নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

স্থবির

২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৮

এখনো দাঁড়িয়ে আছি সেখানেই,
যেখানে তুমি রেখে গিয়েছিলে।
কোন অগ্র পশ্চাৎ নেই,
কোন ভূত ভবিষ্যত নেই, তবু
সেখানেই ঠায় দাঁড়িয়ে আছি,
এখনও নির্বিকার, যেমন ছিলাম।

এখনো দাঁড়িয়ে আছি সেখানেই,
আনত পত্রপল্লব, শাখাপ্রশাখা সহ,
পাখিহীন, প্রজাপতিহীন দেবদারু
যেমন নির্বাক, নিথর, মৌ্ন থাকে।
বাতাস এলে শুনি মর্মর ধ্বনি,
বৃষ্টিতে ধুয়ে যায় যত নোনা পানি।

আকাশে এখনো চাঁদ ওঠে,
সে চাঁদ এখনো জ্যোৎস্না ছড়ায়।
অথচ আমি দাঁড়িয়ে আছি আঁধারে,
এক মায়াবী মুখের প্রত্যাশায়।
যে মুখে শুধু ভালোবাসা আঁকা,
যে মুখ এক মায়াময় মরীচীকা।

যেখানে রেখে গেছ তুমি,
আজও, সেখানেই রয়ে গেছি আমি।

ঢাকা
১৭ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতার ভাবের সাথে নামটা খুবই দারুণ ভাবে মিলে গেছে। নামটা আমার খুবই পছন্দ হয়েছে। কবিতাও ভালো হয়েছে।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার নামটা আপনার খুবই পছন্দ হয়েছে জেনে আমিও খুব খুশী হ'লাম। নামের সাথে সামঞ্জস্যমূলক একটা ছবিও দিতে চেয়েছিলাম, তা আর হলোনা। একই সাথে কবিতাও আপনার ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা, মোঃ সাইফুল্লাহ শামীম

২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেম যেমন করে গতিশীল তেমনি করে স্থবির! :)

হায় মরিচিকা মায়া
জেনেও বুঝেও সবাই করে তারি আশা!
যেখানে অনন্ত প্রেম স্রষ্টায় অবিনশ্বরতা
তার কাছে যাইনে, বড়ই অবহেলা :)

+++++++

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার উপলব্ধিটুকু এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩২

বিলিয়ার রহমান বলেছেন: বরাবরের মতোই সুন্দর লিখেছেন।

ভালো থাকুন

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, বিলিয়ার রহমান। কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।

৪| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন: এক মায়াবী মুখের প্রত্যাশায়।
যে মুখে শুধু ভালোবাসা আঁকা,
যে মুখ এক মায়াময় মরীচীকা।

এই মায়া,ছায়া আছে বলেই তো পৃথিবীটা অসম্ভব সুন্দর লাগে।।।
কবিতা পড়ে ভাল লাগলো।
ভালো থাকুন।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: এই মায়া,ছায়া আছে বলেই তো পৃথিবীটা অসম্ভব সুন্দর লাগে - জ্বী, ঠিক বলেছেন। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি।

৫| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৫

মুমু পাখি বলেছেন: দারুন ! দারুন ।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মুমু পাখি। মাত্র একটি শব্দে (দুইবার) কবিতার প্রশংসায় প্রীত হয়েছি।
আপনার প্রথম পোস্ট sometimes sometimes পড়ে এলাম। এই ইংরেজী কবিতাটা কি আপনারই লেখা?

৬| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কাজী ফাতেমা, আমার এ কবিতাটাতে প্রথম প্লাস দেয়ার জন্য এবং আপনার ভালো লাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্য। শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন।

৭| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৭

খায়রুল আহসান বলেছেন: এ কবিতার মূল কাঠামোটি তৈরী হয়েছিলো বহু বছর আগে- কোন এক পরিত্যক্ত প্রেমিকের স্বগতোক্তি শুনে কবিতাটি লিখেছিলাম।
যুগে যুগে মায়াবতীরা তাদের প্রেমিককে নানাবিধ কারণে এভাবে পরিত্যাগ করে অন্যত্র চলে গেছে। আর পরিত্যক্ত প্রেমিকগণের মন স্থানুবৎ রয়ে গেছে প্রেমের সমাধিতে, যদিও তাদের দেহ সচল, স্বাভাবিক রয়ে গেছে। সেদিন হঠাৎ সে ঘটনাটি মনে পড়লো- হয়তো শ্রাবনের কারণে। সেই স্বগতোক্তি পুনর্ব্যক্ত হলো এ কবিতায়।

৮| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৩

কল্লোল পথিক বলেছেন:


