নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

চাঁদের আলোয়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪২


বন্দী মনের বিদায়ী শুভেচ্ছা...
Adieu from an imprisoned mind...

ঊষাভ্রমণ কারীগণ এখন জুতোর ফিতে বাঁধবেন,
নিশাচরগণ তাদের বিছানা খুঁজবেন...
Time for the morning walkers to tie their shoe strings...
And for the night keepers to straighten their beds...


পাখিরা নীরবে নীড় ছেড়ে উড়ে যায়, জ্যোৎস্না মাখা চাঁদ যখন ডোবার নেশায়...
As the moon prepares to disappear at dawn, birds awake in silence...


চাঁদ কথা দিয়েছিলো সন্ধ্যার কাছে, আসবে।
সে কথা রেখেছিলো, এসেছিলো পূর্বাকাশে,
এসেছিলো অনাড়ম্বরে, লোকচক্ষুর অলক্ষ্যে।
রাত যত গভীর হচ্ছিলো, একে একে এসে
তার কাছে ধার চেয়েছিলো কোমল আলো-
প্রথমে কিছু বিরহী প্রেমিক, তারপর বিচ্ছেদ
আর অবজ্ঞার অনল দহনে পোড়া কিছু প্রাণ,
যারা একদিন শখ করে ভালোবেসেছিলো!

ভাষাহীন কবি খুঁজেছিলো একটি প্রিয় কবিতা
তার পানে নির্নিমেষ তাকিয়ে, যার রচয়িতা-
ধ্রুবতারা হয়ে জেগে রয় তার মনের আকাশে।
নেশাগ্রস্ত অভাগারা তাকে মেনেছিলো দেবী,
নিশিকুটুম্বরা গোপন সংস্রবে সিঁধ কেটেছিলো
গৃহস্থের পর্ণ কুটিরে, পেলব আলোর প্রভায়।
রাতভর ইতি নেতি ঘটনার নীরব সাক্ষী হয়ে
সে চাঁদ হারিয়ে যায় প্রত্যুষে, নীল আকাশে।


ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক খুশী হলাম প্রামানিক, কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে। ভাল থাকুন। শুভেচ্ছা রইলো।
ঈদ, কোরবানি, ঘটক ইত্যাদি নিয়ে লেখা আপনার ছড়াগুলো পড়ে এলাম। খুব সুন্দর হয়েছে।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

মো:সাব্বির হোসাইন বলেছেন: ভাষাহীন কবি খুঁজেছিলো একটি প্রিয় কবিতা
তার পানে নির্নিমেষ তাকিয়ে, যার রচয়িতা-
ধ্রুবতারা হয়ে জেগে রয় তার মনের আকাশে।


ভাষাহীন কবিরা নির্নিমেষ হয় প্রিয় কবিতার সন্ধানে। এবং পেয়ে যাক প্রিয় কবিতাগুচ্ছ।
কবিতা খুব ভালো লেগেছে।
শুভকামনা প্রিয় খায়রুল আহসান ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

খায়রুল আহসান বলেছেন: মন দিয়ে কবিতা পড়ে এখানে উদ্ধৃতিসহ মন্তব্য রেখে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ, মো:সাব্বির হোসাইন। শুভেচ্ছা জানবেন।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:
প্রিয় লেখক,

পুরো কবিতা জুড়েই ভাললাগা! এর থেকে সহজ করে চাঁদ রাতকে উপস্থাপন করা কঠিন!

কবিতায় প্লাস!

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৪১

খায়রুল আহসান বলেছেন: এর থেকে সহজ করে চাঁদ রাতকে উপস্থাপন করা কঠিন - সব কথার সেরা কথা, এর চেয়ে কাম্য আর কী হতে পারে চাঁদপ্রেমী কবির?
মন্তব্য এবং প্লাসে যারপরনাই অনুপ্রাণিত। শুভেচ্ছা রইলো।

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনার বালুকণার চিঠি পড়ে ভাল লেগেছে।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: কবিতাটা সত্যিই অনন্য

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ একবাক্যে এতটা প্রশংসা করার জন্য। অনুপ্রাণিত হ'লাম।

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

অপ্‌সরা বলেছেন: একদম রাগ ভৈরবী তোমার কবিতায় ভাইয়া!!!!!!! :)

০৪ ঠা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: রাগ ভৈরবী? ঠিক আছে। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার প্রথম দুটো লেখা- সোনার খাঁচা এবং তুমি রবে নীরবে পড়ে মন্তব্য রেখে এসেছি। পড়লে খুশী হবো।

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৫

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর। রাতের চাঁদ, ভোরের চাঁদ, চাঁদের আগমন, চাঁদের বিদায় সব যেন মিশে একাকার।
চাঁদের ছবি দুটি কোন সময়ের তোলা জানার ইচ্ছে রাখছি।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যটাও খুব সুন্দর হয়েছে। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
চাঁদের ছবি দুটো ভোর ৫টা ৩৫ মিনিটে তোলা হয়েছিলো। সদ্য ফোটা দিনের আলোতেও চাঁদ ভাস্বর ছিল।
আপনার লেখা নির্লজ্জ এবং বিভ্রান্তির গল্প পড়ে সেখানে দুটো মন্তব্য রেখে এলাম।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৭

বিলিয়ার রহমান বলেছেন: অনন্য অসাধারন কবিতা।

ভালোলাগা +

০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রতি আরোপিত এ অসামান্য বিশেষণে অত্যন্ত অনুপ্রাণিত হ'লাম। প্লাসে প্রীত।
শুভেচ্ছা রইলো। ভাল থাকুন।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

জুন বলেছেন: চাদের আলোয় কত কিছুই না হতে পারে। অনেক ভালোলাগা রইলো।
+

০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, জুন। আপনার সাদর প্লাস পেয়ে কবিতাটি ধন্য হলো। শুভেচ্ছা জানবেন নিরন্তর।
আপনার লেখা ওয়াটার ট্যাক্সি স্বদেশ বিদেশে মনযোগ দিয়ে পড়ছি আর নিজের দেশের কথা ভেবে হায় আফসোস করছি। সামান্য একটা বিরতি নিয়ে এখানে এলাম। আবার ফিরে যাচ্ছি।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

আলোরিকা বলেছেন: 'ভাষাহীন কবি খুঁজেছিলো একটি প্রিয় কবিতা
তার পানে নির্নিমেষ তাকিয়ে, যার রচয়িতা-
ধ্রুবতারা হয়ে জেগে রয় তার মনের আকাশে।
--------------------------------------------------
রাতভর ইতি নেতি ঘটনার নীরব সাক্ষী হয়ে
সে চাঁদ হারিয়ে যায় প্রত্যুষে, নীল আকাশে। '

------ চাঁদ নিয়ে চমৎকার একটি কবিতা ভাইয়া ! ঈদ মোবারক :)

০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ, আলোরিকা। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট অভিশপ্ত আত্মারা জাগো পড়ে সেখানে মন্তব্য রেখে এলাম। সময় করে পড়ে দেখলে খুশী হবো।
শুভেচ্ছা জানবেন।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর লেখা। ভাল লেগেছে প্রিয় কবি।

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ!

দারুন ভিন্নমাত্রায় পেলাম রুপকথার চাঁদকে। জীবনের ছোট ছোট স্বপ্ন আর বাস্তবতার সাথে :)

++++++++++++

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: আপনার এ চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
ধন্যবাদ ও শুভেচ্ছা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.