নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মায়ের আক্ষেপ

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

একদিন এই উনুনেই তোদের সবার
ক্ষুন্নিবৃত্তির প্রয়োজনে রাঁধতাম খাবার।
জনে জনে থালা ছিলো, গ্লাস-মগ ছিল,
খাবার পরে একসাথে গল্প করাও ছিল।

একে একে তোরা টেবিল খালি করে গেলি,
যার যার পথ ধরে বাড়ি ছেড়ে গেলি।
রান্নাবাড়ার তৈজসগুলো সব ছোট হয়ে এলো,
উনুনের আগুন ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো।

যেদুটো হাত একদিন আগুনে পুড়েও পোড়েনি,
চুলোর গনগনে আগুন যে মুখ ঝলসাতে পারেনি,
আজ সে দুটো হাত কোন কিছু না ধরেও কাঁপে,
সে মুখ আজ শুধু তোদের আসার পথ চেয়ে থাকে।

তোরা একে একে চলে গেলি যার যার পথে,
এ টেবিলে আর কখনো হয়না খাওয়া এক সাথে।
তোরা নেই বলে গাছগুলোও যেন ফলহীন হয়ে গেলো,
বিনাযত্নে পাতাবাহারগুলোই শুধু বর্ণিল রয়ে গেলো।

এত বড় বাড়ী, সাথে কেউ থাকার কথা নিরর্থক ভাবনা।
আপন হাতে গড়া সংসারে আমি সহি নীরবতার যাতনা।
সময় হয়েছে আজ নিজ হাতে এই সংসারে তালা লাগাবার,
নিরুদ্দেশে যাবার আগে, ফুরসৎ নেই আর কিছু ভাবার।


পাদটীকাঃ আমাদের বাড়ীর দক্ষিণে লাগানো পাতাবাহারের গাছগুলো অতীত স্মৃতির প্রতীক। ফলহীন গাছগুলো পরিত্যাক্ত বর্তমানের প্রতীক। অন্তহীন ঘুঘুর ডাকগুলো যেন অনিবার্য ভবিষ্যতের প্রতীক। একদিন এই ভিটেবাড়ীতে আমাদের আর কেউ বসবাস করবেনা, একথা মনে হলেই মনটা হুহু করে উঠে! মায়ের এই আক্ষেপটুকু হৃদয় দিয়ে অনুভব করি, কিন্তু এটাই নিয়তি!


আদিতমারী, লালমনিরহাট।
০৮ অক্টোবর ২০১৪

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লেখেছেন । ঈদমুবারক

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, ব্লগ সার্চম্যান। আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি- ঈদ মুবারক!

৩| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নাজনিন সন্ধি বলেছেন: ভালো ছিল :)

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

৪| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৫

প্রথমকথা বলেছেন: বাস্তব সুন্দর লিখেছেন প্রিয় কবি।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রথমকথা আপনাকে, কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য।
ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৬

আলম দীপ্র বলেছেন: বাহ!
সুন্দর কবিতা! :)

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

৬| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

কালনী নদী বলেছেন: অফ টপিকে বলে গেলাম, ঈদ মোবারক ভাইয়া। রাগ করবেন না।

লেখাতে +++ :)

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: রাগ করার প্রসঙ্গ কেন এলো, বুঝতে পারলাম না। আপনাকেও ঈদ মুবারক।

৭| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৮

মানসী বলেছেন: আমাদের সকলের ভবিষ্যৎ পরিণতি এটাই।

কবিতা ভালো লেগেছে।

০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, মানসী। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৮| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৬

মুদ্‌দাকির বলেছেন: ঈদ মুবারাক !!