আকাশে এখনো চাঁদ ওঠে,
সে চাঁদ এখনো জ্যোৎস্না ছড়ায়।
অথচ আমি দাঁড়িয়ে আছি আঁধারে,
এক মায়াবী মুখের প্রত্যাশায়।
যে মুখে শুধু ভালোবাসা আঁকা,
যে মুখ এক মায়াময় মরীচীকা।


চমৎকার কবিতা।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কল্লোল পথিক। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
আপনার 'জাতিস্মর' কবিতাটা পড়ে এলাম। সুন্দর কবিতা।

৯| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:২০

ব্লগ সার্চম্যান বলেছেন: অন্যরকম ভালো লাগা । কবিতায় ++++++++

০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: 'অন্যরকম ভালো লাগা'র কথাটা এখানে জানিয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ, ব্লগ সার্চম্যান। প্লাস পেয়ে অনুপ্রাণিত বোধ করছি।
আপনার পুরনো পোস্ট- শিক্ষার ভ্যাট নামে জাতিকে মেরুদন্ডহীনের গভীর ছড়যন্ত্র পড়ে এলাম। ভালো লেগেছে।

১০| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৭

অরুনি মায়া অনু বলেছেন: অনেক সুন্দর লিখেছেন | খুব ভাল লেগেছে | স্থবিরতা কেটে যাক | সচল হোক জীবন | মায়াবতী ফিরে আসুক | অনেক অনেক শুভ কামনা রেখে গেলাম |

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতা পড়ে এমন সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
আপনার "লাজুক লতা" কবিতাটি পড়ে এলাম এখনি। ভালো লেগেছে।

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্লাস পেয়েও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।

১১| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৭

শামছুল ইসলাম বলেছেন: স্থবির কবিতাটা ভাবের দিক থেকে খুব গম্ভীর।

কবির ভাবুক মনের সুন্দর প্রতিচ্ছবি অল্প কথায় ফুঁটে ওঠেছে।

//এখনো দাঁড়িয়ে আছি সেখানেই,
যেখানে তুমি রেখে গিয়েছিলে।
কোন অগ্র পশ্চাৎ নেই,
কোন ভূত ভবিষ্যত নেই, তবু
সেখানেই ঠায় দাঁড়িয়ে আছি,
এখনও নির্বিকার, যেমন ছিলাম।//

-মাত্র ছ'টা লাইনে কত বিশাল ভাবনার প্রকাশ।

এবং তার পরের লাইন গুলোতেওঃ

//এখনো দাঁড়িয়ে আছি সেখানেই,
আনত পত্রপল্লব, শাখাপ্রশাখা সহ,
..... //


//আকাশে এখনো চাঁদ ওঠে,
সে চাঁদ এখনো জ্যোৎস্না ছড়ায়।
অথচ আমি দাঁড়িয়ে আছি আঁধারে,
....//



//যেখানে রেখে গেছ তুমি,
আজও, সেখানেই রয়ে গেছি আমি। //


পরিণত কবি মানসের স্পর্শে, কবিতাটা এত্টাি সুন্দর হয়ে ওঠেছে যে, প্রিয়তে না নিয়ে পারলাম না।

ভাল থাকুন। সবসময়।


২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: পরিণত কবি মানসের স্পর্শে, কবিতাটা এত্টাি সুন্দর হয়ে ওঠেছে যে, প্রিয়তে না নিয়ে পারলাম না - এমন একটা সুন্দর মন্তব্য দিয়ে আমার এ নগন্য কবিতাটিকে 'প্রিয়'তে নিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন। অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা জানাচ্ছি, শামছুল ইসলাম।

১২| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

প্রথমকথা বলেছেন:


আকাশে এখনো চাঁদ ওঠে,
সে চাঁদ এখনো জ্যোৎস্না ছড়ায়।
অথচ আমি দাঁড়িয়ে আছি আঁধারে,
এক মায়াবী মুখের প্রত্যাশায়।
ভাল লাগলো।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৩| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০

টাইম টিউনার বলেছেন: ভাল লেগেছ ..... স্যার ।

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, টাইম টিউনার। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
আপনার ভালো লাগা, ভালোবাসা, প্রেম - পোস্টটা পড়ে ভালো লেগেছে।
শুভেচ্ছা জানবেন।

০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্লাস পেয়েও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭

টাইম টিউনার বলেছেন: স্যার আমার যে কি ভালো লাগছে আপনার , প্রতি উত্তর পেয়ে , ভাষায় বুজাতে পারছি না। আমার জন্য দোয়া করবেন স্যার .

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১২

খায়রুল আহসান বলেছেন: আপনার বিনয় দেখে মুগ্ধ হলাম, টাইম টিউনার। দোয়া ও শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.