ষমা নতুন করে বাঁচার সুযোগ হতে রারে আবার অবার অপরাধি করে তুলতে পারে...

০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাগুলো এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, দেবজ্যোতিকাজল। শুভেচ্ছা জানবেন।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল , ধন্যবাদ ।

০৭ ই মে, ২০১৬ সকাল ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, দৃষ্টিসীমানা, কবিতা পড়ে ভালো লাগার কথাটা এখানে জানাবার জন্য। শুভেচ্ছা রইলো।

১২| ০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সোজোন বাদিয়া বলেছেন: আপনার চাওয়াটা সুন্দর, শ্রদ্ধার্হ। ভাল থাকুন, দীর্ঘজীবী হোন।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: আপনার আন্তরিক শুভকামনায় মুগ্ধ হ'লাম। অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, সোজোন বাদিয়া !

১৩| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: কত সহজ করে সহজ কথাটি বলে দিলেন ভাই
কি করে যে অন্তরের আন্তস্থল থেকে শ্রদ্ধা জানাই
"তার চোখ যদি আনত হয় অনুশোচনায়,
ক্ষমা চাওয়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই"।
মুক্তি যে অনুশোচনায় এ যে অমোঘবাণি
করতে যে পারে গ্রহণ হয়ে যায় মাপমোচন ।
অনেক থাকুন শুভ কামনা থাকল ।

০৬ ই মে, ২০১৬ রাত ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এমন চমৎকার মন্তব্যে অভিভূত হয়ে গেলাম, ডঃ এম এ আলী। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: প্রতিউত্তরের জন্য আপনার প্রতিও থাকল বিনম্র ধন্যবাদ ।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি। যেখানেই থাকুন, ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.