নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

একটি দুটি

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৩

একটি নীরব আলিঙ্গন
হৃদয়ের কঠিন বরফকেও গলিয়ে দিয়ে
একটি উষ্ণ প্রস্রবণ প্রবাহিত করে দিতে পারে।

একটি নিবিড় চুম্বন
একটি একটি করে সহস্র দীপশিখা জ্বেলে
দু’টি হৃদয়ের অব্যক্ত আকুতিকে ভাষা দিতে পারে।

দুটি হাত একত্র হলে
স্পর্শের অলৌ্কিক শক্তির বলে
স্থবির পদ চতুষ্টয়কেও সম্মুখগামী করে দিতে পারে।

দুটি চোখের তারা যদি খুঁজে পায়
অপর দুটি চোখের স্বাগতিক ইশারা, চার চোখ মিলে
আঁধারকে দুর করে দিতে পারে ঝিকিমিকি আলো জ্বেলে।


ঢাকা
১১ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

বিলিয়ার রহমান বলেছেন: একটি নিবিড় চুম্বন
একটি একটি করে সহস্র দীপশিখা জ্বেলে
দু’টি হৃদয়ের অব্যক্ত আকুতিকে ভাষা দিতে পারে।

অসাধারন।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, বিলিয়ার রহমান। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
বোধকরি আমার কোন পোস্টে এটাই আপনার প্রথম মন্তব্য। আমার ব্লগে স্বাগতম!

২| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল। ধন্যবাদ

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ, পবন সরকার। ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

৩| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬

ভ্রমরের ডানা বলেছেন: বাস্তবিক কবিতা খুব ভাল লেগেছে!

আসলেই তাই-

একটু আলিঙ্গন
একটি চুম্বন
দুটি হাত একত্র হওয়া আসলেই অনেক কিছু।

শুভকামনা রইল কবি!

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: এ কবিতার একমাত্র 'লাইক'টি আপনার- তাই কৃতজ্ঞতা!
কবিতা পাঠ ও উপলব্ধ মন্তব্য প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৪| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার লিখেছেন।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কল্লোল পথিক। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৫| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।উনুপ্রাণিত হ'লাম।

৬| ১৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সিগনেচার নসিব বলেছেন: দারুন লাগল !!

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এ প্রশংসাটুকুর জন্য। শুভেচ্ছা রইলো।

৭| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ৮:১৯

ইমরান আল হাদী বলেছেন: দারুন লিখেছেন, মুগ্ধ হলাম। ভাল থাকবেন।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় বোধকরি আপনি এই প্রথম এলেন। মন্তব্যে কৃতার্থ বোধ করছি। প্রশংসায় উৎসাহিত ও অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৯

বিলিয়ার রহমান বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।হ্যা আপনার পোষ্টে করা ওই মন্তব্যটিই প্রথম ছিলো,আর এটা ২য়।ভালো থাকবেন।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, বিলিয়ার রহমান। আপনার "পতিতা" কবিতাটা এইমাত্র পড়ে এলাম, ভালো হয়েছে।

৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:০০

মানসী বলেছেন: মনের সরল অভিব্যক্তিই একটি সার্থক কবিতা হতে পারে। আপনার কবিতাও তাই।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর করে কথাটা বলে গেলেন, সেই সাথে আমার এ নগন্য প্রচেষ্টারও প্রশংসা করে গেলেন। অনেক অনেক ধন্যবাদ, মানসী।
আপনার "আমি আসলে কার" কবিতাটা পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছি। কবিতাটি ভালো লেগেছে।

১০| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ভীষণ ভালো লেগেছে। লিখার জন্য ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম, মন্তব্যে অনুপ্রাণিত।

১১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০০

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রথমকথা। মন্তব্যে প্রীত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.