নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমিতো কেবল বাগান খুঁড়েছি।
ফুলগুলো তো তুমিই লাগিয়েছো,
ফুটিয়েছো, অসীম মমতা ভরে।
কখনো কখনো নিজেই ফুল হয়ে
এই বাগানের শোভা বাড়িয়েছো।
আমিতো কেবলই খাল কেটেছি।
দূর পাহাড়ের কাছে মিনতি করে
ঝর্ণার প্রস্রবন তো তুমিই এনেছো।
আজ ফুলে ফলে সুশোভিত কানন,
সে তো তোমারই মায়াবী ছোঁয়ায়।
আমিতো কেবল সদাইপাতি করেছি।
ক্ষুন্নিবৃত্তির আয়োজনে হাত পুড়েছে
সেতো তোমার। উনুনের তপ্ত আঁচে
সবজী সেদ্ধ হয়েছে, আর টুকটুকে
লাল হয়েছে তোমার ফর্সা দুই গাল!
আজ এ কাননে নানা ফুল ফোটে,
কত পাখি ওড়ে, দু’জনে মিলে দেখি।
একদিন তো দু’জনেই গতায়ু হবো।
আগে বা পরে, হয় আমি নয় তুমি।
তখনো কি এ বাগানে ফুল ফুটবে?
ঢাকা
১১ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৩ ই মে, ২০১৬ সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যে প্রথম মন্তব্যটা আপনার কাছ থেকেই পেয়ে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
মিষ্টি কবিতা -- প্রশংসাটুকু খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ও শুভেচ্ছা- আপনার সারাদিনটাও ভাল কাটুক।
২| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৬
মিস্টার কিলবিল বলেছেন: প্রাতের নির্মল হাওয়ায় বসে মুগ্ধ হলাম সুন্দর এই কবিতা পড়ে
১৩ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: অনেক সুন্দর করে কথাগুলো বললেন, তাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, মিস্টার কিলবিল।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
৩| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৮
মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১ বলেছেন: khub valo laglo kobita pore........
১৩ ই মে, ২০১৬ সকাল ৯:৩১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, মোহাম্মদ ফরহাদ মিয়াজি ১, কবিতা পড়ে আপনার ভালো লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্যে। আমার ব্লগে এটাই বোধকরি আপনার প্রথম আগমন- শুভেচ্ছা স্বাগতম! আমিও আপনার প্রথম লেখাটা পড়ে মন্তব্য করে এলাম।
৪| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: প্রায় আট মাস হতে চললো আমি এই ব্লগে লিখছি। এই একটু আগেই হঠাৎ নজরে এলো, এটা আমার দুইশততম পোস্ট!
হাবিজাবি যাই লিখিনা কেন, যারা এই এতদিন ধরে আমার সাথে থেকে উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, অনেক সময় পরামর্শও দিয়েছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা আর ভালোবাসা।
সবাই ভালো থাকুন, সব সময়!
৫| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:২৫
kazimasudrana বলেছেন: অসাধারণ একটা লিখা আর চাই এমন লিখা
১৩ ই মে, ২০১৬ সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতটা স্পষ্ট ও বলিষ্ঠ প্রশংসার জন্য।
আমার ব্লগে এটাই বোধকরি আপনার প্রথম আগমন- তাই শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি! আমিও আপনার প্রথম লেখাটা পড়ে মন্তব্য করে এলাম।
আশাকরি আমার আরও লেখা আপনি পড়ে দেখবেন।
১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫
খায়রুল আহসান বলেছেন: আপনার সত্যি ! তুমি বাংলার অহংকার ! - লেখাটা পড়ে মন্তব্য করে এলাম। সময় করে দেখে নেবেন।
৬| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:৩০
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
কবিতায় +++++++++++
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, কল্লোল পথিক। ধন্যবাদ ও শুভেচ্ছা।
প্লাসের তালিকায় তো আপনার নাম দেখছি না!
