নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আদর করে যতবারই আমি তাকে প্রশ্ন করি,
“আমায় ছেড়ে তুমি কি কানাডা যাবে, বুড়ী?”
আমার কথার অর্থ সে কী বোঝে, তা কে জানে,
মাথাটা তার দুলিয়ে দু’পাশে, বলে সে কানে কানে
‘না, যাবো না’! তখন তার মাথার প্রতিটি দোলায়
আমার মনটা মায়ায় মায়ায় সয়লাব হয়ে যায়।
অন্তঃপ্লাবিত হয়ে আমি আঁকড়ে ধরি তাকে বুকে,
কপালটা চুমে শোনাই তার প্রিয় গানটি তাকে।
আমি জানি, না বুঝেই সে দিয়েছে তার আশ্বাস
শীঘ্রই তার মা বাবা যাবে গড়তে নতুন নিবাস
বরফের দেশ কানাডায়, আমাদের থেকে বহুদূরে,
আমরা শুধু দেখবো তাকে ফোনের পর্দা জুড়ে।
গৃহবন্দী হয়ে থাকবে সেখানে, চুপিচুপি বড় হবে
বিদেশী ভাষায় বলবে কথা, আমাদের ভুলে যাবে।
মাতৃভাষা ক্রমেই আড়ষ্ট হবে, ইংরেজী স্বচ্ছন্দ
আমাদের ভাষা বুঝবে না সে, জানবে না ভাল মন্দ।
অবশেষে ওরা মিশে যাবে ধীরে ওদেশের মূল স্রোতে,
বুঝবে না তার দাদার দীদার বুক কেন কেঁপে ওঠে।
ভালোবাসাময় বুকগুলো সব এভাবেই খালি হয়,
কচি প্রাণগুলো দেশ দেশান্তে এভাবেই পড়ে রয়।
শক্ত বাঁধন শিথিল করে ওরা প্রবাসে চলে যায়
পৃথিবীর বুকে ছড়িয়ে থাকে কে বা ওরা কোথায়!
মায়ার বাঁধন ছিন্ন করে আমাদের নাড়ি ছেঁড়া ধন
চলে যায় সব দূর দেশে, করে তাদের শোভা বর্ধন।
ঢাকা
২৭ এপ্রিল ২০১৬
০৫ ই মে, ২০১৬ সকাল ৮:০৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, অঘ্রান প্রান্তরে। মন্তব্যে প্রীিত হ'লাম।
ব্লগে আপনার প্রথম ও দ্বিতীয় কবিতা দুটো একই দিনে পড়ে মন্তব্য করেছিলাম। দ্বিতীয়টাতে প্রতিউত্তর করেছেন, প্রথমটা হয়তো কোন কারণে দেখেন নি।
২| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:৩১
পবন সরকার বলেছেন: ভাল লাগল।
০৫ ই মে, ২০১৬ দুপুর ১:৪৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ পবন সরকার। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুব খুশী হ'লাম।
৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১:৩৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল
১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দেবজ্যোতিকাজল। মন্তব্যে প্রীত হ'লাম।
৪| ০৫ ই মে, ২০১৬ রাত ১:৪০
রায়হানুল এফ রাজ বলেছেন: এভাবেই ভালোবাসাময় বুক খালি হয়ে যায়,
এভাবেই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে জীবন।
আসলেই এভাবেই আমাদের বিচ্যুতি ঘটে মায়ার বাঁধন থেকে।
১৪ ই মে, ২০১৬ সকাল ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার সহমর্মী মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, রায়হানুল এফ রাজ। শুভেচ্ছা রইলো।
৫| ০৫ ই মে, ২০১৬ ভোর ৫:১৩
দইজ্জার তুআন বলেছেন: ++++++++++++++
ভালো লাগা
১৪ ই মে, ২০১৬ সকাল ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দইজ্জার তুআন। কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
এত্তগুলা প্লাস দিয়া গেলেন, কিন্তু 'লাইক' এর তালিকায় তো আপনার নামটা দেখলাম না!
