নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

ডাকবাক্সটাতে ঘুন ধরেছে বহুকাল আগে,
ঝুরঝুরে সব গুঁড়ো পড়ে থাকে তার নীচে,
তবু সেটা কিছু চিঠি আঁকড়ে রাখছে বুকে,
প্রেরকের ঠিকানা খুঁজতে যাওয়াটা মিছে।

ডাকপিয়নটার যাতায়াত আজ অনিয়মিত,
তার সাইকেলটার ক্রিং ক্রিং আর শুনিনা।
তবুও আসছে কোথা থেকে চিঠি অবিরত,
কে পাঠাচ্ছে চিঠি হরদম তাতো জানিনা!

চিঠির লেফাফাটা অতি সুন্দর মনোরম,
গোলাপের কলি যেন কথা কয় হেসে হেসে।
কার এসব মুক্তো এটুকু জানতেই যত ভ্রম,
হাতের লেখাগুলো কোথা যায় যেন ভেসে!


ঢাকা
১৫ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতার ভাব । শেষ স্তবকটা বেশি ভালো ।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পোস্ট করার এগার মিনিটের মাথায় আপনার এ প্রশংসাব্যঞ্জক মন্তব্য পেয়ে আনন্দিত বোধ করছি। কবিতার শেষ স্তবকেই সাধারণতঃ 'কবিতা লেখকদের' মনের কথাটা ফুটে উঠে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রথম + এ অনুপ্রাণিত।
অনেকদিন অনুপস্থিত ছিলেন। আশাকরি ভালই ছিলেন।
ভাল থাকুন।

২| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১২

সাহসী সন্তান বলেছেন: আপনার কবিতা মাঝে-মাঝে পড়া হয়! খুব চমৎকার কবিতা লিখতে পারেন আপনি! বিশেষ করে আজকের কবিতাটা সত্যিই অনেক বেশি আবেগ সঞ্চার করতে পেরেছে মনে!

আমিও ডাকপিয়নের অপেক্ষা করি! ভাবি ঠিকানা বদলে এই বুঝি কোন এক অচেনা চিঠি এসে হাজির হবে আমার দুয়ারে! কিন্তু অপেক্ষার প্রহর শেষ হলেও চিঠি আর আসে না! :(

চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: আপনার মত 'সাহসী সন্তানেরা' এমনি করে মাঝে মাঝে এসে আমাদের কবিতা পড়ে এত সুন্দর প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেলে আমাদের মত অকবিরাও ভীষণভাবে অনুপ্রাণিত হই। আপনাকে মাঝে মাঝেই আমার লেখায় পাই, সেজন্য অশেষ ধন্যবাদ।
আমার আজকের কবিতাটা আপনার মনে আবেগ সঞ্চার করতে পেরেছে জেনে উৎফুল্ল বোধ করছি। কামনা করি, কোন এক ডাকপিয়ন অচিরেই এক চেনা/অচেনাজনের চিঠি নিয়ে আপনার দুয়ারে করাঘাত করবে! :)
মন্তব্যে প্রীত হয়েছি, + এ অনুপ্রাণিত।

৩| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৪

অবনি মণি বলেছেন: সুন্দর!!

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় বোধকরি আপনি এই প্রথম এলেন, আপনাকে সুস্বাগতম!
আপনার একটি শব্দের বিশেষণে কবিতাটি মর্যাদা পেল, অশেষ ধন্যবাদ।
আপনার প্রথম পোস্ট- এই আমার জীবন পড়ে এলাম, ভালো লেগেছে। লেখাটাতে + +

৪| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: সুন্দর এবং ভালো লাগা।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং ভাল লাগা, দুটোতেই অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক, মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

৬| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৩১

রক্তিম দিগন্ত বলেছেন:
অদ্ভুত একটা আবেশ জড়িয়ে আছে কবিতাটায়। মুগ্ধকর আবেশ। ভাল লাগলো। +