৭| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ভাল লাগল
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কাজী ফাতেমা।
সুন্দর ভাল লাগল - মন্তব্যটা ছোট্ট হলেও আমারও ভাল লাগলো।
ঈভ টিজিং - এর উপর লেখা আপনার প্রথম পোস্টটা পড়ে মন্তব্য করে এলাম।
১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৩৬
খায়রুল আহসান বলেছেন: ৭ নম্বর মন্তব্যকারী হিসেবে এসে এ কবিতায় প্রথম প্লাসটি দিয়ে যাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কাজী ফাতেমা।
৮| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:৫৮
শামছুল ইসলাম বলেছেন: ২০০ তম পোস্ট উপলক্ষে শুভেছচ্ছা ও অভিনন্দন !!!!!
সুন্দর কবিতা।
//আজ এ কাননে নানা ফুল ফোটে,
কত পাখি ওড়ে, দু’জনে মিলে দেখি।
একদিন তো দু’জনেই গতায়ু হবো।
আগে বা পরে, হয় আমি নয় তুমি।
তখনো কি এ বাগানে ফুল ফুটবে?//
ভাল থাকুন। সবসময়।
১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, শামছুল ইসলাম। আপনার শুভেছচ্ছা ও অভিনন্দন পেয়ে অনুপ্রাণিত হ'লাম।
৯| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৩৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৫ ই মে, ২০১৬ রাত ১২:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর, কবিতা 'ভালো হয়েছে' বলার জন্য। এ স্বীকৃতি ভীষণ প্রেরণাদায়ক।
১০| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৩
মুসাফির নামা বলেছেন: সবজী সেদ্ধ হয়েছে, আর টুকটুকে
লাল হয়েছে তোমার ফর্সা গালদুটো!
ভালো লেগেছে।
১৫ ই মে, ২০১৬ সকাল ৯:০১
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ, মুসাফির নামা। ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
১১| ১৩ ই মে, ২০১৬ সকাল ৯:৩৪
নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর । ++
১৫ ই মে, ২০১৬ সকাল ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে প্রশংসা করলেন, এজন্য অনেক ধন্যবাদ, নীলপরি। শুভেচ্ছা জানবেন।
প্রতি প্রেম - নামে আপনার কবিতাটি পড়ে কিছু মন্তব্য রেখে এসেছিলাম।
১২| ১৩ ই মে, ২০১৬ সকাল ১০:২৩
আরণ্যক রাখাল বলেছেন: দারুণ কবিতা। খুব মিষ্টি।
অনেক দিন পর ব্লগে মন্তব্য করছি। তাই এমন কোন পোস্ট খুঁজছিলাম যা একটু বেশি ভালো।
এটা তেমনই একটি কবিতা।
দুশ'তম পোস্টের শুভেচ্ছা
১৫ ই মে, ২০১৬ রাত ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: তাই এমন কোন পোস্ট খুঁজছিলাম যা একটু বেশি ভালো। এটা তেমনই একটি কবিতা। - এমন উদার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ, আরণ্যক রাখাল।
দুশ'তম পোস্টের শুভেচ্ছা - এর জন্যও আন্তরিক ধন্যবাদ এবং আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি।
১৩| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: দুইশততম পোস্ট উপলক্ষ্যে শুভেচ্ছা! ভালো থাকুন নিরন্তর!
কবিতায় ভালো লাগা!
১৬ ই মে, ২০১৬ রাত ১২:২৫
খায়রুল আহসান বলেছেন: তিনটে সুন্দর বাক্য লিখেছেন। তিনটের জন্যই অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন আপনিও, রূপক বিধৌত সাধু।
১৪| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:৩৪
জেন রসি বলেছেন: কবিতায় সুন্দরের অস্তিত্ব যেমন আছে, তেমনি হারিয়ে যাবার বিষাদও আছে। একদিন আমাদের সুন্দর কিছু মুহূর্তের মুখোমুখি হতে হয়। তারপর আবার চলেও যেতে হয়!
কবিতা ভালো লেগেছে।
১৬ ই মে, ২০১৬ রাত ১২:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার এই চমৎকার বিশ্লেষণটুকু পড়ে অতিশয় মুগ্ধ হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, জেন রসি।
আপনার একটা পুরনো লেখা "তাহলে সমাধান কি?" পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে এলাম।
১৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
শেষ ৩ লাইন লিখার কথা মনে না এলে কেমন হতো?