৬| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:২৩
সুমন কর বলেছেন: কবিতায় গল্প খুঁজে পেলাম।
০৬ ই মে, ২০১৬ রাত ১১:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
৭| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: খুবই ভাল লাগল কবিতা খানি তবে চাই
মূল স্রোতধারায়, ভাসতে ভাসতে একদিন
ছেড়ে যেন না দেয় দাদু দীদার মায়ার বাঁধন
রয় যেন চিরদিন অম্লান দাদু দীদার ঘ্রানে ।
অনেক অনেক শুভেচ্ছা থাকল । ভাল থাকুন
এ শুভকামনা রইল ।
০৫ ই মে, ২০১৬ রাত ১১:৫০
খায়রুল আহসান বলেছেন: আপনার এই শুভকামনার জন্য কৃতজ্ঞ রইলাম। অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন, ডঃ এম এ আলী।
আপনার প্রথম তিনটে লেখা পড়ে সেখানে মন্তব্য রেখে এলাম।
৮| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৩১
ডঃ এম এ আলী বলেছেন: দেখেছি সে গুলি, প্রতি উত্তর ও যথারীতি করেছি , অনেক ধন্যবাদ । দেখা হবে আবার । অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
০৬ ই মে, ২০১৬ রাত ৮:০২
খায়রুল আহসান বলেছেন: আপনার "ব্লগার মানেই মুক্তমনা" লেখাটাতে দেয়া আমার মন্তব্যটা মনে হয় আপনি দেখেন নি এখনও।
৯| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:৪৭
দৃষ্টিসীমানা বলেছেন: মায়া ভরা কবিতায় ভাল লাগল । ভাল থাকুন সব সময় ।
০৬ ই মে, ২০১৬ রাত ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি।
১০| ০৬ ই মে, ২০১৬ রাত ১১:১০
ডঃ এম এ আলী বলেছেন: আমি দেখেছি সেটা আপনার মুল্যবান মন্তব্যটুকুও দেখেছি আমি অভিভুত আপনার লিখায় । অামি এর জবাব লিখে পোষ্টকরার মহুর্তে বেটারীর চার্জ না থাকায় লেপটপ হঠাৎ করে বন্ধ হয়ে যায় । বেটারীর তার সংযোগ দিয়ে কমপিউটর চালু করে গিয়ে আমার ঐ পোষ্টটিকে লোকেট করতে পারিনি । মনে পড়ে যায় 'ব্লগার মানেই মুক্তমনা" এ শিরনামে লিখা শুরু করে এক লাইন লিখার পরে দ্বিতিয় লাইন লিখতে গিয়ে মাথায় অন্য চিন্তা ঢুকে যায় । এটাকে ঐভাবে রেখেই লিখি অন্য একটি কবিতা :" মুক্তচিন্তক বনাম মানুষ হন্তক " এবং সেটা পোষ্ট দেই, বেমালুম ভুলে যাই 'ব্লগার মানেই মুক্তমনা' কে যে ছেড়ে এসেছিলাম । অনেক ধন্যবাদ আপনাকে, দেখি এখন সেটাকে কি করা যায় ।
অনেক অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
০৬ ই মে, ২০১৬ রাত ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: দেখে এলাম য়াপনার প্রতিউত্তর। ধন্যবাদ সেটার জন্য আর এ মন্তব্যটার জন্যও।
১১| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:০৯
শামছুল ইসলাম বলেছেন: //প্রথমে কিছুদিন হয়তো স্কাইপে কথা বলবে
তার দাদু দীদার সাথে, আধো আধো বোলে।
তারপর ধীরে ধীরে মিশে যাবে সে দেশের
মূল স্রোতধারায়, ভাসতে ভাসতে একদিন
ছেড়ে দেবে তার দাদু দীদার মায়ার বাঁধন।
এভাবেই ভালোবাসাময় বুক খালি হয়ে যায়,
এভাবেই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে জীবন//
--- চরম বাস্তবতা, তারপরও মেনে নিতে কষ্ট হয়।
কবিতাটা বেদনার গল্প হয়ে হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।
প্রিয়তে নিলাম।
ভাল থাকুন। সবসময়।
১৪ ই মে, ২০১৬ সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: 'প্রিয়তে' নিয়ে কবিতাটিকে সম্মানিত করার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি, শামছুল ইসলাম।
বেদনার গল্পই চিরমধুর হয়ে থাকে।
শুভেচ্ছা জানবেন।
১২| ১২ ই মে, ২০১৬ বিকাল ৩:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছেলেমেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেও বিপদ দেখছি
মা বাপকে ছেড়ে চলে যায় নিজেদের দুনিয়ায়
খুব সুন্দর ভাল লাগল
১৪ ই মে, ২০১৬ সকাল ১১:৩৩
খায়রুল আহসান বলেছেন: জ্বী, দিনশেষে আমরা সবাই একা! ভীষণভাবে একা!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, কাজী ফাতেমা।
১৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ১:৪০
সামু পাগলা০০৭ বলেছেন: ইস! কি মায়া আপনার লেখায়।
আপনার নাতনি কখনোই দাদু দাদীকে ভুলবে না। আমিও বিদেশে থাকি। কৈ কাউকে তো ভুলিনি!
০৩ রা জুন, ২০১৬ সকাল ৯:২০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ পেছনে ফেলে আসা এ লেখাটা পড়ার জন্যে। নাড়ীর বাঁধন বড় শক্ত বাঁধন। তবুও দেখা সাক্ষাৎ না হলে সে বাঁধনও এক সময় ঢিলে হয়ে যায়।
কৈ কাউকে তো ভুলিনি - আপনি কাউকেও ভুলে যান নি জেনে খুশী হলাম। ভালো থাকবেন।
আপনার প্রথম লেখাটা (আমিও এখন ব্লগার) পড়ে কিছু কথা সেখানে রেখে এলাম। সময় করে দেখে নেবেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:০৮
অঘ্রান প্রান্তরে বলেছেন: এভাবেই ভালোবাসাময় বুক খালি হয়ে যায়,
এভাবেই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে জীবন।
ভালো লাগা জানবেন কবি, ভালো থাকুন, সুস্থ থাকুন......।