১২ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৮

খায়রুল আহসান বলেছেন: এই তো আপনি কবিতা বুঝতে শুরু করেছেন! এখন থেকে আর বলবেন না যে আপনি কবিতা বোঝেন না। :)
মন্তব্য এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৭| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০২

ভ্রমরের ডানা বলেছেন:

খুব মিষ্টি কবিতা।

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যটাও মিষ্টি।
মন্তব্যে প্রীত হ'লা প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা মনটাকে নষ্টালজিক করে তুলল......ভালোলাগা

১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো।
আপনার প্রথম পোস্ট আমি নতুন পড়ে কিছু মন্তব্য রেখে এসেছিলাম কয়েক মাস আগে। তার আগের পোস্ট শিরোনামহীন ব্লগ পড়েও সেখানে কিছু কথা রেখে এসেছি। একটু সময় করে দেখে নেবেন।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা!:)

ভালোলাগা+

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা এবং ভালোলাগা+এর জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অমুপ্রাণিত হ'লাম।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক!:)

১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন... :)

১১| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগার কবিতা ।
কল্পনার চিঠির জন্য যে এমন করে লিখা যায় তা হতোনা জানা ,
যদি এখানে এসে না পাঠ করতাম এ কবিতাখানা ।
শুভেচ্ছা রইল ।

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: ছন্দে ছন্দে কবিতার প্রশংসা করে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৭

খায়রুল আহসান বলেছেন: :)
ভাল থাকুন, ডঃ এম এ আলী।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৮

অরুনি মায়া অনু বলেছেন: আপনার এই সুন্দর কবিতায় মন্তব্য করতে এসে আমার এই কবিতাখানি রেখে গেলাম,

ডাক পিয়ন,,,,,,

ডাক পিয়ন ও ডাক পিয়ন আমার কোন খবর আছে কি?
বহুদিন হল আসোনা তুমি কোথায় থাক আমায় ভুলেছ কি?

আমি দিন গুনি, কান পাতি,এই বুঝি কড়া নাড়লে;
কিন্তু হায় হয়েছ তুমি ভুলো মনা, আমার নীল খাম না জানি কোথায় হারালে |

খুঁজে দেখতো তোমার ঐ ঝোলার ভিতর, দৃষ্টি এড়িয়ে লুকিয়ে নেইতো আমার পত্র?
ডাক পিয়ন তুমি ভারি ফাঁকিবাজ, কাজে নেই মন অলস হয়েছ, ফেলে রাখ সবকিছু যত্রতত্র |

হে ডাক পিয়ন, আমি বুনে চলেছি জল মাটি আর কাদার তৈরী সুখের শীতল পাটি,
চেয়ে থাকি আজো আসবে তুমি, সাইকেলে চড়ে ধুলো উড়িয়ে, 
টুংটাং আওয়াজ তুলে বলবে, বাড়িতে কেও আছেন? চিঠি এসেছে চিঠি,,,,,,,,,,,

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০১

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা ডাক পিয়ন,,,,,, পড়ে মুগ্ধ হ'লাম। সুন্দর হয়েছে কবিতা।
আমার চিঠি পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০

দিয়া আলম বলেছেন: অনেক অনেক অনেক সুন্দর কবিতা ,

থ্যাংক্যু ভাইয়া

১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি পড়ার জন্য এবং এতটা উচ্ছ্বসিতভাবে এপ্রিশিয়েট করে যাবার জন্য।
শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন।
আমার আজকের কবিতা সম্বোধন এবং এর আগেরটা বোধাতীত কেমন হয়েছে, পড়ে জানালে খুশী হবো।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৫

হাসান মাহবুব বলেছেন: বহুদিন আগে এরকম একটা থিম নিয়ে একটা পদ্য লিখেছিলাম।

সুন্দর হয়েছে।

২০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: সেই পদ্যের লিঙ্কটা দিয়েন, পড়ে আসবো।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.