আরণ্যক রাখালে আমার বিশ্বাস আছে
১৬ ই মে, ২০১৬ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: শেষ তিন লাইনের ভাবনাগুলোই তো মৌলিক ভাবনা ছিল। সেটা ভাবতে ভাবতেই তো বাকী কথাগুলো বেরিয়ে এসেছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, চাঁদগাজী।
১৬| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
১৬ ই মে, ২০১৬ সকাল ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। আপনাকেও ধন্যবাদ, প্রামানিক।
১৭| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৫:৪১
প্রথম কথা বলেছেন: মুগ্ধ হলাম কবিতা পাঠে, সুন্দর কবিতা
১৬ ই মে, ২০১৬ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার প্রথম পোস্ট- সখি ভালোবাসা কারে কয় ।। প্রথম কথা।। প্রথম কিস্তিটা পড়ে সেখানে কিছু কথা রেখে এলাম।
১৮| ১৫ ই মে, ২০১৬ রাত ১০:৩৯
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
১৬ ই মে, ২০১৬ সকাল ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। প্রশংসায় প্রীত হ'লাম।
১৯| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:০৮
সিলা বলেছেন: এত সুন্দর সুন্দর কবিতা আপনি কি ভাবে লিখেন!!!
১৮ ই মে, ২০১৬ রাত ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় এটাই বোধকরি আপনার প্রথম মন্তব্য। আমার ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি, সিলা!
এত সুন্দর সুন্দর কবিতা আপনি কি ভাবে লিখেন - এটা ছাড়া আমার অন্য কোন কবিতা কি আপনি পড়েছেন?
জীবনের অভিজ্ঞতার সাথে নিজস্ব কিছু কল্পনা মিশিয়ে লিখে থাকি। সেগুলো কবিতার পর্যায়ে পড়ে কিনা, এখনো নিশ্চিত নই।
প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সিলা।
২০| ১৯ শে মে, ২০১৬ ভোর ৬:২৬
সিলা বলেছেন: না আমি আপনার প্রত্তেকটা লিখাই পড়ি বিসেস করে ক্যাডেট কলেজ ব্লগের থেকেই আপনাকে চিনি আমি। অখানেই কমেন্ট ও করি এখানে কখনো করিনি। আপনার লিখা পড়েই মুলত কমেন্ট করার জন্যেই ব্লগ খুল্লাম।
দেখেছেন লিখা আর পড়ার মদ্দ দিয়েই মানুষের সাথে কিভাবে সমপরক গরে ওঠে!!!!
১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২৯
খায়রুল আহসান বলেছেন: ও আচ্ছা! জেনে প্রীত হ'লাম।
আপনি নিশ্চয়ই নাম পরিবর্তন করে এই ব্লগে এসেছেন, কেননা এই নামে ওখানে কাউকে কখনো দেখিনি।
আমার লেখা পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২১| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:১৭
সোজোন বাদিয়া বলেছেন: খুবই মিষ্টি লাগছিল, কিন্তু শেষ তিনটি লাইনে এসে হঠাৎ বড় ধাক্কা খেলাম। আপনি যেন খুন করলেন। শক্তিশালী কবিতা, নিঃসন্দেহে। +++
২৬ শে মে, ২০১৬ রাত ১২:৫১
খায়রুল আহসান বলেছেন: আপনি যেন খুন করলেন - এত বড় একটা অপবাদ দিলেন? আমিতো শুধু মানুষের অলঙ্ঘ্যনীয় নিয়তির কথা বলেছি, যে নিয়তির বিধান মেনে সবাইকে একদিন, আগে বা পরে চলে যেতে হবে এ ধরা থেকে।
তিনটে প্লাস দেবার জন্য অনেক ধন্যবাদ, যদিও "লেখাটি যারা লাইক দিয়েছেন, তাদের তালিকা'য় আপনার নামটি এখনো উঠেনি।
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব মিষ্টি কবিতা।শুভ সকাল কবি