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি-ঈদ মুবারক! ভালো থাকুন সপরিবারে।

৯| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:২৮

নীলপরি বলেছেন: বাস্তব চিত্র । কবিতায় ++
আপনার দেওয়া লিঙ্কের কবিতাটাও দেখে এসেছি । ওটাও ভালো হয়েছে ।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় + + দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এর আগে আপনাকে দেয়া লিঙ্ক দেখে আমার "হঠাৎ সাদা" কবিতাটা পড়ার জন্যও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা রইলো।

১০| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৫

ক্লে ডল বলেছেন: এটাই প্রকৃতির আমোঘ নিয়ম।

ভালো লাগল। সুন্দর কবিতা।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে।
আপনি অনেক ভালো লিখেন।
আপনার সকল কবিতা পড়ার চেষ্টা করি।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর, আমার কবিতার উদার প্রশংসা করার জন্য। আমার কবিতা আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন জেনে কৃতজ্ঞ বোধ করছি। ভালো থাকুন, সব সময়।

১২| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০০

জুন বলেছেন: শুধু মা ই নয় বাবারাও সবাই এক সময় এমন একা হয়ে যায়। শিশুদের কলকাকলিতে ভরা ঘর শুন্য পুরী হয়ে ওঠে। কাজের লোকের উপর নির্ভরশীল তখন তাদের সংগী হয়ে উঠে ভাইবার, স্কাইপি ফেসবুক এই সব।
কবিতায় ভালোলাগা রইলো অনেক।

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৭

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটা আপনি পড়লেন, এজন্য অনেক ধন্যবাদ। মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোনই অবকাশ নেই।
প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

টাইম টিউনার বলেছেন: স্যার স্ক্রল করতে করতে , আপনার এই লেখা তে চোখ আটকে গেল, পড়তে পড়তে ভাবতে লাগলাম , আমার মা বাবা , তারা ও একদিন আমার এই সময় টা পার করে গেছেন । তদের ও অনেক সাধ সপ্ন ছিল । পৃথিবী তে ম বাবার জন্য সবচেয়ে মূল্যবান হয় সন্তান , সময় যাবার সাথে সাথে এই সন্তানের কাছেই মা বাবারা হতে থাকেন , মূল্যহীন । চরম ট্রাজেডি :( । অনেক ভালো লাগলো স্যার আপনার কবিতা । দোয়া করবেন যেন আমার মা বাবার মূল্য আমার কাছে কোনদিন না কমে ।

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, টাইম টিউনার। সব সময় সব সন্তানের কাছে বাবা মায়েরা মূল্যহীন হননা। তবে কিছু কুলাঙ্গার সন্তানের অমানবিক আচরণের কথা তো আমরা প্রায়ই সংবাদ মাধ্যমের মারফত শুনে থাকি। মোদ্দা কথা হলো একটা নির্দিষ্ট সময়ের পর আমরা সবাই অপেক্ষা করতে থাকি জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য। তখন হয়তো আমরা সংসারে অপ্রয়োজনীয় না হলেও অপ্রাসঙ্গিক হয়ে পড়ি।
কবিতায় প্লাস দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা লেখা পড়ে মন্তব্য করে এলাম।

১৪| ০২ রা মে, ২০১৭ সকাল ১১:৪৭

ওমেরা বলেছেন: কবিতায় আমার নানীর জীবনকেই খুঁজে পেলাম । এটাই বাস্তবতা সব মা,বাবারাই এক সময় একা হয়ে যায় ।ধন্যবাদ ভাইয়া ।

০২ রা মে, ২০১৭ বিকাল ৪:২৭

খায়রুল আহসান বলেছেন: লিঙ্ক ধরে এসে পুরনো কবিতাটি পড়ে যাবার জন্য ধন্যবাদ। পুরনো কবিতায় নতুন প্লাস পেয়ে অনেক অনুপ্রাণিত হ'লাম।
এটাই বাস্তবতা সব মা,বাবারাই এক সময় একা হয়ে যায় -- কঠিন বাস্তবতা, অত্যন্ত রূঢ় বাস্তবতা।
শুভকামনা...

০২ রা মে, ২০১৭ বিকাল ৪:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো (ততটা পুরনোও নয়) তুমি আছ অন্তরে পড়ে আসলাম। ভাল লেগেছে। + +

১৫| ১১ ই মে, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: দারুন সুন্দর একটা কবিতা পাঠ করলাম।

১৩ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.